রেসিপি 🍲😋 টমেটো দিয়ে টেংরা মাছ ভুনা 😋😋

in আমার বাংলা ব্লগ2 years ago

২৩ শ্রাবণ , ১৪২৯ বঙ্গাব্দ

০৯আগষ্ট , ২০২২ খ্রিস্টাব্দ
১০মহররম , ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।
বর্ষাকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


1659970903789.jpg

IMG_20220808_205848.jpg

প্রিয় ব্লগ বাসী আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে টেংরা মাছ ভুনার একটি রেসিপি শেয়ার করতে চলছি। যদিও এমন ছোট মাছ খাওয়া হয় না কেননা মাছ কোটা এবং ধোয়া অনেক ঝামেলা আর ব্যাচেলার লাইফ এত ঝামেলা তো আর ভালো লাগেনা। এজন্য বাজার থেকে মাংস এবং বড়মাছই বেশি কেনা হয়। কেননা মাংস কিনলেও কেটে আনা হয় এবং বড় মাছ কিনলেও বাজার থেকে একবারে কেটে আনি। যার কারণে বাসায় এসে কোন ঝামেলা পোহাতে হয় না। কিন্তু এই রেসিপিটি প্রস্তুত করতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে বাসায় এনে মাছ কেটে ধুয়ে তারপরে রেসিপি প্রস্তুত করেছি। তবে রেসিপিটি খেতে খুবই মজা হয়েছিল। দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে তার থেকেও বেশি। স্পেশালি ধনিয়া পাতা এবং লেবু পাতা দেওয়ার কারণে এক্সট্রা একটা সুগন্ধ এবং সুস্বাদু অনুভব করেছি। আশা করছি আমার প্রস্তুত করা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণপরিমাণ
মাছ৯টা।
টমেটো২টা।
পিয়াজ৩টা।
কাচামরিচ৫টা।
ধনিয়াপাতাপরিমাণমতো।
হলুদ,মরিচ গুড়া৩চা চামচ করে।
লবণপরিমাণমতো।
লেবু পাতা৪ টা।
তেল ⛽পরিমাণমতো

🍲🍲

IMG_20220808_205533.jpg

রেসিপি প্রস্তুত করার জন্য প্রথমে সব ধরনের মসলা এবং সরঞ্জাম একত্র করে নিয়েছি। তারপরে পিঁয়াজের খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চুলা অন করেছি তার উপরে করাই বসিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়ার পরে তেলটি পর্যাপ্ত পরিমাণ গরম হলে তার মধ্যে পূর্বে প্রস্তুত করে রাখা পেঁয়াজ দিয়ে ভাজি করতে শুরু করেছি

🍲🍲

IMG_20220808_205507.jpg

পেঁয়াজ ভাজিটি পর্যাপ্ত পরিমাণ হলে তার মধ্যে তিন চামচ হলুদের গুড়া তিন চামচ মরিচের গুড়া এবং এক চামচ ধনিয়ার গুড়া দিয়ে কিছু সময় রেখে দিয়েছি। তারপরে হালকা পরিমাণে পানি দিয়েছি।

🍲🍲

IMG_20220808_205621.jpg

পূর্বেই টমেটো কুচি করে কেটে রেখেছিলাম। এবার ভুনা করা মসলার মধ্যে দুটো টমেটোর এবং চার-পাঁচটা মরিচ দিয়ে পুনরায় আবার কষাতে থাকি।

🍲🍲

IMG_20220808_205644.jpg

এবার মসলা এবং টমেটো পর্যাপ্ত পরিমাণে কষানো হয়ে গেলে তার মধ্যে পূর্বে প্রস্তুত করে রাখা টেংরা মাছগুলা দিয়ে দিয়েছি। যা আপনারা ফটোতে লক্ষ্য করলে দেখতে পাবেন।

🍲🍲

IMG_20220808_205705.jpg

এভাবে মশলা এবং টমেটো 5 থেকে 7 মিনিট কষাতে থাকবো 🍲কেননা মসলার সাথে মাছের মিশ্রণ হলেই না রেসিপি খেতে সুস্বাদু হবে। এবার পাঁচ থেকে সাত মিনিট পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিব।

🍲🍲

IMG_20220808_205722.jpg

এই ধাপে এসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মশলা মাছ এবং টমেটো যেন ভালোমতো সিদ্ধ হয়🍲 এবং মসলা গুলা টমেটো এবং মাছের সাথে ভালোভাবে মিশে এজন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১০ মিনিট মত।

🍲🍲

IMG_20220808_205744.jpg

ঢাকনা সরানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটির কালার চেঞ্জ হয়েছে 🍲খুব সুন্দর ছিল এবং রেসিপিটি উতলানো শুরু করেছে🍲 কিছু সময়ের মধ্যেই রেসিপি প্রস্তুত করা শেষ হতে চলছে। এবার আমি লবণের পরিমাণটা ভালো করে ছেঁকে নেই 😋কেননা এ ব্যাপারে আমি খুবই সিনসিয়াস লবণ কমবেশি হলে রেসিপি খেতে সুস্বাদু হয় না।

🍲🍲

IMG_20220808_205803.jpg

কিছু সময় পরে আমি রেসিপির উপরে আরো দুটি কাঁচা মরিচ লেবু পাতা এবং ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। লেবু পাতা দেওয়ার কারণে রেসিপিটি থেকে আলাদা রকম একটি সুগন্ধি ছড়াচ্ছিল😋 যার কারণে খেতে অনেক সুস্বাদু হয়েছিল😋।

🍲😋

IMG_20220808_205848.jpg

IMG_20220808_205821.jpg

এরই মধ্যে দিয়ে শেষ করলাম আমার আজকের প্রস্তুতকৃত রেসিপি টেংরা মাছের সুস্বাদু ভুনা। এবার গ্যাসের চুলাটি অফ করে রেসিপিটি নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে পরিবেশন করেছি। রেসিপিটি দেখতে কেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। আসলে বড় টেংরা মাছ বলে কথা খেতে একটু অন্যরকম মজাই হয়ে থাকে 😋😋সবথেকে মজার বিষয় হচ্ছে রেসিপির মধ্যে লেবু পাতা দেওয়ার কারণে রেসিপিটি যেমন সুগন্ধি তেমন মজা হয়েছিল 😋।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

টমেটো দিয়ে টেংরা মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন আপনি। ব্যক্তিগতভাবে টেংরা মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ব্যক্তিগতভাবে আপনি টেংরা মাছ অনেক পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো আমারও টেংরা মাছ অনেক ফেভারিট মাঝে মাঝে এমন রেসিপি প্রস্তুত করে খাওয়া হয় ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য মন্তব্য করে

 2 years ago 

টমেটো দিয়ে টেংরা মাছের তরকারি খেতে অত্যন্ত সুস্বাদ এবং মজাদার লাগে। খুবই ভালো লাগলো আপনার রেসিপির উপস্থাপনা এবং বর্ণনাগুলো পড়ে। অতি লোভনীয় একটি রেসিপি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার প্রস্তুত করার রেসিপি এবং উপস্থাপনা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আসলে চেষ্টা করি সব সময় ভালো কোন কিছু আপনাদের মাঝে তুলে ধরার ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এই মাছ কাটা এবং ধোয়ায় আসলে মনে হয় ঝামেলা পোহাতে হয়েছিল। যাইহোক বিভিন্ন রেসিপিতে অর্থাৎ বিশেষ করে মাছের রেসিপি তে লেবু পাতা দিলে আসলেই অনেক সুন্দর একটা স্নেহ পাওয়া যায়। আপনার এই রেসিপিটি বর্ণনা অনেক সুন্দর ছিল ভাইয়া।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু লেবু পাতা দেওয়াতে আলাদা রকম একটা ফিলিংস অনুভব করে রেসিপিটি খাওয়ার সময় ধন্যবাদ আপনাকে রেসিপিটি পর্যবেক্ষণ করে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে টমেটো দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে আমার জিভে জল চলে আসে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া রেসিপিটি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও তেমন সুস্বাদু হয়েছিল খুব মজা করে খেয়েছি ধন্যবাদ আপনাকে মন্তব্য করে সাথে থাকার জন্য

 2 years ago 

মাছ কাটা আসলে ঝামেলার ব্যাপার। আপনি দারুন একটি রেসিপি করেছেন টেংরা মাছ আসলে খেতে খুব সুস্বাদু। আজকে আপনি টমেটো দিয়ে টেংরা মাছ ভুনা করেছেন কালার টা খুব সুন্দর হয়েছে একবার অনেক লোভনীয় লাগছে।

 2 years ago 

ছোট মাছ কাটতে অনেক ঝামেলা হয় এজন্য সব সময় বড় মাছ খাওয়া হয় তারপরও মাঝে মাঝে ইচ্ছে করে এমন মাছ খেতে তাই একটু ঝামেলা পোহাতে হয়েছে তবে রেসিপিটি কিন্তু অনেক সুন্দর ছিল

 2 years ago 

দেখেই বেশ লোভনীয় লাগছে,টেংরা মাছ এভাবে ভুনা করলে খেতে বেশ দারুন লাগে।আমিও মাঝে মাঝে এভাবে ভূনা করে খাই।ধন্যবাদ মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।ধন্যবাদ

 2 years ago 

এমন রেসিপি আপনিও মাঝে মাঝে প্রস্তুত করে খেয়ে থাকেন জেনে ভালো লাগলো আসলে এমন রেসিপি আমারও খুব ফেভারিট তাই তো প্রস্তুত করে আপনাদের মাঝে তুলে ধরলাম

 2 years ago 

টমেটো দিয়ে খুব সুন্দর করে টেংরা মাছের ভুনা রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। টেংরা মাছ খেতে বেশ ভালো লাগে আমার কাছে। খুব সুন্দর উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে এরকম বড় টেংরা মাছ খেতে একটু আলাদা রকমের মজা হয়ে থাকে তাইতো ঝটপট রেসিপিটি প্রস্তুত করে ফেললাম খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল

 2 years ago 

টমেটো দিয়ে টেংরা মাছ ভুনা রেসিপি।দেখতে অসাধারণ হয়েছে কালার টা অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো। এত সুস্বাদু একটা মাছের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো। 🤲🤲

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইজান অনেক লোভনীয় ছিল খুব মজা করে খেয়েছি আসলে নিজে হাতে প্রস্তুত করার রেসিপি মনের মত করে তৈরি করে মন মতই খেয়েছি।

টমেটো দিয়ে টেংরা মাছ। টমেটো আমি ভালো খাই তারপর টেংরা মাছ বিষয়টা খুব লোভনীয় রেসিপিটা আমার খুব ভালো লেগেছে একবার হলেও বাসায় ট্রাই করা উচিত সবার

 2 years ago 

জি ভাইয়া বাসায় একবার ট্রাই করে দেখিয়েন এমন ভাবে রেসিপি প্রস্তুত করলে খুবই মজা এবং সুস্বাদু হবে স্পেশালি লেবু পাতা

 2 years ago 

টমেটো দিয়ে টেংরা মাছ ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে ভাইয়া। আপনার তৈরি করা টেংরা মাছের এই রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার প্রস্তুত করার রেসিপি দেখে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আসলে আপু রেসিপিটি খেতে অনেক মজা হয়েছিল খুব মজা করেই খেয়েছি

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43