🍲 ভোজন প্রিয় ব্যক্তিদের সাথে ভুনা খিচুড়ি ভোজন|১০%লাজুক শেয়ালের জন্য ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

০৫ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ

১৮ফেব্রুয়ারী , ২০২২ খ্রিস্টাব্দ
১৪রজব, ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️❤️
বসন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🍲😋

1645098043876.jpg

IMG_20220217_173813.jpg

ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমি একটি খিচুড়ি ভুনা রেসিপি এবং আমাদের ভোজনের কাহিনী আপনাদের সাথে শেয়ার করেছিলাম। 5 তারিখের ভোজনের দিন আমাদের এক স্যার অনুপস্থিত ছিলেন। আমাদের ভোজনের কথা শুনে উনি অনেক আফসোস করেন। যে তোমাদের সাথে থেকে মজা করে ভোজন করতে পারলাম না😂। তো তার আশাটা পূর্ণ করার জন্য গতরাতে আমরা একটি ভোজনের আয়োজন করি। ঠিক গতবারের মতোই ভুনা খিচুড়ি😋। এবার পুরোপুরিভাবেই রান্না করার দায়িত্ব আমার উপর পড়ে। আমার সাথে এক ছোটভাই ছিল তার সাহায্য নিয়ে আমি পুরা রান্নাটা প্রস্তুত করি। এবং সবাই একসাথে হয়ে খুব মজা করে পেট পুরে ভোজন করি। আসলে সবাই মিলে একসাথে ভজন করার যে কি মজা বলে বোঝানো যাবে না😋। যারা যারা এরকম আয়োজনে উপস্থিত থাকেন বা করে থাকেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে, কেমন মজা হয়। আমাদের কমিউনিটি তে এধরনের পোষ্ট অনেকেই করে। যেগুলো দেখে আমিও অনেক উৎসাহ বোধ করি। সবাই মিলে একসাথে আয়োজন করে খাবার।😋😋

ক্রমিংউপকরণপরিমাণ
১.চাউল১.৫ কেজি।
২.মাংস২কেজি।
৩.ডাউল মসুর +কালাই৩০০গ্রাম।
৪.তেল৩০০গ্রাম।
৫.মরিচ,পিয়াজ,রসুনপরিমাণ মতো।
৬.লবণস্বাদ মতো।
৭.জিরা,এলাসপরিমাণ মতো।
৮.ধনিয়া, হলুদ গুরাপরিমাণ মতো।
৯.আদা১০০গ্রাম।

🍲🍲

1645098085174.jpg

রেসিপিটি প্রস্তুত করার জন্য পর্যাপ্ত পরিমান পিয়াজ প্রথমে খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর কুঁচি কুচি কেটে নিয়েছি। এরপর রসুন গুলো পরিষ্কার খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। তারপরে মরিচগুলো বোটা এড়িয়ে মাঝখান থেকে কেটে সুন্দর করে ধুয়ে প্রস্তুত করে নিয়েছি।এবং কালাই+মসুর ডাউল ভালো করে ভেজে নিয়েছি। আপনারা উপরের ফটোতে লক্ষ্য করলে দেখতে পাবেন।

🍲🍲

1645098144549.jpg

কড়াইটি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটি পর্যাপ্ত পরিমাণ গরম হলে তার ভিতরে পূর্বে প্রস্তুত করে রাখা পেঁয়াজ কুচি, রসুন এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি। এই গুলা হালকা ভেজে নিতে হবে। যখন এগুলার রং বাদামি কালার ধারণ করল তার মধ্যে পরিমাণমতো হলুদের গুড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুড়া, এবং পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে মসলাটি ভাজতে থাকলাম। যখন মসলাটি ভাজা শেষ হলো তার মধ্যে পূর্বে ভেজে রাখা ডাউল গুলো দিয়ে দিলাম। ডাউলগুলো দিয়ে আবারও 3,4 মিনিট ভাসতে থাকি। যা আপনারা উপরের ফটোতে লক্ষ করলেই দেখতে পাবেন।

🍲🍲

1645098200091.jpg

মসলাগুলো ভাজি শেষ হলে তার মধ্যে পূর্বে পরিষ্কার করে রাখা চাউল গুলো দিয়ে দিয়েছি। এরপর চাউল গুলা সুন্দর করে মশলার সাথে ভেজে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে চাউল ভজি টা ভালো হয়।ভাজি শেষ হলে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হলে। তার উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে আগুনের তাপমাত্রা টা একটু বাড়িয়ে দিয়েছি। যাতে খাবারটা দ্রুত হয়ে যায় এবং খুব দ্রুত চাউল ফুটে যায়।

🍲🍲

1645098258526.jpg

যখন পানি টগবগ করে ফুটতে শুরু করল তখন আমি ঢাকনাটা সরিয়ে তার মধ্যে পূর্বে রান্না করা মাংস গুলা দিয়ে দিলাম এবং মাংস গুলা সুন্দর করে ভাতের মধ্যে মিশিয়ে দিলাম নেড়ে নেড়ে এবং বারবার চেক করতে থাকলাম যে চাউল ঠিকমতো ফুটেছে কিনা যখন ঠিক মতো ফুটে গেল তখন আমিই গ্যাসের চুলা অপ করে রান্না শেষ করে দিলাম। যা আপনারা উপরের ফটোতে লক্ষ্য করলে দেখতে পাবেন

😋😋🍲🍲

IMG_20220217_173813.jpg

1645098320154.jpg

এখন শেষ পর্বে এসে আপনাদের সাথে কিছু ভজনের চিত্র শেয়ার করেছি। যা আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন। রান্না শেষ করতেই গরম গরম ভুনা খিচুরি খাওয়ার জন্যে আমরা স্যারের ঘরের মধ্যে মাদুরী পেরে বসে যাই। এবং চুলা থেকে একটি গামলাতে ঢেলে সবাই মিলে একসাথে গোল হয়ে বসে খাওয়া শুরু করি😋😋। খাওয়ার সময় অনেক রকমের মজার কথা বলে বলে আমরা অনেক আনন্দ উপভোগ করি।😁 খাবারটা যেমন টেস্ট হয়েছিল😋🍲 তেমন খেয়েছি খুব মজা করে পেট পুরে😋😋


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আমিও নিজেকে একজন ভোজন রসিক হিসেবে ভাবতে ভালোবাসি। যদিও খুব বেশি খেতে পারি না তবে খাবার ব্যাপারে আমার খুবই আগ্রহ আছে। খিচুড়ি আর মাংস আমার পছন্দের খাবার গুলোর মধ্যে অন্যতম। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া আমিও আপনার মত খুবই ভোজন রসিক কম খাই বেশি খাই সবাই একসাথে মজা করাটাই ভাল লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য পেশ করার জন্য

 2 years ago 

ভাই অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন।ভুনা খিচুড়ি আমার অনেক প্রিয়।আর সাথে যদি প্রিয় ব্যাক্তিরা থাকে তাহলে আর ভালো হয়।অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া খিচুড়ি অনেক টেস্টটি হয়েছিল 😋খেয়েছি মজা করে 😋 সবাই মিলে একসাথে খেয়েছি এজন্য আনন্দটা একটু বেশি হয়েছে👌 আপনারা ওএরকম ভাবে চেষ্টা করে দেখেন খুব মজা পাবেন👌 শুভেচ্ছা রইল আপনার জন্য🌹

 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে ভোজন প্রিয় মানুষদের সঙ্গে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলেন। এরকম খিচুড়ি ভুনা খেতে সত্যিই অনেক ভালো লাগে মাঝে মাঝে সকলকে সাথে নিয়ে এরকম খিচুড়ি ভুনা খাওয়ার মজাই আলাদা। যাই হোক আপনাদের এরকম দেখতে পেয়ে আমার নিজের কাছে খুব হিংসা হচ্ছে যদিও হিংসা করাটা ঠিক না তবুও কেন জানি মন থেকে মেনে নিতে পারছিনা। যাই হোক এরকম একটি সুন্দর মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হিংসা করিও না বাবু 😅হিংসা করে আর কি হবে তুমি ও যদি বাড়ি থাকতে তাহলে আমাদের সাথে এড হতে ।তবে সামনের বার তোমাকে নিয়েই ভোজন পর্ব শুরু করব ইনশাল্লাহ।

 2 years ago 

খিচুরি খুবই পছন্দের খাবার তাও যদি হয় সাথে মুরগী ভুনা তাহলে তো আর কথাই নাই।আপনি অনেক ভালো রান্না করছেন আমাকেও একটু ডাকতেন খেয়ে নিতাম হা হা।মুরগী ভুনার প্রতিটা ধাপ আমাদের খুব ভালো করে দেখিয়েছেন। শুভ কামনা রইল আপনার জন্য

 2 years ago 

জি ভাইয়া খিচুড়ি অনেক টেস্টটি হয়েছিল 😋খেয়েছি মজা করে 😋 সবাই মিলে একসাথে খেয়েছি এজন্য আনন্দটা একটু বেশি হয়েছে👌 আপনারা ওএরকম ভাবে চেষ্টা করে দেখেন খুব মজা পাবেন👌 শুভেচ্ছা রইল আপনার জন্য🌹

 2 years ago 

ছবি দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হচ্ছে। আর খিচুড়ি দেখেই বোঝা যাচ্ছে বেশ লোভনীয় হয়েছে। আপনার পোস্ট টি আমার কাছে বেশ ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

জি ভাইয়া খিচুড়ি অনেক টেস্টটি হয়েছিল 😋খেয়েছি মজা করে 😋 সবাই মিলে একসাথে খেয়েছি এজন্য আনন্দটা একটু বেশি হয়েছে👌 আপনারা ওএরকম ভাবে চেষ্টা করে দেখেন খুব মজা পাবেন👌 শুভেচ্ছা রইল আপনার জন্য🌹

খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই। আর বোঝাই যাচ্ছে যে আপনারা ভালোই মজা করে খেয়েছেন।উপকরণ গুলো ঠিক ঠাক মতো নিয়ে ভালোভাবে খিচুড়ি রান্না করেছেন। আপনার জন্য সুভ কামনা রইল ভাইয়া।

 2 years ago 

জি ভাইয়া খিচুড়ি অনেক টেস্টটি হয়েছিল 😋খেয়েছি মজা করে 😋 সবাই মিলে একসাথে খেয়েছি এজন্য আনন্দটা একটু বেশি হয়েছে👌 আপনারা ওএরকম ভাবে চেষ্টা করে দেখেন খুব মজা পাবেন👌 শুভেচ্ছা রইল আপনার জন্য🌹

 2 years ago 

ভুনা খিচুড়ি রান্নার রেসিপি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন । যেটা দেখে লোভনীয় মনে হইতেছে । তাছাড়া সবার সাথে যেকোনো জিনিস মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা । তেমনি আপনি সবার সাথে মিলেমিশে খাওয়ার মজার সাথে মধুর সময় কাটিয়েছেন । রেসিপিটি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।

আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

জি ভাইয়া খিচুড়ি অনেক টেস্টটি হয়েছিল 😋খেয়েছি মজা করে 😋 সবাই মিলে একসাথে খেয়েছি এজন্য আনন্দটা একটু বেশি হয়েছে👌 আপনারা ওএরকম ভাবে চেষ্টা করে দেখেন খুব মজা পাবেন👌 শুভেচ্ছা রইল আপনার জন্য🌹

 2 years ago 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

খিচুড়ি ভোজন দেখে আমার তো ভাই খিদে লেগে গেলো। আমার আমার খিচুড়ি দেখলে মাথা ঠিক থাকে না। অনেক দূর্বল আমি খিচুড়ির প্রতি। আপনি খুব সুন্দর ভাবে খিচুড়ি তৈরির প্রসেস দেখিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

 2 years ago 

জি ভাইয়া খিচুড়ি অনেক টেস্টটি হয়েছিল 😋খেয়েছি মজা করে 😋 সবাই মিলে একসাথে খেয়েছি এজন্য আনন্দটা একটু বেশি হয়েছে👌 আপনারা ওএরকম ভাবে চেষ্টা করে দেখেন খুব মজা পাবেন👌 শুভেচ্ছা রইল আপনার জন্য🌹

 2 years ago 

ভুনা খিচুড়ি মানেতো একটি মুখরোচক মজাদার খাবার। আর বিভিন্ন প্রকার ডাল এর সমন্বয়ে খিচুড়ি তৈরি করেলে খিচুড়ি অসাধারণ সুস্বাদু হয়ে থাকে। আমার মনে হয় আপনার এই খিচুড়ি অনেক সুস্বাদু ও মজাদার ছিল।

 2 years ago 

জি ভাইয়া খিচুড়ি অনেক টেস্টটি হয়েছিল 😋খেয়েছি মজা করে 😋 সবাই মিলে একসাথে খেয়েছি এজন্য আনন্দটা একটু বেশি হয়েছে👌 আপনারা ওএরকম ভাবে চেষ্টা করে দেখেন খুব মজা পাবেন👌 শুভেচ্ছা রইল আপনার জন্য🌹

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60811.28
ETH 3369.34
USDT 1.00
SBD 2.48