ভ্রমণ🚴‍♂️আদর্শ গ্রাম🛖 ড্রিম হলিডে পার্ক নরসিংদী 📸 ৫ম পর্ব।

in আমার বাংলা ব্লগlast month
০২বৈশাখ , ১৪৩১ বঙ্গাব্দ
১৫এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
০৫শাওয়াল ১৪৪৫ হিজরী
সোমবার।
গ্রীষ্মকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



🚴‍♂️

IMG_20240415_185923.jpg

শুভ রাত্রি ❤️ আজ আবারো নতুন আরেকটি ভ্রমণ পোষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গত চার পর্বে ড্রিম হলিডে পার্কের বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছি ফটোগ্রাফির সাথে। তবে আজকে যে জায়গাটির ফটোগ্রাফি শেয়ার করেছি এবং বর্ণনা দিব এটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা। হয়তো উপরের ফটোটি দেখে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। এই জায়গাটির নাম হল আদর্শ গ্রাম। এমনভাবে স্ট্রাকচার করা এর চারিপাশ দিয়ে নদী এবং মাঝে একটি দ্বীপের ওপর একটি গ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে। আমি মূলত ইউটিউব এর মাধ্যমে এই পার্ক সম্পর্কে সার্চ করে অনেক ভিডিও দেখেছিলাম। তার মধ্যে আদর্শ গ্রাম সবথেকে বেশি ভালো লেগেছিলো। এবং তখন থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম , যখন এই পার্কটি ভ্রমণ করবো তখন অবশ্যই স্পিডবোর্ডের মাধ্যমে আদর্শ গ্রামের চারিপাশ অনেক ভালোভাবে ঘুরে দেখবো এবং সুন্দর ফটোগ্রাফি করবো। ঠিক সেটাই করেছি এবং সেই ফটোগ্রাফি গুলোই আজ আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এক কথায় একটি গ্রাম ঘুরে আপনি যে যে সৌন্দর্যগুলো দেখতে পাবেন এবং গ্রাম্য কালচার গুলো উপভোগ করবেন তার সবকিছুই এই ছোট্ট একটি দ্বীপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যা মূলত আপনি দেখলে কল্পনায় যেতে পারবেন ৮০ অথবা ৯০ দশকে। মাঠের কৃষি কাজ থেকে শুরু করে বাড়িতে গৃহিণী পর্যন্ত যত রকমের কাজ গ্রামের বাড়িতে হয়ে থাকে সবগুলো কাজেরই দৃশ্য এখানে প্রস্তুত করা রয়েছে। সেই সাথে রয়েছে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী আর নদীতে মাছ ধরার সুন্দর দৃশ্য। শান বাঁধানো নদীর ঘাট দেখতে পাবেন গ্রাম্য বধুর পুকুর থেকে কলসি কাকে পানি নিয়ে যাওয়ার দৃশ্য। পুকুর ঘাটে গোসল করা বাসন কুশন এবং পোশাক-আশাক ধৌত করা। গৃহিণীদের ধান মাড়াই করা ।মুরগি পালন করা। উনুনে খাবার জন্য রান্না করা, গ্রাম্য ছোট দোকান এক কথায় সবকিছু। এক কথায় ছোট্ট এক টুকরো জায়গা দেখলে আপনি গ্রাম্য পরিবেশের সবকিছু এক নজরে পেয়ে যাবেন। তাহলে চলুন এবার পর্যায়ক্রমে সবগুলো ফটোগ্রাফি দেখে আসি বর্ণনার সাথে।


🚴

IMG_20240415_175829.jpg

IMG_20240415_175807.jpg

IMG_20240415_175750.jpg

ধান মাড়াই করা এই কাঠের যন্ত্রটির নাম হল ঢেঁকি। অনেকের কাছেই হয়তো এটি অপরিচিত। তবে আমার কাছে খুব পরিচিতো। আমাদের বাড়িতেই এটা ছিল। এটা হল গ্রাম বাংলার এক ঐতিহ্য আবহমানকাল থেকে চলে আসছে মারাই এর কাজে ব্যবহার করা এই যন্ত্রটি। বিশেষ করে ধান থেকে চাউল এবং চাউল থেকে ময়দা এবং গোম থেকে আটা পেশার কাজে এটি ব্যবহার করা হয়। যদিও আধুনিকতার ছোঁয়ায় এখন দেশ অনেক উন্নত হয়েছে এ ধরনের কাঠের তৈরি যন্ত্র গুলো আর দেখা মেলে না। তবে এগুলো পূর্বে ছিল মানুষের অনেক জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি যন্ত্র। গ্রাম্য সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এটি এখানে স্ট্যাচু আকারে তৈরি করা রয়েছে। যেখানে দেখানো হচ্ছে গ্রাম্য বধুরা যেভাবে ধান থেকে চাউল মাড়াই করতো। সেইসাথে লক্ষ্য করলে দেখতে পাবেন হাতে কুলা দিয়ে এটি পরিষ্কার করা হচ্ছে এবং পাশে দুটি মুরগি সেটা খুঁটে খাচ্ছে। এক কথায় এটা দেখা আর গ্রাম্য পরিবেশের সৌন্দর্য দেখা একদম সেম।


🚴

IMG_20240415_175645.jpg

IMG_20240415_175631.jpg

IMG_20240415_175610.jpg

উপরের ফটোগ্রাফি গুলোর মাধ্যমে এবার বেশ কিছু গ্রাম্য সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা। প্রথমেই দেখতে পাচ্ছেন নদীতে সাঁতার কাটা ,জেলেদের মাছ ধরা গৃহবধূ এবং অন্যান্য মানুষের নদীর ঘাটে কাজ করার দৃশ্য। এবং বাচ্চাদের ঘুড়ি উড়ানোর স্ট্যাচু। এবং একটি ফটোতে দেখতে পাচ্ছেন একটি চায়ের ছোট দোকান যেখানে ক্রেতা বিক্রেতা রয়েছে। এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষ তাদের কর্ম কাজে ব্যস্ত রয়েছে এমন দৃশ্য


🚴

IMG_20240415_175553.jpg

IMG_20240415_175533.jpg

IMG_20240415_175517.jpg

IMG_20240415_175501.jpg

গ্রামের মানুষ কিন্তু কৃষি কাজের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। এর পাশাপাশি গৃহপালিত প্রাণী হিসেবে গরু-ছাগল এবং অন্যান্য পশুপাখি পালন করে থাকে। পূর্বে তো কৃষি জমি হাল চাষ করা হতো গরু অথবা মহিষের মাধ্যমে। তার ই নিদর্শন প্রথম ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন। একজন রাখাল মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছে। আমি কিন্তু এর আগে আমার বেশ কিছু ফটোগ্রাফিতে আমাদের বাড়ির পাশে পদ্মা নদীতে আশা অতিথি পাখিদের সৌন্দর্য উপস্থাপন করেছিলাম। এই গ্রামটিতে ও কিন্তু ঠিক সেরকম ভাবেই দেখা যাচ্ছে নদীতে অতিথি পাখির আগমন। জালের মাধ্যমে নদীতে জেলাদের মাছ ধরার দৃশ্য। সেই সাথে রয়েছে বরশি দিয়ে নদীর পাড়ে বসে মাছ ধরার সুন্দর দৃশ্য। এটা কিন্তু আমরা প্রতিনিয়তই করে থাকি এখনো নদীতে।


🚴

IMG_20240415_175435.jpg

IMG_20240415_175404.jpg

উপরে দুটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। একটি ফটোগ্রাফিতে লক্ষ্য করলে দেখতে পাবেন একজন গ্রাম্য বধূ কলসি কাকে করে নদীর ঘাটে জল আনতে যাচ্ছে। এগুলো যদিও এখন বিরল দৃশ্য। যা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অথবা নদী অঞ্চলে না গেলে দেখা মেলে না। এবং অপর একটি ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একজন গ্রাম্য বধুর উনুনে রান্না করার দৃশ্য। সেই সাথে টিউবল চেপে আর একজনকে পানি তুলতে দেখতে পাচ্ছেন। যদিও আধুনিকতার ছোঁয়ায় এরকম ভাবে রান্না করার দৃশ্য এখন কমই দেখা যায়। এগুলো একমাত্র গ্রামাঞ্চলে গেলেই ভালোভাবে উপলব্ধি করা যায়। যাহোক আদর্শ গ্রাম ভ্রমণ করে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। এখানে এমনভাবে স্ট্রাকচার করা রয়েছে যেন আমাদের পরবর্তী প্রজন্মরা বুঝতে পারে যে একসময় আমাদের দেশে গ্রামাঞ্চল ছিল এবং গ্রাম অঞ্চলে এই ধরনের সৌন্দর্য ছিল। এই পার্কটি ভ্রমণ করে সব থেকে এই জায়গাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আজ কিছু ফটোগ্রাফির সাথে কিছু কথা তুলে ধরলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

বাহ্ ভাইয়া আপনি তো দেখছি আমার প্রিয় জায়গায় ভিসিট করে আসলেন। খুব সুন্দর তো ড্রিম হলিডে পার্ক। কয়েকবার যাওয়ার চেষ্টা করেও যাওয়া হয় নাই। আপনি বেশ সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর আপনার আজকের পোস্ট দেখে তো আমার যাওয়ার ইচেছ আরও বেড়ে গেল।

 last month 

চেষ্টা করবেন একবার ঘুরে আসতে দেখবেন অনেক ভালো লাগবে সেখান তাতে থাকা সৌন্দর্যগুলো।

 last month 

নরসিংদীর এই পার্কে তো দেখছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এর আগেও আমি একটি পোস্ট দেখেছিলাম এই জায়গার। অনেকদিন পর যেন ঢেঁকি দেখতে পেলাম। চমৎকার একটি জায়গা ভ্রমন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক খুশি হলাম ভাইয়া।

 last month 

আপনাকেও ধন্যবাদ ভ্রমণ পোস্টটি ঘুরে দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

কয়েকটা শর্ট ভিডিওর মধ্যে আমি এই আদর্শ গ্রামের সৌন্দর্য দেখেছিলাম, যেটা আমার কাছে তখনি অনেক বেশি ভালো লেগেছিল। আর আজকে দেখছি আপনি সেই আদর্শ গ্রামে ঘুরতে গিয়েছিলেন, অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন। গ্রাম বাংলার সৌন্দর্যকে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে অনেক ভালো লাগতেছে। প্রত্যেকটা স্ট্যাচু এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যেন মনে হচ্ছে সত্যিকারের মানুষ। আগে গ্রামে এসব কিছু দেখা যেত, আর সবকিছুকেই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে আপনার ঘুরাঘুরির মুহূর্ত টা দারুন ছিল বুঝতে পারতেছি।

 last month 

একদম ঠিক ধরেছেন স্ট্যাচুগুলো এমনভাবে স্ট্রাকচার করে বসানো অনেক দূর থেকে দেখলে মনে হবে যেন মানুষগুলো নড়াচড়া করছে কাজকাম গুলো সত্য সত্য।
যাইহোক আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 last month 

ভাই আদর্শ গ্রামের সৌন্দর্য দেখে এই গ্রামে যাওয়ার প্রতি তো আমারও আগ্রহ জন্মেছে। আমি তো ভাবতেছি কখনো যদি পারি অবশ্যই এই গ্রামে ঘুরতে যাব। গ্রামের মানুষ আগে এরকম ভাবেই থাকতো আর এই সব কিছুকে মূর্তিতে রূপান্তর করা হয়েছে অনেক সুন্দর ভাবে যা দেখে আমার তো একেবারে চোখ জুড়িয়ে গিয়েছে। জেলে মাছ ধরছে, রাখাল গরু আনছে, গৃহিণীরা বিভিন্ন রকম কাজ করছে সবকিছুই সুন্দর লাগতেছে। আপনি এই গ্রামের দৃশ্যটার খুব সুন্দর করেই ফটোগ্রাফি করলেন।

 last month 

আসলে আমিও আপনার মত এরকম ভাবে ইউটিউব ফেসবুকের মাধ্যমে শর্ট ভিডিও দেখে আকৃষ্ট হয়েছিলাম এই জায়গাটি ভ্রমণের জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 last month 

ড্রিম হলিডে পার্কে "আদর্শ গ্রাম" জায়গাটা আসলেই খুব সুন্দর। গ্রামের জিনিসগুলো তারা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। আমি অনেক বছর আগে যখন গিয়েছিলাম তখন এসব কিছুই ছিল না। আপনার ফটোগ্রাফি গুলো দেখে যাওয়ার জন্য খুব ইচ্ছে হচ্ছে। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেখানে। পরবর্তী পর্বগুলো দেখার অপেক্ষায় রইলাম।

 last month 

অনেক বছর আগে থেকে এখন অনেক আপডেট হয়েছে সৌন্দর্যগুলো বেড়েছে সেই সাথে এরিয়া বেড়েছে।
এখন একবার ভ্রমণ করে দেখিয়েন অনেক ভালো লাগবে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন।

 last month 

প্রতিনিয়ত আপনি এই স্থানে ভ্রমণের একের পর এক পর্ব আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন।আজকেও খুব সুন্দর একটি পর্ব শেয়ার করেছেন এবং এই স্থানে ভ্রমণের মাধ্যমে আপনার কাছ থেকে অনেক কিছু দেখতে পারলাম এবং অনেক কিছু জানতে পারলাম। যেভাবে আপনি এই স্থান ভ্রমন করে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ।

 28 days ago 

ড্রিম হলিডে পার্ক ভ্রমণের আদর্শ গ্রামের সৌন্দর্যগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 27 days ago 

আসলে এরকম সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 67066.21
ETH 3093.89
USDT 1.00
SBD 3.75