জীবনে খারাপ সময় না আসলে মানুষের আসল রূপ চেনা যায় না।

in আমার বাংলা ব্লগlast year (edited)

২৮মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ

১০ফেব্রুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
১৮রজব, , ১৪৪৪ হিজরী
শুক্রবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


child-2887483__480.jpg

source

একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে যায় চার অক্ষরের ভালোবাসা নামক শব্দটা তখন সব ভুলে মানুষের অন্তরে দুটি অক্ষর প্রাধান্য পায় তাহলে ঘৃণা। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে তোমার সাথে প্রতারণা করবে যাকে সবথেকে বেশি ভালবাসবে সে তোমাকে অবহেলা করবে যাকে সবথেকে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাংবে এটাই পৃথিবীর বাস্তবতা। আর বর্তমান সময়ে আমরা যদি একটু দু চক্ষু মিলিয়া দেখার চেষ্টা করি আমাদের চারিপাশ দেখবেন উপরের কথাগুলোর সাথে মিলিয়েই সব কাজগুলো হচ্ছে।


কোথায় যেন একদিন পড়েছিলাম বিশিষ্ট একজন লেখকের লিখনি তিনি বলেছেন

যদি ভাঙতে হয় তাহলে কোন রেকর্ড ভাঙো কারোর বিশ্বাস নয়।

আর আমরা বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাই আমরা শুধু অন্যকে ঠকাতে চাই কিভাবে অন্যকে ঠকিয়ে বেশি টাকা-পয়সা হাতিয়ে নেওয়া যায় সেদিকে ব্যস্ত থাকি অন্যের সম্মান কিভাবে নষ্ট করা যায় অন্য থেকে কিভাবে বড় হওয়া যায় এটাই। আরে ভাই একটু ভাবুন না সে হয় আপনার পাশের বাসার কেউ হয় আপনার ভাই না হয় আপনার বন্ধু না হয় আপনার এলাকার কেউ সে বড় হলে আপনার কি? সে যেমন চেষ্টা করে বড় হয়েছে আপনিও একটু চেষ্টা করুন না তার মত হতে তার থেকে ভালো কিছু করে দেখান। এটা পারব না তবে পিছনে তাকে কাটি করতে খুব ভালো পারি এটাই হল আমাদের বাঙ্গালীদের স্বভাব।


মানব মন তাকেই ভালোবাসার জন্য বেশি ব্যাকুল হয়ে যায় যার কাছ থেকে বারবার শুধু অবহেলাই পেয়েছে। পৃথিবীতে সব থেকে কষ্ট হলো একতরফা ভালোবাসা আর তার থেকেও বেশি কষ্ট হলো আশ্বাস পেয়ে কারো জন্য অপেক্ষা করা। তবে বর্তমান সময়ে মানুষ ভাগ্যের কাছে নয় সবথেকে বেশি হেরে যাচ্ছে বিশ্বাসের কাছে।


মানুষ যখন একটু বেশি স্বপ্ন দেখে বেশি ভালোবেসে ফেলে ঠিক তখনই স্বপ্ন গুলো কাছের টুকরার মত ভাঙতে শুরু করে দেয় যা একবার শুরু হলে শেষ অব্দি কিছুই থাকে না। এজন্যই জ্ঞানীরা বলে যদি তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তাহলে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেওনা যন্ত্রণায় একদিন তোমার শিক্ষা হবে।


কেউ একজন আমাকে বলেছিল কোনদিন তোমাকে ছেড়ে যাব না। কথাগুলো ঠিক রয়ে গেছে আজও মনের গহীনে কিন্তু যে বলেছিল সে আর কোথাও নেই। আমার হাত ছেড়ে দিয়েছো তাতে কোন দুঃখ নেই তবে যার হাত ধরেছ খেয়াল রেখো সে যেন তোমার হাত কখনো ছেড়ে চলে না যায়। তবে একটি প্রবাদ আছে ইট ছুড়লে পাটকেল পড়ে। তুমি যেভাবে প্রতারণা করেছো তুমিও সেই ভাবে প্রতারণার শিকার হবে না এর গ্যারান্টি কতটুকু। তবে সব সময় চাই তুমি ভালো থাকো।


জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। কাউকে ভালোবাসা অনেক সহজ কিন্তু আজীবনের জন্য কাউকে ভালবেসে যাওয়া অনেক কঠিন। বাস্তব দেওয়া হলো কারো জন্য তুমি যতই করো না কেন একদিন সে ভুলে যাবে। কারণ জাতি হিসেবে আমরা মানুষ উপকারীর উপকার না করে উপকার করতে অনেক বেশি পারি। মনে রাখতে হবে মানুষকে সময়ে কখনো চেনা যায় না অসময়ে এলেই সব থেকে ভালোভাবে এবং গভীরভাবে মানুষ চেনা যায়।


বৃষ্টি না আসলে যেমন ছাতার ছিদ্র বোঝা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষের আসল রূপ চেনা যায় না।

যাহোক আজ অনেক কথাই বলে ফেললাম দেখা হচ্ছে পরবর্তীতে কোন পোস্টে তবে মনে রাখবেন মানুষ চেনার জন্য জীবনে মাঝে মাঝে খারাপ সময় আসার প্রয়োজন রয়েছে।

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 last year 

আপনি অনেক বাস্তব কথা লিখেছেন। আসলে এখনকার মানুষ কে কাকে ঠকাতে পারে সেই কারণে ব্যস্ত থাকে। আর কাউকে ভালবাসলে সে তো আরো বড় কষ্ট দিয়ে থাকে। তবে আপনি সত্য বলেছেন জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। খুব চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। পোস্টটি পড়ে অনেক ভালই লাগলো।

 last year 

ঠিকই বলেছেন আপনি আমরা সবাই ঠকানোর কাজে ব্যস্ত মুখে মুখে অনেকের কাছেই ভালো থাকি কিন্তু আসলে কেউই আপন নয় ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 last year 

খুব সুন্দর কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। জীবনে খারাপ সময় গুলো আসা প্রয়োজন। কেননা খারাপ সময়ে আশেপাশের মানুষগুলোর মধ্যে বন্ধু এবং শত্রু চেনা যায়। কে শুভাকাঙ্ক্ষী আর কে বন্ধু রূপী শত্রু সে তার আসল রূপ তখন দেখিয়ে দেয়। আর একটা কথা যে বলেন ইট মারলে পাটকেল খেতে হয়, আর এই কথাটার বাস্তব রূপ অনেক দেখেছি। যাইহোক সর্বোপরি সব কথাগুলোই অনেক ভালো লাগলো। খুব সুন্দর করে লিখেছেন কিন্তু।

 last year 

কাছের মানুষ এবং দূরের মানুষ এবং মুখে মুখে বলা মানুষগুলোকে চিনতে হলে অবশ্যই আমি মনে করে জীবনে খারাপ সময়টা কিছু সময়ের জন্য হলেও আসার দরকার ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।

 last year 

জি আমি নিজেও সেটা মনে করি জীবনে খারাপ সময়টা কিছু সময়ের জন্য হলেও আসার দরকার।

 last year 

খারাপ সময়েই সত্যিকারের মানুষকে চেনা যায়।আসলে বিপদ আসলেই আমাদের জীবনে পরীক্ষা হয়ে আসে।আপনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।ভালো লাগলো পড়ে, ধন্যবাদ আপনাকে।

 last year 

খারাপ সময় এবং বিপদে পড়লে সবসময়ই কাছের এবং দূরের মানুষগুলোকে ভালোভাবে চিনে নেওয়া যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য

 last year 

কেউ কথা দিয়ে কথা না রাখলে যেমন কষ্ট লাগে ঠিক তেমনি ছেড়ে চলে গেলেও কষ্ট লাগে।তবে জীবন জীবনের গতিতে চলবে।সকল দুঃখকে পেছনে ফেলে খারাপ সময়ে পাশে থাকা বন্ধু আর শত্রু কে চিনে নিয়ে জীবনকে সুন্দর করে সাজানোর নামই হয়তবা মানিয়ে নেয়া।তবে এমন সময় সবার জীবনে আসা উচিত। তাহলে কে বন্ধু আর কে শত্রু তা চিনতে দেরি হবে না।যাইহোক প্রতিটি লেখা মন ছুঁয়ে গেল।

 last year 

আসলে জীবন্ত জীবনের গতিতে চলবেই যেমন নদীর স্রোত বহমান।
বন্ধু শত্রু আপন পর চেনা যায় সব সময় বিপদে পড় বে ধন্যবাদ

 last year 

আপনার টাইটেল পড়েই আমার কাছে ভালো লেগেছে একেবারে ঠিক বলেছেন আর ভেতরের লেখাগুলোর কথা তো বাদই দিলাম। আসলেই আসলে বর্তমান সময়ে মানুষ ভাগ্যের কাছে নয় বিশ্বাসের কাছে বেশি হেরে যাচ্ছে। যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে সে শেষে তাকে অবহেলা করে। হ্যাঁ জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিন পার করতে হবে। সম্পূর্ণ লেখাগুলো একেবারে বাস্তবিক এবং সত্যি বলেছেন। যেগুলোর সাথে আমি একেবারেই একমত। ভালোই ছিল।

 last year 

মানুষের দুর্বলতা একটাই বিশ্বাস । মুহূর্তের মধ্যে যখন বিশ্বাসটা ভেঙে তছনছ হয়ে যায় তখনই বোঝা যায় যে আসলে ব্যক্তিটি আমার কতটুকুনি আপন ছিল

 last year 

জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর, আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন কে কখনো চিনতে পারতেন না ভাইয়া।খারাপ সময় চিরকাল মানুষের থাকে না একদিন দেখবেন সবকিছু আগের মতো হয়ে যাবে।পোস্ট টি শেয়ার করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 last year 

ঠিকই বলেছেন আপু খারাপ সময় জীবনে চিরদিন থাকে না অবশ্যই ভালো সময় আসবে একসময় ধন্যবাদ মন্তব্য করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65915.92
ETH 3486.15
USDT 1.00
SBD 2.67