মাথার ওপর ঝুলে আছে মৃত্যুর ধারালো তলোয়ার||১০%লাজুক শেয়ালকে❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

২৩মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ

০৬ফেব্রুয়ারী , ২০২২ খ্রিস্টাব্দ
০৪রজব, ১৪৪৩ হিজরী
রবিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


home-5094603_1280.jpg

প্রিয় বাংলা ব্লগ বাঁশি আশা করছি আপনারা সবাই ভাল আছেন ।আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি পৃথিবীর নির্মম বাস্তবতা ।সবাইকে তার সাথে সাক্ষাৎ করতে হবে ।আগে হোক পরে হোক। সেটা হচ্ছে মৃত্যু।। মৃত্যুকে আমরা এখন অনেক দূরে ভাবি কেউই মৃত্যুকে আলিঙ্গন করতে চাই না ।কিন্তু এই মৃত্যু তো আমাদের একদিন পাকড়াও করবেই। এটাই প্রাণিজগতের নিষ্ঠুর বাস্তবতা।


মৃত্যু এক নির্মম বাস্তবতা

মৃত্যু এক নির্মম বাস্তবতা। আমরা যখন এই দুনিয়ার মোহে ডুবে আছি, কখন যেন হঠাৎ আঘাত হানে মৃত্যু। প্রিয় ভাই❤️ আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি রাতে বাড়ি ফিরতে পারবেন? আপনি যখন ঘুমাতে যান, কি নিশ্চিতা আছে আপনি সকালে ঘুম থেকে উঠবেন। যখন আপনি গাড়িতে উঠছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে নিরাপদে গাড়ি থেকে নামতে পারবেন?

ছোট্ট শিশু রায়ান❤️

একটা দিন আগের কথা চিন্তা করুন! মরক্কোর ছোট্ট শিশু রায়ান মাত্র বয়স 5 বছর খেলতে খেলতে হঠাৎ কুয়ায় পড়ে অকালে চলে গেল । ছোট্ট শিশু রায়ান কি জানতো কিছু সময় পরেই তাঁর মৃত্যু হবে।তার জন্য প্রার্থনা জানাচ্ছিল সারা বিশ্বের লোক। রায়হান যেন জীবিত ফিরতে পারে। পুরো বিশ্বকে কাঁদিয়ে শেষ পর্যন্ত আর জীবিত উদ্ধার করা গেল রায়ানকে। আমরাও কি কেউ বলতে পারব কখন আমাদের মৃত্যু হবে। কোথায় মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে এটা যদি আমরা জানতে পারতাম তাহলে সব সময়ই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম।

জন্ম থেকেই মৃত্যু মাথার উপর তলোয়ার হিসেবে ঝুলছে

প্রিয় ভাই একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন জন্মের পর থেকেই মৃত্যু আমাদের মাথার উপর তলোয়ার হিসাবে ঝুলছে।যে কোন সময় কার্যকর হতে পারে 😂😂।আপনি সৃষ্টি কর্তার পথের পথিক হন,হবার চেষ্টা করুন।

মৃত্যুকে ভয় করুন

আমার ভাই মৃত্যুকে ভয় করুন।😳😳।আমাদের চারপাশে তাকালে দেখতে পাবেন কত মানুষ মাঠে ফসল বুনেছে , কিন্তু বাড়িতে তোলার আগেই অনন্তকালের ডাক এসেছে।সুখে থাকার জন্য বড় অট্রালিকা নির্মাণ করছে,কাজ সম্পন্ন হবার আগেই পরপারে পাড়ি জমাতে হচ্ছে।কত ছাত্র নতুন বছরে স্কুলে ভর্তি হচ্ছে,আবার বছর শেষ হবার আগেই কত ছিট ফাঁকা হয়ে যাচ্ছে।

আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত

আমার মৃত্যু যদি এই মুহূর্তে আসে,আমার কি হবে?আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত। আমি কি কঠিন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত?আমি কি আমার সৃষ্টিকর্তার সাথে দেখা করতে প্রস্তুত?

আপনি কি পাপের জন্য অনুতপ্ত

আপনি কি আপনার সমস্ত প্রার্থনা আদায় করেছেন? আপনার কি কোনো প্রার্থনা বাকি আছে? আপনি কি আপনার পাপের জন্য অনুতপ্ত হয়েছেন? আপনি আগামী কাল অনুতপ্ত হবেন পাপের জন্য, এই আশা করছেন।এমন ও তো হতে পারে আগামীকাল সূর্যোদয় দেখার সুযোগ আপনার হলো না। অবচেতন অবস্থায় মৃত্যু হয়ে গেল।

করোনায় মৃত্যুর মিছিল

একটু চিন্তা করে দেখুন তো🤔 সারা পৃথিবীতে এখন চলছে মৃত্যুর মিছিল। ভয়াবহ করোনা ভাইরাসের থাবায় পুরা পৃথিবী আজ ক্লান্ত। কত মানুষ কত স্বপ্ন বুনে ছিল পৃথিবীতে বেঁচে থাকার জন্য। হয়তো সে আজ চলে গেছে পরপারে ।এমন তো আমার আপনার সাথে হতে পারত ।আমরা ও তো কেউ চলে যেতে পারতাম করোনার থাবায় পরপারে ।সৃষ্টিকর্তা আমাদের এখনো পৃথিবীতে জীবিত রেখেছেন। অতএব আমাদের উচিত তার দিকেই ধাবিত হওয়া। তার হুকুম মতই জীবনকে পরিচালনা করা।

মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবো না

মৃত্যু এমন এক বাস্তবতা যা পৃথিবীর সমস্ত প্রাণীরই ভোগ করতে হবে। কেই এই মৃত্যু থেকে পালায়ন করতে পারব না। তাই আসুন আমার সবাই সর্বঅবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি।


লোকেশন:

https://pixabay.com/photos/home-lockdown-corona-virus-5094603/


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি আজ পোস্ট করেছেন যা মানব জীবনের চরম সত্য। প্রত্যেক মানুষকেই এই সত্য তার জীবনে উপলব্ধি করতে হবে কিন্তু আমরা সবসময় এই মৃত্যুকে ভুলে থাকতে চেষ্টা করি। যে ব্যক্তি তার জীবনে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে তার ইহকাল এবং পরকাল দুটোই মঙ্গল জনক হবে। এত সুন্দর একটি বিষয় আমার বাংলাব্লগের বন্ধুদের কে স্মরণ করিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)
মৃত্যু এমন এক বাস্তবতা যা পৃথিবীর সমস্ত প্রাণীরই ভোগ করতে হবে। কেই এই মৃত্যু থেকে পালায়ন করতে পারব না। তাই আসুন আমার সবাই সর্বঅবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি।
সত্যি ভাইয়া জন্মিলে মরিতে হবে। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️❤️

 2 years ago 

আসলে মানুষ বলতেই মরণশীল। সৃষ্টিকর্তা বলেছেন প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের সবাইর মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে কিছু কিছু মৃত্যু মেনে নেয়া খুব কঠিন হয়।শিশু রায়ানের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হলাম। জীবনের চিরন্তন সত্য এই বিষয়টি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️❤️❤️

 2 years ago 

জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে।

আজকে আপনি মৃত্যুর উপর বেশ কয়েকটি ধাপে আলাদা আলাদাভাবে আলোচনা করেছেন। বেশ কয়েকটি দিক তুলে ধরেছেন। সত্যি আমরা কী মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যুর এই নির্মম বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️❤️

 2 years ago 

মৃত্যু হচ্ছে স্বাভাবিক বিষয় কিন্তু বেঁচে থাকা হচ্ছে আশ্চর্যের বিষয় । আপনি খুব সুন্দর কিছু কথা লিখেছেন মৃত্যু নিয়ে আসলেই বাস্তব সম্মত ছিল । আমাদের উচিত স্রষ্টার এবাদত করে সকল প্রকার অন্যায় অত্যাচার ত্যাগ করা ।

 2 years ago 

ধন্যবাদ ❤️❤️

 2 years ago 

ভাই আপনার পোস্টটি পড়ে সত্যিই অনেকক্ষণ হতভম্ব হয়ে গিয়েছিলাম। কারণ সত্যি কথা বলতে আমরা মৃত্যুর কথা ভাবি না। আমরা সারাক্ষণ শুধু দুনিয়ার মোহ নিয়ে চলি। আমাদের শুধু একটাই চিন্তা ভাবনা আমাদের অর্থ ইনকাম করতে হবে, আরাম আয়েশ করতে হবে, সাত সন্দ ময় জীবন চলতে হবে। কিন্তু পরপারে যে যেতে হবে এবং কি আমাদের আরো কিছু করণীয় আছে সেগুলো আমাদের কোন চিন্তাই নেই। সত্যি ভাইয়া মৃত্যুর পথযাত্রী প্রাণিজগতের সবাই, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যু নামের শব্দ টা অতি নিকটে এটাকে চোখের পলকে সত্বেও সমতুল্য করা যায়। আপনার পোস্টটি পড়ে সত্যিই খুবই খারাপ লেগেছে যে আমরা দুনিয়ার মোহ নিয়ে পড়ে আছি। আমরা একবারও চিন্তা করি না যে আমাদের একদিন না একদিন চলে যেতে হবে। যাই হোক এত সুন্দর একটি পোষ্ট এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে আমাদের আরও করণীয় অনেকগুলো কাজ আছে। এত সুন্দর করে আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

 2 years ago 

আমার পোস্টটি পড়ে যদি আপনার এতটুকুও উপকার হয় এবং পরকালের কথা স্মরণ হয় তাহলে আমার লেখা ধন্য।
আপনার জন্য ও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ❤️❤️

 2 years ago 

অসাধারণ লিখেছেন ভাই। খুব ভালো লাগলো। অনেক গুছিয়ে লিখেছেন। আসলে একটা কথা আছে না ভাই দুই দিনের দুনিয়াতে আছি আম্রা।আজ আছি তার কাল নেই।শুভ কামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️❤️

 2 years ago 

আপনি খুব সুন্দর বিষয়ে পোস্ট করেছেন। আমাদের মানব জীবনের চরম সত্য একটি ঘটনা। এই সত্য ঘটনাকে প্রত্যেক মানুষকে মেনে নিতে হবে । মৃত্যুর স্বাদ প্রত্যেক মানুষকেই গ্রহণ করতে হবে। এত সুন্দর বিষয়ে পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত তুলে ধরার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59737.47
ETH 3186.24
USDT 1.00
SBD 2.43