বাংলা কবিতা :একলা চলো।

in আমার বাংলা ব্লগ29 days ago (edited)

১৮বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ
০২মে ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শাওয়াল ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
গ্রীষ্মকাল।


আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


সু সময়ে বন্ধু, আত্মীয় স্বজন, শোভা কাঙ্খির অভাব হয় না।কিন্তু যখন আপনি খারাপ সময় পার করবেন তখন কেউ সাথে থাকে না।পেছনের মানুষ খুব ভয়ংকর খারাপ সময় বদনাম আর সু সময় সু নাম করবে।লোকের কথায় কি আসে নিজেকে বিজয়ি করতে হলে লক্ষ ঠিক রেখে করতে হবে কঠোর পরিশ্রম। আসলে বাস্তবতা খুব কঠিন।স্বপ্ন দেখা সহজ কিন্তু পূরণ করা মোটেও তেমন না।আমার কবিতার মাঝে এই বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


builders-1825689_1280.jpg

Source


একলা চলো

যেতে হবে অনেক দূর পেড়িয়ে পর্বত মালা,

করতে হবে জয় জীবনের পথ চলায়,
একনিষ্ঠ চিত্তে পেড়িয়ে আলোক রশ্মি,
আনতে হবে বিজয় ছিনিয়ে জীবনের তটে।

জানি এ পথে বিছানো কাটা সারি সারি,
রক্তাক্ত হবে হৃদয় বারেবার,
তবুও যে স্বপ্ন করতে হবে সাবাড়,
তবেই না হাসবে আমার পরিবার।

করতে হবে সাধনা কঠোর,
খুজতে হবে পাপড়ি বিছানো পথ,
আসবে অনেক ঝড় সাধনায় আবার।
দিতে হবে পারি স্বপ্ন খুজতে এ পথ।

আধার কেটে সকালের সূর্য হেসে উঠে জানি,
তেমন কষ্ট সাধার ফল হয় সুমিষ্ট,
বলবে লোকে অনেক কথা পিছু দেখোনা,
সুফল এলে দেখবে সবাই অতি আপনজনা।

বুকে সাহস শক্তি থাকলে হবে বিশ্ব জয়,
তেমায় দেখে গায়বে সবাই জয় গান।
ধৈর্য ধরে কাজ করলে আসবে সফলতা।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 29 days ago 

ভাইয়া আমরা ভালো পথে চলি অথবা খারাপ পথে পেছনের মানুষ কিছু না কিছু বলবে। তাই আমাদের উচিত সবার কথা এড়িয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। একলা চলো অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। বলতে পারা যায় এই ধরনের কবিতা গুলো আমাদের মনের জোর বাড়িয়ে দেয় সাহস ফিরিয়ে আনে।

 26 days ago 

একদম ঠিক কথা কে কি বলল সেদিকে কান্না দিয়ে লক্ষ্যমাত্রা স্ত্রী রেখে নিজের মত করে এগিয়ে যাও বুদ্ধিমানের কাজ।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।

 28 days ago 

আর যাই হোক চমৎকার লিখেছেন কিন্তু। আপনার লেখা কবিতাটা পড়তে অনেক ভালো লাগলো আমার। মাঝে মাঝে এমন সুন্দর সুন্দর কবিতা লিখলে মনের ভাব প্রকাশ হয়। কবিতা লেখার অনুভূতিটাও যেন বেড়ে ওঠে। সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 26 days ago 

চেষ্টা করেছি বাস্তবতাকে অবলম্বন করে নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য কবিতার মাধ্যমে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 28 days ago 

আপনি বেশ দারুণ কবিতা লিখেছেন। মানুষের সাফল্যতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। তবে সে সাফল্য তার পেছনে অনেকের বাধা থাকে। সকল বাধা পেরিয়ে যদি সফলতা অর্জন করা যায় তাহলে সকলের সূর্যের মতো যেন নতুন আলো দেখা যায়। যাই হোক অনেক সুন্দর ছিল আপনার আজকের কবিতা।

 26 days ago 

ঠিকই বলেছেন বাধা পেরিয়ে সফলতা অর্জন করতে হবে আর লক্ষ্যমাত্রা ঠিক রেখে কাজ করতে হবে।
ধন্যবাদ আপনাকে।

 28 days ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে এই কবিতার মাধ্যমে বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। অনেক ভালো লেগেছে কবিতার ভাষাগুলো।এই লাইন গুলো অসাধারণ ছিলো।

করতে হবে সাধনা কঠোর,
খুজতে হবে পাপড়ি বিছানো পথ,
আসবে অনেক ঝড় সাধনায় আবার।
দিতে হবে পারি স্বপ্ন খুজতে এ পথ।

 26 days ago 

চেষ্টা করেছি বাস্তবতাকে অবলম্বন করে কবিতার লাইনগুলো প্রকাশ করার জন্য আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 28 days ago 

এটাই বাস্তবতা ভাইয়া সুখের সময় যারা আপনাকে ভালো মন্দ সব কাজেই বাহবা দিত দুঃখের সময় এই মানুষগুলো এসে আবার আপনার ভুল ধরা শুরু করে দেয়। যাইহোক এই বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। যদিও একা জীবন চলা যায় না তারপরও আমাদের অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে ফেলা উচিত। ভালো লাগল আপনার কবিতাটি পড়ে।

 26 days ago 

অন্যের উপর নির্ভরশীলতা আমরা যত কমিয়ে আনতে পারব ততই বাস্তবতা বুঝে কাজে অগ্রসর হতে পারব।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 25 days ago 

আসলে আমাদের মনের শান্তির জন্য সব সময় কবিতা পড়া উচিৎ। তাই যখন সময় পাই তখন আমাদেরকে এখানে প্রবেশ করে কবিতা গুলো পড়ার চেষ্টা করি৷ আজকে আপনি অসাধারণ একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67296.35
ETH 3777.99
USDT 1.00
SBD 3.57