"''DIY এসো নিজে করি""রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

16পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ

31ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
26জমাদিউল আউয়াল, , ১৪৪৩ হিজরী
শুক্রবার
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


1640911410984.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে আমাদেরকে উপহার দেয়। এই গুলো দেখে আমি নিজেও খুব উৎসাহিত হই নতুন কিছু করার জন্য।আমার আজকে ড্রাই রঙিন পেপার দিয়ে একটি ফুলেরন ওয়ালমেট তৈরি। আশাবাদী আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণপরিমাণ
১.রঙিন পেপার।
২.পেন্সিল
৩.পেন্সিল কম্পাস
৪.স্কেল
৫.পুতি
৬.গ্লু-গান

☀️ধাপ ০১

IMG_20211231_062750.jpg

প্রথমে রঙিনপেপার নেই। রঙিন পেপার থেকে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 10 সেন্টিমিটার পস্ত করে টুকরা টুকরা করে কাগজ কেটে নিই

☀️ধাপ০২

IMG_20211231_062836.jpg

এবার টুকরা করা কাগজের উপর 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আকি

☀️ধাপ০৩

IMG_20211230_140045.jpg

এবার বৃত্ত করা কাগজের টুকরা থেকে বৃত্ত টুকুনি রেখে বাকি অংশ কেচি দিয়ে কেটে ফেলে দিই

☀️ধাপ০৪

IMG_20211231_063055.jpg

আবারো অনুরূপভাবে কাল পেপার নিই। এবং কাল পেপার টুকরা টুকরা করে কেটে নিই। টুকরা টুকরা পেপার এর উপরে আড়াই সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকি। এবং বৃত্ত রেখে বাকি অংশ কেটে ফেলে দিই।

☀️ধাপ০৫

IMG_20211231_063133.jpg

IMG_20211231_062941.jpg

এবার দুই কালারের পেপার দিয়ে মাইক ফুল তৈরি করি ।এবং 1পাশ অন্যপাশের সাথে গ্লু গান আঠা সাহায্যে লাগিয়ে দিন। এভাবে সবগুলা কাগজের টুকরা দিয়ে মাইক ফুল তৈরি সম্পন্ন করি।

☀️ধাপ০৬

IMG_20211231_063210.jpg

IMG_20211231_063313.jpg

এবার 5 সেন্টিমিটার ব্যাসার্ধের কিছু কাগজের টুকরা নিই। এবং ভাঁজ করে ফুল তৈরি করার জন্য কেটে নেই ।

☀️ধাপ০৭

IMG_20211231_063347.jpg

IMG_20211231_063426.jpg

এবার ফুলগুলা তৈরি হয়ে গেলে যে কোন এক পাশ থেকে একটি পাপড়ি কেটে ফেলে দিই। এবং অপরটিতে আটা দিয়ে অন্য আরেক পাপড়ি র সাথে লাগিয়ে পূর্ণাঙ্গ ফুল তৈরি করে ফেলি।

☀️ধাপ০৮

IMG_20211231_063454.jpg

এবার এক টুকরা শক্ত পেপারের ওপর 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি। এবং বাকি অংশ কেটে ফেলে দিয়ে বৃত্তের অংশ রেখে দিই।

☀️ধাপ০৯

IMG_20211231_063636.jpg

এবার সাইজ এবং কালার ওয়াইজ বৃত্তের উপর গ্লু গান আঠা সাহায্যে মাইক ফুল গুলো সুন্দর করে বসিয়ে দিই

☀️ধাপ১০

IMG_20211231_063705.jpg

এবার পূর্বে বানানো লাল রঙের ফুলের পাপড়ি মাইক ফুলগুলোর মাঝামাঝি ফাঁকা জায়গায় বসিয়ে দিই। এবং ফুলের সেন্টার পয়েন্ট আঠার সাহায্যে একটি সাদা প্রতি লাগিয়ে দিই

☀️ধাপ১১

IMG_20211231_063744.jpg

IMG_20211231_063806.jpg

এবার বড় মাইক গুলার একটা পরপর একটার ওপর আঠার সাহায্যে পূর্বে বানানো লাল রঙের ফুলগুলা বসিয়ে দিই। এবং তার ওপরে একটি করে সাদা পুতি আঠার সাহায্যে লাগিয়ে দিই।

☀️ধাপ১২

IMG_20211231_063851.jpg

IMG_20211231_063831.jpg

এবার অবশিষ্ট ছোট এবং বড় মাইক ফুলের মাথায় গ্লু গান আঠা সাহায্যে একটি করে পুতি বসিয়ে দিই ওয়ালমেট সুন্দর্য বাড়ানোর জন্য।।

☀️☀️☀️

IMG_20211231_063937.jpg

সমস্ত ধাপ শেষ করার পর ওয়ালমেট এর দৃশ্যমান অবস্থা। দেখতে অনেক সুন্দরী দেখাচ্ছে ।এরই মধ্য দিয়ে শেষ করলাম আমার আজকের ড্রাই রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি ।খুব সহজেই তৈরি করতে পেরেছি অল্প সময়ের মধ্যে ।আশা করছি আমার আজকের ড্রাই আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:

https://w3w.co///follies.vinegar.obtaining


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 
  • প্রতিটি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পুতি দেওয়াতে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। কালো কাগজের ওপর বেগুনি রংয়ের ফুলের দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

🌺🌺🌺

 3 years ago 

ওয়াও ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার ওয়ালমেট। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি এই রঙিন কাগজের ওয়ালমেট টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এই রঙিন কাগজের ওয়ালমেট টি দেখে। এত সুন্দর একটি রঙিন ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

ফুলের ডিজাইনটি খুব সুন্দর হয়েছে ভাইয়া৷ আর রঙিন কাগজের এই সংমিশ্রণ খুব সুন্দর হয়েছে। ৩ রঙের কাগজ দিয়ে এই সুন্দর ফুল তৈরি আর তার সাথে পুতির কাজ, অনেক ভালো লাগলো আমার৷ ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ক্রাফট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য।।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার ওয়ালমেট তৈরির পদ্ধতি আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর বিশেষ করে আপনি এটা তৈরীর প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

 3 years ago 

কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার ওয়াল মেমোরি এতটাই সুন্দর হয়েছে যে কেউ এটাকে পছন্দ করবে। তার সাথে আপনি যে ধাপগুলো বর্ণনা করেছেন তা খুবই সুন্দর। আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

 3 years ago 
  • রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। দেখে আমি মুগ্ধ। আপনার জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা।
 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

অও,চমৎকার দেখতে লাগছে ওয়ালমেটটি।আসলে রঙ্গিন কাগজ দিয়ে ফুলগুলি অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়েছে।ভালো লাগলো দেখে,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করার জন্য।।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51