আবেগের কবিতা📈 রঙিন স্বপ্ন🎈🎈

in আমার বাংলা ব্লগlast year

০৫আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ

১৯জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৮জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার ❤️♥️
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


স্বপ্ন নিয়ে জীবন গড়া। স্বপ্ন নিয়ে বেঁচে থাকা। স্বপ্নের মাধ্যমেই সুখ খুঁজে পাওয়া। চোখে ভাসে কত স্বপ্ন অথচ বাস্তবে এটা পূরণ করা খুবই কঠিন। ভালোবাসার স্বপ্ন কমবেশি আমরা দেখি কিন্তু কজনার স্বপ্ন পূর্ণতা পায়। অথচ আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণের জন্য মরিয়া। একে একে দুই মিলে ভালোবাসা হয় ।যদি এর মধ্যে ই কেউ একজন দূরে সরে যায় তবে তাকে আমরা ব্যথা বলে জেনে থাকি। আর আমার কবিতাটি ঠিক তেমনি ব্যথা ভরা ভালবাসার কিছু দৃষ্টান্ত তুলে ধরেছি। একটা ছেলে যখন একটা মেয়েকে খুব ভালোবাসে মন থেকে তখন তাকে ছাড়া আর কিছু ভাবতে পারে না। হঠাৎ করে যখন ভালবাসাটা দূরে সরে যায় তখন কিন্তু উন্মাদ হয়ে ঘুরতে থাকে মানুষটি।। সেই ভালোবাসা নিয়ে তখন হাজারো জল্পনা কল্পনা এবং ভাগ্যের কথাগুলো বারবার ভেসে ওঠে চোখের সামনে।। চেষ্টা করেছি একটু ভাব গম্ভীর ভাষায় মনের ভাবকে প্রকাশ করার জন্য আশা করছি আপনাদের কাছেও ভাল লাগবে।


balloons-892806_1280.jpg

Source


রঙিন স্বপ্ন 🎈

তুমি নূপুরের নিক্কন আওয়াজে,

রঙিন ফানুস উড়িয়ে আকাশে,
তব মরালী গ্রীবা রক্ত চন্দ রাঙিয়ে চপলে ,
বাঁশরী বাজাও বর্ষা বিকেলে।
যুগ ধরে চপল নৃত্যের ছন্দে ছন্দে,
সবুজ ভেলভেটে শিউলির গন্ধে,
সেজেছে চঞ্চলা উর্বশী যেন,
টলমলে পদ্মার ভরা যৌবন।


এক হস্তে তব ধ্বংসের বীনা
আর হস্তে নব নিক্কন হাসি,
উড়াও ফানুস বিজয় কেতন
হাসিতে জোয়ার ভাটা বন,
জোছনা ছড়ানো বদন খানি,
কোটি প্রেমিকের আকর্ষন জানি।
স্বপ্ন আকে শত নবীন প্রেমিকে।
উদ্দাম নবীন নৃত্য সব চলে পিছু পিছু।


থামাও তোমার ধ্বংস বিষাণ
বেদনা সিন্ধুতে অযুত ব্যথার গান।
নিরন্ধ্র আঁধারে ব্যাথা ভরা মন,
আকুল কণ্ঠে ফিরে পাওয়ার মিনতির জের,
তব ভালেবাসা শ্রবণে পশিছে তব সময়,
ব্যাথার গর্ভে হয়নি তবু বিলীন।
ভাঙ্গিয়া গড়ছি প্রতিদিন ভালোবাসার সৃষ্টি
কিছুতেই এড়ায়নি তব আখির দৃষ্টি।


অবিরত উদ্দামে ভালোবাসি
কালের বিবর্তনে রেখে যাবো স্মৃতি।
রক্তসিধুতে তব ললাট আঁকা,
তব পথের নিশানা আঁকাবাঁকা,
ক্লান্ত হওনি কভুও তবো ভালোবেসে,
সাক্ষী আদি অন্ত,
সাক্ষী সোনালী দিগন্ত।
ভালোবাসি তবো আজও ভালোবাসি।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 last year 

বেশ সুন্দর আবেগিয় একটা কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার লেখা রঙিন স্বপ্ন কবিতাটা পড়ে খুব ভালো লেগেছে আমার কাছে। আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে ভাগ করে নিলেন। আসলে আমরা সবাই স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য মরিয়া হয়ে যাই। খুব সুন্দর করে সম্পূর্ণ কবিতাটা ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন। সব মিলিয়ে সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 last year 

স্বপ্ন দেখি স্বপ্ন নিয়ে বেঁচে থাকি কিন্তু আমার মনে হয় স্বপ্ন পূরণের জন্য লক্ষ্যমাত্রা তারা করতে কম চেষ্টা করি।

 last year 

ভাই আপনার কবিতা পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। কবিতার প্রতিটি চরণে শত শত অর্থ লুকিয়ে আছে। এক কথায় সুন্দর এবং অর্থপূর্ণ একটি কবিতা আপনি রচনা করেছেন। সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ আপনাকে আমার লেখা কবিতাটি পড়ে অনেক সুন্দর এবং উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 last year 

ভাই আপনার গত সপ্তাহের কবিতাটাও অসাধারণ হয়েছিলো। আপনার কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে আমার কাছে।

 last year 

আপনার লেখা কবিতা গুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়। আজকেও দেখছি বেশ আবেগীয় একটা কবিতা লিখেছেন যার নাম দিয়েছেন রঙিন স্বপ্ন। আসলে আমরা সবাই নিজেদের স্বপ্ন পূরণ নিয়ে সবসময় মরিয়া থাকি, আরও একে একে দুই মিলে ভালোবাসা হয়। আর যদি দুজনের থেকে কেউ একজন ছেড়ে চলে যায় তখন তাকে ব্যর্থ বলে জানা হয়। অনেক সুন্দর হয়েছে সম্পূর্ণটা। প্রত্যেকটা লাইনের মাধ্যমে অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করেছেন আপনি। এরকম কবিতা পরবর্তীতেও দেখার জন্য এবং পড়ার জন্য অপেক্ষায় থাকলাম। ‌

 last year 

আপনি প্রতিনিয়ত আমার লেখা কবিতা পড়েন এবং সেই সাথে অনেক সুন্দর এবং উৎসাহ দিয়ে থাকেন এজন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ।

 last year 

বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো। আসলে এই ধরনের আবেগি কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। আসলে মানুষ স্বপ্নে মাঝে বেঁচে থাকে। যে মানুষের জীবনে ভালোবাসা এবং স্বপ্ন নেই সে কখনো সুখী হতে পারে না। প্রেমের তরী কখনো হারিয়ে যায় নদীর তলদেশে তখনই প্রেম ব্যর্থতা মনে হয় । আসলে ভাই কবিতাটি ছিল বেশ দারুন। প্রতিটি লাইনে অনেক অর্থ লুকিয়ে আছে।

অবিরত উদ্দামে ভালোবাসি
কালের বিবর্তনে রেখে যাবো স্মৃতি।
রক্তসিধুতে তব ললাট আঁকা,
তব পথের নিশানা আঁকাবাঁকা,
ক্লান্ত হওনি কভুও তবো ভালোবেসে‌

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

মানুষ স্বপ্নের মাঝে বেঁচে থাকে আর মানুষ স্বপ্ন দেখতে অনেক বেশি পছন্দ করে কিন্তু স্বপ্ন পূরণের জন্য কম চেষ্টা করে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88778.96
ETH 3342.64
USDT 1.00
SBD 3.00