পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে পদ্মা নদী ভ্রমণ 🚣‍♀️🚣‍♀️

in আমার বাংলা ব্লগlast year

১২ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ

২৯আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
১২সফর ১৪৪৫ হিজরী
মঙ্গলবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🚣‍♀️

IMG_20230829_195432.jpg

মানুষের কিসের এত অহংকার ,এত ক্ষমতার দাপট ,এত আধিপত্য ,সম্পদ গোছানোর এত লোভ লালসা? যার সৃষ্টি মাটি থেকে আবার মাটিতেই শেষ। পৃথিবীর বুকে ক্ষণিকের এই জীবনে কি করে গেলাম এটার হিসাব দিতে হবে। তবুও আমরা আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে থাকি। এজন্যই তো কবি বলেছেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে হাসিবে ভুবন। ক্ষনিকের এই জীবনে সৎ পথে থাকতে হবে ।ভালো কাজ করতে হবে ।আখেরাতের জন্য কিছু পুঁজি গুছিয়ে নিয়ে যেতে হবে। যেন শেষ বিচারের সময় সৃষ্টিকর্তার কাছে সেটুকুনি তুলে ধরে ক্ষমা চাইতে পারি। ভালোভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে ।পরিবার পরিজনদের কে সুখে রাখতে হবে ।তাদের সাথে ভালো সময় পার করতে হবে। ভালো থাকতে হলে মাঝে মাঝে দেশ ভ্রমণ করতে হয়। বিভিন্ন জায়গা ভ্রমণ করে নতুন অভিজ্ঞতা অর্জন করতে হয়। আমি তো মাঝে মাঝেই বিভিন্ন জায়গা ভ্রমন করে থাকি। তো আজ আপনাদের মাঝে তুলে ধরব আমার পরিবারের সবাই মিলে পদ্মা নদী ভ্রমণের কিছু আলোকচিত্র এবং কথা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🚣‍♀️🚣‍♀️

IMG_20230829_195557.jpg

IMG_20230829_195514.jpg

শরতের আকাশ সেজেছে বৈচিত্র রূপে। যার রূপ দেখে প্রতিনিয়ত আমরা মুগ্ধ হয়ে যায়। নদীর পাড়ে ফুটেছে কাশের ফুল বাতাসে খাচ্ছে দোলা। এমন অপরূপ সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। অনেকদিন হলো ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তাই ভাবলাম সবাই মিলে নদী ভ্রমন করে আসি। সকালে পরিকল্পনা করলাম তো দুপুরের পরপরই সবাই মিলে বেরিয়ে পড়লাম নদী ভ্রমণে। একটি নৌকা ভাড়া করি এবং সেই নৌকাতে আমরা সবাই মিলে বসে অনেক ইয়ার্কি আড্ডা কথা গল্পর মাধ্যমে অনেকটা পথ পাড়ি দেই।


🚣‍♀️🚣‍♀️

IMG_20230829_195608.jpg

IMG_20230829_195543.jpg

সবাই তো অনেক খুশি। আর খুশি হবেই না বা কেন চারিদিকে অথৈ পানি দুকূলে বাড়িঘর আর কর্মব্যস্ত মানুষ। মাঝে মাঝে ছেলেপেলেদের নদীতে গোসলের দৃশ্য। যেন মনে হয় যে রবি ঠাকুরের কবিতার প্রত্যেকটা লাইন যেন আমি ঘুরে ঘুরে দেখছি। সব থেকে বেশি মজার দৃশ্য ছিল বৈচিত্র্যময় আকাশের ছাপ যখন পানির বুকে ভেসে ওঠে। নৌকার পালের সাথে যেন নদীর পানি করছে খেলা। সালাত সালাত শব্দ আর ঢেউ ভেঙে যাওয়ার দৃশ্য যেন এক অন্যরকম অনুভূতি ধরা দিচ্ছিল আমাদের কাছে।


🚣‍♀️🚣‍♀️

IMG_20230829_195650.jpg

IMG_20230829_195624.jpg

নদীর মাঝে মাঝে জেলেদের মাছ ধরার দৃশ্য ।ভাটিয়ালি সুর ধরে নৌকা বেয়ে চলা মাঝি। এক কোথায় আমরা এক একটা সময়ে বার করেছি এক একটা অনুভূতি নিয়ে। যদিও দিনটা ছিল মেঘনা এজন্যই ভ্রমণটা হয়েছিল আরো অনেক ভালো। কেননা অতিরিক্ত রোদ থাকলে নৌকায় করে যেতে খুব কষ্ট হয়। অনেকদিন পর সবাই মিলে একসাথে ভ্রমণ করতে পেরে কি যে ভালো সময় পার করেছি তা আসলে বলে বোঝানো যাবে না। এর মধ্যে আমার দুইটা চাচাতো ভাই ছিল যারা শহরে থাকে কখনোই এরকম ভাবে নৌকায় চলে নি। মজার বিষয় হচ্ছে একটু ঢেউ লেগে যদি নৌকা কেঁপে উঠছিল তো তারা খুব করে চিল্লানি দিচ্ছিল। বারবার বলছিল ভাইয়া যদি নৌকা ডুবে যায় সাঁতার কিন্তু জানিনা। আসলে শহরের মানুষ এমন অনুভূতি এমন পরিবেশে কখনো আসেনি এজন্যই এতটা ভয় কাজ করছিল।


🚣‍♀️🚣‍♀️

IMG_20230829_195732.jpg

IMG_20230829_195716.jpg

অথচ ছোটবেলা থেকে নদীর সাথে আমাদের কত ভালো সম্পর্ক বলতে পারেন বন্ধুত্ব। নদীতে মাছ ধরা সাঁতার কাটা নৌকা বেয়ে চলা। যেন এক আপন সুতোয় গাথা। নদীর পাড় দিয়ে চলতে চলতে দেখি একজন রাখালিয়া গাড়ি ঠেকিয়ে ঘোড়াকে খাবার দিচ্ছে। আবার কোথাও বালির বড় বড় পাহাড় দেওয়া রয়েছে। এখন নদীকে কেন্দ্র করে নদীর আশপাশের মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। ধরা পড়ছে জেলেদের জালে নিত্যনতুন মাছ। তবে এদিন এত মজা হবে সবাই মিলে একসাথে নদীতে ঘুরে আগে বুঝতে পারিনি।


🚣‍♀️🚣‍♀️

IMG_20230829_195451.jpg

আসলে কর্মব্যস্তময় জীবন পরিবারকে তেমনভাবে সময় দেওয়া হয় না। তবে হঠাৎ করে সবাই মিলে এরকমভাবে নদী ভ্রমণ করে যে আনন্দটা পেয়েছি এই দিনটির কথা মনে থাকবে সারা জীবন। যদিও এক সপ্তাহ আগে নৌকা ভ্রমণ করেছি তবুও তার আনন্দের রেস্টটা আমাদের মাঝে এখনো রয়ে গেছে। সবাই তো এখনো বলছে চলনা আবার যাই ঘুরে আসি নৌকা নিয়ে দূর অজানা দেশ থেকে। জীবনে ভালো থাকতে হলে পরিবারকে সময় দিতে হবে। তাদের সাথে মজা করতে হবে আনন্দ করতে হবে তাদেরকে ভালো রাখতে হবে। আবার জীবিকা নির্বাহের জন্য কাজও করতে হবে। যাহোক সবমিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো সময় কাটিয়েছি। এই ছিল আমার আজকের পদ্মা নদীতে পরিবারকে নিয়ে ভ্রমণের গল্প আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে পদ্মা নদী ভ্রমণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। আমি এর আগে কখনো পদ্মা নদী ভ্রমণ করিনি। আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে এখানে ভ্রমণ করার ইচ্ছে আরো অনেক গুণ বেড়ে গেল। আপনার পোষ্টটি পড়ে বুঝলাম পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

জি ভাইয়া পরিবারের সাথে খুবই ভালো সময় পার করেছিলাম।
আপনাকে আমন্ত্রণ রইল আমাদের কুষ্টিয়ায় পদ্মা নদী ভ্রমণ করার জন্য।

 last year 

পদ্মা নদীতে পরিবারের সকলকে নিয়ে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। নদীর প্রাকৃতিক সৌন্দর্য বেশ চমৎকার উপভোগ করেছেন নিশ্চয়। আসলে পরিবারের সকলকে নিয়ে বাইরে ঘুরতে বের হলে খুব ভালো লাগে। পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে পদ্মা নদী ভ্রমণের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। আর ভ্রমণের সময় যদি পরিবারের সকল সদস্য একত্রে থাকে তাহলে তো কোন কথাই নেই।
ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48