❤️❤️স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষকে কখনো ঠকায় না ❤️❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

২০ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ

০৫ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ
০১শাবান, ১৪৪৩ হিজরী
শনিবার।
বসন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


❤️❤️

IMG_20220304_211156.jpg

Source

পৃথিবীর যেকোন মানুষ সে যদি সৃষ্টি এবং স্রষ্টার প্রতি বিশ্বাস রাখে, তাকে অবশ্যই মানতে হবে যে স্রষ্টার প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা, ভালোবাসা, কখনো মানুষকে ঠকায় না। আর প্রতারিত হওয়ার কোন সম্ভাবনা থাকে না। মানুষ মানুষকে অনেক ভাবে ঠকায় প্রতারিত করে। আপনি একজন মানুষের কাছ থেকে একবার দুবার বা তিন বার কোন কিছু পাওয়ার আশা করতে পারেন। পরক্ষণে তিনি আপনাকে আর দিতে চাইবে না, বা দিতে ইতস্ত বোধ করবে। কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তা আমাদেরকে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। শুধু আমাদেরকে তার সন্তুষ্টি লাভের মাধ্যমে তার কাছ থেকে হাসিল করে নিতে হবে। আর এই হাসিল করে নেওয়ার জন্য সমস্ত বৈধ বিষয়েই সৃষ্টিকর্তা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব আমরা মানব মুখি না হয়ে স্রষ্টা মুখি হই। তাইলে আমাদের জীবন সুখে-শান্তিতে পরিচালিত হবে।


অনেক মানুষ তোমাকে স্রষ্টা ভীরু মনে করে।আবার অনেক মানুষ তোমাকে পাপীষ্ঠ মনে করে।অনেকে তোমাকে ভালো মনে করে আবার অনেকে তোমাকে খারাপ মনে করে। কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি তো তোমার নিজেকে অনেক ভালো করেই চেনো।তুমি তো তোমার নিজের ব্যাপারে অনেক ভালো করে জানো যে তুমি কেমন।।

তোমার গোপন বিষয়গুলো শুধুমাত্র তুমি জানো আর তোমার প্রতিপালক জানেন। সুতরাং প্রশংসা কারীদের অতিরিক্ত প্রশংসা যাতে তোমাকে প্রতারিত না করে। এবং সমালোচনাকারীদের অতিরিক্ত সমালোচনা যাতে তোমাকে ক্ষতিগ্রস্থ না করে। কেননা বাস্তবতা সম্পর্কে মানুষ তার নিজের ব্যাপারে সম্যক অবগত।

জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে মৃত্যু তুমি তো জানো না যে, কোন অবস্থায় তোমার মৃত্যু হবে।সুতরাং একনিষ্ঠতার সাথে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করো।স্রষ্টার কাছে তাওবা করো নিজের জীবনের ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করো। তুমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের সন্তুষ্টি লাভের আশায় ভালো কাজ করো না,স্রষ্টার ভালো বাসা পাওয়ার জন্য। ❤️

মানুষের অন্তর পরিবর্তনশীল। আজকে হয়তো তোমাকে ভালোবাসবে। আবার আগামীকাল তোমাকে ঘৃণা করবে। তোমার সমালোচনা করবে।বরং তুমি মানুষের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য এবাদত কর। কেননা সে যদি একবার তোমাকে ভালোবেসে ফেলে তাহলে পৃথিবীর মানুষের হৃদয়কে তোমার সৃষ্টিকর্তা তোমার প্রতি আকৃষ্ট করে দিবেন অবশ্যই।

তুমি হারাম কাজকে হারাম মনে কর যদিও পৃথিবীর সকল মানুষ সেই হারাম কাজে লিপ্ত হয়। কেননা তুমি শুধুমাত্র তোমার নিজের কর্মের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সুতরাং তোমাকে যা আদেশ করা হয়েছে তার উপর অটল থাকো।

তুমি মানুষের প্রবৃত্তির অনুসরণ করিও না। মনে রেখো নির্জন মুহূর্তে যেগুলো করা হয় সেগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।ঠিক তেমনি ভাবে নির্জন মূহুর্তে যে ভাল কাজগুলো করা হয় সেগুলো মানুষকে সফলতার দিকে নিয়ে যায়।

সুতরাং নির্জন মূহুর্তে মানুষের অগোচরে বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করতে হবে।স্রষ্টার কাছে আমাদের বলতে হবে জীবনের সকল বিষয়ে তোমার হাতে ন্যস্ত করে দিলাম।

অনেক সময় আমরা কষ্ট সইতে না পেড়ে বলেই ফেলি। আমার সাথেই কেন হয়।আমিই কি শুধু পাপী পৃথিবীতে আর মানুষ নাই।প্রিয় ভাই এমন ও তো হতে পারে স্রষ্টা আমার আপনার পরিক্ষা করছেন।বাংলায় একটা কথা আছে "দুঃখের পর সুখ আসে"।

পরিশেষে বলি ভাই ধৈর্য হারা হলে চলবে না প্রতিপালকের প্রতি বিশ্বাস রাখতে হবে। মানতে হবে তিনি যা করেন ভালোর জন্য করেন।❤️

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন " মেঘ দেখে কেউ করিস না ভয় আড়ালে তার সূর্য হসে।।

আজকরে মত এই পর্যন্ত।আগামিতে দেখা হবে নতুন কোন উপকারী আলোচনা নিয়ে। ততোদিন ভালো থাকুন সুস্থ থাকুন।আর সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে আগামী দিনগুলো অতিবাহিত করুন❤️❤️



ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

একটা কথা আছে পৃথিবীতে আসতে হয় একা, পৃথিবী থেকে যেতে হয় একা। সঙ্গের সাথী কেউ নেই, পৃথিবীতে আর দুনিয়াটা হচ্ছে শস্যক্ষেত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানব জাতি হিসেবে আমাদের সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখাটা অতি জরুরী এবং সৃষ্টিকর্তার উপসনা করাটাও আমাদের জন্য অতি জরুরী। আপনি অনেক সুন্দর করে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছেন, যে আমরা সৃষ্টিকর্তার হক আদায় করছি না। কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে রিজিক দিয়ে রেখেছেন এবং প্রতিনিয়ত আমাদেরকে দেখাশুনা করছেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

একটা কথা আছে পৃথিবীতে আসতে হয় একা, পৃথিবী থেকে যেতে হয় একা। সঙ্গের সাথী কেউ নেই, পৃথিবীতে আর দুনিয়াটা হচ্ছে শস্যক্ষেত

আসছি একা যাবো একা সঙ্গে কেউ যাবেনা পাপের ভাগের বোঝাও কেউ বইবে না তাই সময় থাকতে আমাদের সতর্ক হওয়া উচিত।।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

খুবই সুন্দর ছিল আপনার লেখা টি এবং সাবলীল উপস্থাপনা। আসলে আমি একটি জিনিস মানে উপর বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটি মানুষ বিষয়গুলো সম্পর্কে অবগত তারা জানে বোঝে কিন্তু তারপরও কেন জানি ভেলায় ভাসিয়ে দেয় এটাই আমার বুঝে আসেনা। যাই হোক সবার শুভবুদ্ধির উদয় হোক সবাই ফিরে আসুক স্রষ্টার করে এই কামনা।

 2 years ago 

আসলে এখন পৃথিবীর মানুষ হয়েছে বিবেকহীন জেনে বুঝেও কখনো সৎ কাজের দিকে এগোয় না।
এজন্যই সর্বপ্রথম কিয়ামতের দিন বিবেক কে জিজ্ঞাসা করা হবে।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

দারুন ছিল লিখনী 🌟
বিষয়টি হচ্ছে সৃষ্টিকর্তা একমাত্র আমাদের অবলম্বন, যিনি খেয়াল রাখছেন সর্বোক্ষন।
ভীষণ চমৎকার ছিল বিষয়টি 👌
এধরনের লিখা আরো চাই 👌

 2 years ago 

যার দয়ায় আমরা পৃথিবীতে বেঁচে থাকি আমাদের উচিত তার প্রশংসা সর্বদায় করা।।
আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
অবশ্যই পরবর্তীতে নতুন একটি বিষয় নিয়ে লেখার চেষ্টা করব।

 2 years ago 

আসলে আমরা নিজেদের জীবন নিয়ে মাঝে মাঝে বিরক্তবোধ করি সৃষ্টিকর্তাকেও দোষারোপ করি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য উওম কিছু করেছে যা হয়তো আমরা এখন বুঝতেছি না। অনেক সুন্দর লিখেছেন। সত্যি যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখে তারা কখনো ঠকে না।।

 2 years ago 

মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে।।
অবশ্যই দুঃখের পরে সুখ আসে।
ততদিন ধৈর্য ধারণ করে সৃষ্টিকর্তার কাছে পানাহ চাইতে হবে।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।।

আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর একটা পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করলেন। খুবই ভালো লেগেছে আপনার পোস্ট পড়ে। আপনি সত্যি বলেছেন সৃষ্টি কর্তার উপার বিশ্বাস থাকলে সব কিছুই পাওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি হলাম ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে।
অবশ্যই আমাদেরকে বাস্তব জীবনে ভালো যদি কাউকে বাসতেই হয় সবথেকে তাহলে সৃষ্টিকর্তাকেই ভালোবাসা উচিত এবং কর্তব্য।।

ভাই আপনি অনেক সুন্দর বিষয় একটি আমাদের সাথে তুলে ধরছেন।আসলে মানুষ মানুষ কে ঠকাতে পারে কিন্তু কখনো স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষকে কখনো ঠকায় না।অনেক ধন্যবাদ ।

 2 years ago 

মানুষে মানুষে বিভেদ হতে সময় লাগে না।
কিন্তু সৃষ্টিকর্তাকে আমি যতই ভুলে থাকি তিনি কখনো আমাকে ভুলে।
কারণ আমি তো তার মাখলুক।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আসলে আপনি ঠিক বলেছেন স্রষ্টার প্রতি বিশ্বাস। মানুষকে কখনোই ঠকায় না কিন্তু মানুষের প্রতি বিশ্বাস করলে মানুষ সুযোগের সদ্ব্যবহার করে ঠকায়। আসলে বর্তমান সময়ে মানুষ মানুষকে প্রতারিত করে বিভিন্ন ভাবে। আসলেই এগুলো এখন রীতিমতো চলে যাচ্ছে। মানুষ চাই কিভাবে একটা মানুষকে ঠকানো যায় খুব সহজে। আসলে আপনি ঠিক বলেছেন অনেক সময় আমরা কষ্ট সইতে না পেরে পাপ কাজ করি এবং আমাদের মনে হয় নিজেকে পাপী মনে হয়। আমরা দুনিয়া থেকে চলে যায় ভাবি কিন্তু যে সৃষ্টিকর্তা দুঃখ দিয়েছেন দুঃখর পরেই কিন্তু আমাদের কপালে সুখ রেখেছেন।আসলে ধাক্কা খেলে কিন্তু একটা মানুষ সফলতার মুখ দেখে না। আসলে জীবনে ধাক্কা খাওয়ার প্রয়োজন আছে। সবসময় সুখ মানুষের সাফল্য বয়ে আনেনা। কিছু সময় দুঃখ সাফল্য বয়ে আনে। ভাল লিখেছেন

 2 years ago 

আসলে বর্তমান সময়ে প্রেক্ষাপট বুঝে আমাদেরকে স্রষ্টার দিকেই ধাবিত হওয়া উচিত।
বর্তমান বিশ্বের দিকে তাকালেই চোখে মিলে দাঙ্গা-হাঙ্গামার যুদ্ধ বিদ্রোহ।
সব ধরনের বিপদ আপদ থেকে তিনি পারেন আমাদেরকে রক্ষা করতে।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

ঠিক বলেছেন স্রষ্টার প্রতি বিশ্বাস কখনোই মানুষকে ঠকায় না। স্রষ্টা আমাদের যা কিছু দিয়েছেন সবকিছুই কল্যাণকর এবং আমাদের জন্য মঙ্গল। সবসময় বিশ্বাস রাখতে হবে স্রষ্টার সৃষ্টির উপর এবং তিনি আমাদের জন্য যা কিছু দিয়েছেন সবকিছু আমাদের ভালোর জন্য দিয়েছেন। ধন্যবাদ আপনি অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করেছেন আমাদের সামনে।

 2 years ago 

সবসময়ই এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে আমাদের স্রষ্টা আমাদের জন্য যেটা করেন নিশ্চয়ই সেটার মধ্যেই কল্যাণ নিহিত আছে।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনার এরকম একটা পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আজকাল কিন্তু স্রষ্টার প্রতি বিশ্বাস দেখা যায় না। সবাই অনেক অধৈর্য হয়ে পড়ে। কিন্তু সত্যি এটাই স্রষ্টার প্রতি বিশ্বাস রাখলে কেউ কখনো ঠকে না। আমাদেরকে সব সময় স্রষ্টার প্রতি বিশ্বাস রাখা উচিত। আমাদের মাঝে এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

স্রষ্টাকে ডাকার মত ডাকলে অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদের প্রয়োজন মিটিয়ে দেবেন এই বিশ্বাসটা নামই হচ্ছে ঈমান।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58269.26
ETH 3067.65
USDT 1.00
SBD 2.25