এলোমেলো ফটোগ্রাফি 📸📸

in আমার বাংলা ব্লগlast year

০২ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ

২১অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
০১রবিউস সানী ১৪৪৫ হিজরী
শনিবার।
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


📸

1697866178196.jpg

খারাপ সময় যেন পিছু ছাড়ছে না। একটা সমস্যার সমাধান নাই হতে আরো কয়েকটা সমস্যা এসে হাজির হচ্ছে। তবে আশা করছি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। দিনগুলো খুব ভালো উপভোগ করছেন। প্রতিনিয়ত চেষ্টা করি ভালো কিছু দৃশ্য ফ্রেম বন্দী করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। প্রকৃতি নিজে থেকে অনেক সুন্দর আর তার সৌন্দর্য চারিদিকে বিস্তার করে রয়েছে। শুধু সেরকম ভাবে মন থেকে যদি গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করে দেখা যায় তাহলেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। মনটা যদি অসুন্দর হয় তাহলে প্রাকৃতিক সৌন্দর্য ও কেমন মলিন মনে হয়। যাহোক আজ আমি আমার ফটোগ্রাফির মধ্যে ফুল থেকে মধু আহরণ করা প্রজাপতি এবং কিছু ফুল আকাশের চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি ভালো লাগবে।


📸📸

IMG_20231021_112725.jpg

IMG_20231021_112631.jpg

IMG_20231021_112608.jpg

হাজারো ফুল কীটপতঙ্গ দিয়ে আমাদের পৃথিবী ভরপুর। এগুলো যেমন প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি পরিবেশের ভারসাম্য ও রক্ষা করে থাকে। পৃথিবীতে এমন কোন সৃষ্টি আপনি খুঁজে পাবেন না যেটা অনর্থক। যেকোনোভাবে যে কোন সৃষ্টি আমাদের উপকারে আসছে সেটা আমরা বুঝতে পারি আর না পারি। এই ধরুন প্রজাপতি যখন ফুল থেকে মধু আহরণ করে ডানা মেলে উড়তে থাকে এর সৌন্দর্য কতই না মধুর। এই সৌন্দর্য যে দেখে সেই মুগ্ধ হয় আমি মনে করি। উপরে তিনটি ফটোগ্রাফিতে তিন রকমের প্রজাপতি এবং তিন রকমের ফুল থেকে মধু আহরণের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটোগ্রাফি গুলো সবই আমার ফুলবাগান এবং ফুলবাগানের আঙিনা থেকে ফ্রেমবন্দি করা। যদিও এই উড়ন্ত এবং ঝটপট কীটপতঙ্গের ফটোগ্রাফি করা সব সময়ই একটু ডিফিকাল হয়। তবুও চেষ্টা করেছি অনেক সময় নিয়ে ফ্রেমবন্দী সুন্দরভাবে করে আপনাদের মাঝে তুলে ধরার। আশা করছি উপরের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


📸📸

IMG_20231021_112755.jpg

IMG_20231021_112258.jpg

IMG_20231021_112330.jpg

IMG_20231021_112344.jpg

যেখানে ফুল এবং সবুজ প্রকৃতি থাকে সেখানকার সৌন্দর্য সবথেকে বেশি ভালো লাগে আমাদের সবারই। এজন্য কিন্তু আমরা মাঝে মাঝেই বিভিন্ন পার্ক এবং নার্সারি গুলো ভ্রমণ করে থাকি। পার্কে ভ্রমন করতে গেলেই আমরা দেখি চারিপাশ এবং পার্কের আঙিনা জুড়ে শুধু বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। ফুল আল্লাহতালার অনেক বড় একটি সৃষ্টির সৌন্দর্য। পৃথিবীতে বহু রকমের ফুল বহু রকমের সুগন্ধিযুক্ত। আসতে সামনে শীতকাল ফুটবে হরেক রকমের ফুল সৌন্দর্য ছড়াবে সারা পৃথিবীতে। আমরা অনেকেই বাড়ির আঙিনায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুলের বাগান গড়ে তুলি। তেমনি আমিও কিন্তু একটি ফুলের বাগান ঘুরেছি আমার বাড়ির আঙ্গিনায়। আমার ফুলবাগান থেকেই আজ আপনাদের সাথে চার রকমের চারটি ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রথম ফটোগ্রাফি তে দেখতে পাচ্ছেন সাদা জবা ফুল। শীতের শুরুতেই হালকা কুয়াশা পড়ছে আর ফুলের উপরে সেটি পড়ে বিন্দু বিন্দু হয়ে রয়েছে যেটা ফুলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। পরের তিনটি ফটোগ্রাফিতে রঙ্গন কৃষ্ণচূড়া এবং সাদা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন। আমার বাগানে এখন এই চার ধরনের ফুল বিদ্যমান যা প্রতিনিয়ত সৌন্দর্য ছড়াচ্ছে।


📸📸

IMG_20231021_112443.jpg

*এইতো কদিন আগেই শেষ হলো শরৎকাল। শরৎকালে আকাশের সৌন্দর্য দেখে আমরা সবাই বিমোহিত হয়ে যাই। যার বড় গুণ হচ্ছে নীল আকাশে ভেসে বেড়ানো তুলার মত টুকরো টুকরো সাদা মেঘ।। বেশ কয়েকদিন আগেই এই ফটোগ্রাফিটি ফ্রেমবন্দি করা। মূলত নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম কাশ বনে। কাশবনের ফটোগ্রাফি করার সাথে সাথে কিছু আকাশের ফটোগ্রাফি ও করে রেখেছিলাম সেখান থেকে একটি আজ আপনাদের মাঝে তুলে ধরেছি। যাও গিয়েছিল আজ আমার ভালো লাগা কিছু ফটোগ্রাফি ।আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 last year 

আজকে আপনি আমাদের মাঝে চমৎকারভাবে বিভিন্ন পর্যায়ের ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। খুবই ভালো লেগেছে এই জন্য যে আপনার ফটোগ্রাফি গুলো ছিল খুবই পরিষ্কার আর দেখার মত। সুন্দরভাবে আপনি ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করেছেন প্রত্যেকটা ফুলের দৃশ্য। সুন্দরভাবে ফুলগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করে যাচ্ছি সবসময়ই ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য দোয়া করবেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

এটি ঠিক বলেছেন খারাপ সময় আসলে একটির পর একটি আসতেই থাকে পিছু একেবারে ছাড়তেই চায় না । এ ধরনের এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আসলেই খুব ভালো লাগে । আসলেই আমাদের প্রকৃতিটা যে কতটা সুন্দর তার চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলেই বোঝা যায় । আপনার প্রত্যেকটা ফটো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে । তা ঠিকই বলেছেন ফুল আল্লাহতালার অনেক বড় একটি নেয়ামত । আর শীতকাল আসলে তো ফুলের সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যায় শুধু ফুল আর ফুল দেখা যায় চারিদিকে ।

 last year 

। ফটোগ্রাফি গুলো সৌন্দর্য উপভোগ করে উৎসাহমূলক একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনি খুবই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রথম ফুলগুলো অনেক দেখেছি কিন্তু এর নাম জানা নেই। তবে ফুলের উপর প্রজাপতি উড়ে বেড়ানোর ফটোগ্রাফি দারুন হয়েছে। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সবগুলো ফটোগ্রাফি পর্যবেক্ষণ করে আপনার কাছে ভাল লেগেছে সুন্দর একটি মন্তব্য করেছেন অনেক ভালো লাগলো পড়ে

 last year 

আসলে এই সময়টাতে কেউ তেমন ভালো নেই, সেটা বিভিন্ন কারণে। যাইহোক আপনি বরাবরই চমৎকার ছবি তোলেন, ছবিগুলো বেশ মুগ্ধতা নিয়ে দেখলাম। প্রতিটি ছবি পরিষ্কার এবং সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 last year 

আশা করছি খুব তাড়াতাড়ি এই খারাপ সময়টা পার করে ভালো সময় আনতে পারব।
ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলা দেখে মন্তব্য করার জন্য।

 last year 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। আসলে আপনার ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এমন চমৎকার ফটোগ্রাফি দেখলে খুবই ভালো লাগে । আপনার প্রতিটি ফটোগ্রাফি আমি খুবই দৃষ্টিনন্দন হয়েছে । বিশেষ করে ফুলের উপর প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে । তাছাড়া রঙ্গন ফুলের ফটোগ্রাফি বেশ অসাধারণ হয়েছে। জবা ফুল এবং গোলাপ ফুলের সৌন্দর্য বেশ দুর্দান্ত। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

জবা ফুল এবং গোলাপ ফুলের সৌন্দর্য সেই সাথে প্রজাপতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ

 last year 

অসাধারণ ছিল প্রত্যেকটা ফটোগ্রাফি একদম তাকিয়ে থাকার মত, ফুলের ছবিগুলো প্রজাপতির ছবিগুলো কিংবা আকাশ সবগুলো ছিল প্রশংসা করার মত।

 last year 

সুন্দর একটি প্রশংসামূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। খুবই সুন্দরভাবে এই ফটোগ্রাফি গুলো করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আবারো আপনার চোখ ধাঁধানো ফটোগ্রাফি পর্ব দেখার জন্য চলে আসলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি এক কথায় অসাধারণ সুন্দর ভাইয়া। সাদা জবা ফুলের ছবিটা আমার মন কেড়েছে। প্রকৃতির মাঝে থেকে এমন সৌন্দর্যগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

প্রতিনিয়ত আপনি আমার ফটোগ্রাফি গুলা দেখে অনেক সুন্দর মন্তব্য করেন। এতে আমি অনেক উৎসাহ পাই। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69585.15
ETH 2499.56
USDT 1.00
SBD 2.56