🐝🐝খাঁটি মধু সংগ্রহ🐝🐝 করার উদ্দেশ্যে ভ্রমণ এবং ফটোগ্রাফি 🐝🐝

in আমার বাংলা ব্লগ2 years ago

৩০পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

১৪জানুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
২০জমাদিউল সানি, , ১৪৪৪ হিজরী
শনিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🐝🐝

1673685129274.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি ।আশা করছি আপনারা সবাই ভাল আছেন। খুব ঠান্ডা পড়ছে এর জন্য জীবন জড়ো জিন্ন হয়ে যাচ্ছে। বিশেষ করে ঠান্ডা জনিত রোগ খুব করে দেখা দিচ্ছে এর কারণে ভালো থাকাটাই খুব কষ্ট। খুব শীত পড়ার পরে মাঝে তিন দিন ভালোই দিন অতিবাহিত হচ্ছিল এরই মধ্যে দিয়ে আজ আবার খুব শীত পড়ছে। এত শীত পড়ার কারণে আমারও ঠাণ্ডা অনেক বেড়ে গেছে যার জন্য বাহিরে বের হতে অনেক ভয় লাগছিল। এর মধ্যে আবার বড় আপু বলল যে মধু কালিজিরা এবং তুলসী পাতা না খেলে তো ঠান্ডা সারবে না ছোটবেলা থেকে এটাই তোর একটা দোষ। যেখান থেকে পারিস খাটি মধু নিয়ে এসে তারপরে প্রসাধনী বানিয়ে খা খুব দ্রুত ঠান্ডা সেরে যাবে মেডিসিন খেতে হবে না। তো তারই জন্য আজকে বের হয়েছিলাম মৌয়াল এর বাসায় খাঁটি মধুর সন্ধানে। মাঝপথে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেই ফটোগ্রাফি এবং আজকের গল্প এখন শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🐝🐝

IMG_20230114_142920.jpg

IMG_20230114_142901.jpg

IMG_20230114_142629.jpg

বর্তমান সময়ে গ্রামের মাঠ এবং পদ্মার পাড়ে বিস্তীর্ণ এলাকায় যে চড় দেখেছেন সেখানে তাকালেই আমাদের অঞ্চলের দেখা মিলে এক স্বপ্নপুরীর রাজ্যের মায়াবী দৃশ্যের দেখা। এর মানে আমি বলতে চাচ্ছি চারিপাশ ঘেরা সরিষা ক্ষেত আর মাঝে মাঝে সবুজ ক্ষেত যার কারণে সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এমন নয়না ভি রাম দৃশ্য আমি গত কয়েক বছরে দেখতে পারিনি। এবার সরিষা চাষে কৃষকরা বেশি উদ্বুদ্ধ হয়েছে এর একটি কারণ সেটা হল ভদ্র তেলের দাম বেশি হওয়াতে।


🐝🐝

IMG_20230114_142841.jpg

IMG_20230114_142827.jpg

IMG_20230114_142805.jpg

যা হোক সকাল থেকেই সূর্যের আলো দেখতে পাইনি মোটামুটি কথা একটার পরে গিয়ে সূর্য কিছুটা সময়ের জন্য উঁকি দিয়েছিল। সূর্যের আলো দেখেই বাড়ি থেকে আমি এবং আমার বন্ধু বের হয়ে পড়লাম মৌয়াল এর বাড়ির উদ্দেশ্যে খাঁটি মধু আহরণ করবো বলে। তার বাড়ি পদ্মারচর এর একদম মিডিল পয়েন্টে কারণ এখন মধু আহরণের সময়। উনি ওখানেই থাকেন এবং সব সময় মধু আহরণের কাজে ব্যস্ত থাকেন। উনি খুব সৎ মানুষ কখনোই উনি মধুতে ভেজাল মিশন না যার কারণে উনি মধু একটু বেশি দাম নিলেও অরিজিনাল টা পাওয়া যায়। যার জন্যই প্রায় ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উনার কাছে মধু আনতে যাচ্ছি। উপরে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছি ফুল থেকে মধু আহরণ করছে।


🐝🐝🐝

IMG_20230114_142747.jpg

IMG_20230114_142727.jpg

চলে গেলাম মধু এর সন্ধানে মোবাইলের বাসায় কিন্তু বিয়ে তো হতাশ। এত কষ্ট করে এতটা পথ পেরিয়ে অরজিনাল মধু আনার জন্য গিয়ে দেখি তিনি বাসায় নেই। আশেপাশে খোঁজখবর নিয়ে শুনতে পাই যে উনি পদ্মার ওপার আরেকটি চড়ে এখন মধু আহরণ করছেন। কেননা এপার থেকে ওপারে এবার সরিষার আবাদ বেশি। উনাকে না পেয়ে একা হতাশার মধ্যে দিয়ে ফিরছিলাম বাড়িতে ঠিক সেই সময়ই আপনাদের সাথে শেয়ার করা ফটোগ্রাফি গুলা করেছি।


🐝🐝

IMG_20230114_142708.jpg

IMG_20230114_142651.jpg

মধু না পেলেও অনেক ইনজয় করেছি সরিষা ক্ষেতের এপাশ ওপাশ ঘুরে। বুক ভরে নিশ্বাস নিয়েছি সরিষা ফুলের মধুর ঘ্রাণের। সেই সাথে মৌমাছির ভনভন আওয়াজ তো ছিলই। আসলে এখন প্রকৃতির সাধেতে তার এক অপরূপ বৈচিত্রে। চারিপাশে যতদূর নয়ন মিলাবেন যেন এক স্বপ্নপুরীতে পরিণত হয়েছে। শুধুই চোখে মিলবে হলুদ বর্ণের ফুল আর ফুল আর মাঝে মাঝে চোখে মিলবে দু একটা টং ঘর। এই ঘর গুলোতে মধু চাষিরা থাকেন এবং আশেপাশে তাদের ডালা রেখে মধু সংগ্রহ করেন। যাহোক হতাশা নিয়ে ফিরেছি মধু পাইনি তারপরেও অনেক মজা করেছি ফটোগ্রাফি করেছি। এবং কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটিয়ে এসেছি। এই ছিল আমার আজকের মধু সংগ্রহ করা এবং কিছু ফটোগ্রাফি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন ঠান্ডা এবং কুয়াশার কারণে ঠান্ডা জনিত রোগ গুলো বেশি বেড়ে যাচ্ছে। আর কালোজিরা মধু এবং তুলসী পাতা ঠান্ডার জন্য খুবই উপকারী আমার ছোট ভাইকে এগুলা মাঝেমধ্যে ঠান্ডা সমস্যার জন্য খাওয়াই। ৫ কিলোমিটার হেঁটে যাওয়ার পরেও মধু আনতে পারেননি। এতে মন খারাপ হওয়ার কিছু নেই । কারণ আপনি যে প্রাকৃতিক দৃশ্য গুলো দেখেছেন তাতে মন খুব ভালো হয়ে যাবে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আসলে মধু পাইনি তাতে কি হয়েছে ফটোগ্রাফি দিয়ে সেটা পুষিয়ে নিয়েছি।।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শীতকালে রোগের পরিমান বেড়ে যায়,আর যাদের ঠান্ডার সমস্যা তাদের অবস্থা খুব খারাপ। যাই কয়েকদিন রোদের দেখা পেলাম আজ তাও দেখতে পারছি না।তবে এটা মধু খুব উপকারী যাদের সর্দি এর সমস্যা আছে।তবে খাঁটি মধু পাওয়া টাই বেশ মুশকিল।আপনার তোলা প্রতিটি ছবিই বেশ সুন্দর। ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

মধু আসলে খুবই উপকারী একটি খাবার আমাদের জন্য বিশেষ করে ঠান্ডা জনিত রোগের জন্য এন্টিবায়োটিক হিসেবে কাজ করে।। ধন্যবাদ

 2 years ago 

মধু তুলশী একটাও খেতে পারিনা,গন্ধ লাগে।ছবিগুলো দারুণ ছিল তবে ৫ কিলোমিটার যেয়ে ওনার দেখা পেলেন না,তা জেনে খারাপ লাগলো।
যাইহোক,শুভ কামনা রইলো।

 2 years ago 

একটু গন্ধ হইলেও খেতে পারলে উপকার আছে নাক চেপে ধরে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

 2 years ago 

এখন যে ঠান্ডার অবস্থা এই সময় মানুষের শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক রোদের দেখা নেই, তারপরও এর ভিতরে সবাইকে সাবধানে থাকতে হবে। আপনি পাঁচ কিলোমিটার হেঁটে যাওয়ার পরও মধু সংগ্রহ করতে পারলেন না এতে আফসোস করার কিছু নেই কারণ পথে যে সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি করেছেন সেজন্য আপনার কষ্ট টাই সার্থক হয়ে গিয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি সত্যি অপূর্ব লাগছে সরিষা ফুল গুলো দেখতে। দারুন ইনজয় করেছেন বোঝাই যাচ্ছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু যে পথে হেটে এত সুন্দর ফটোগ্রাফি করা যায় সে পথে হাঁটার মর্মই অন্যরকম।। মধু পাইনি তাতে কি হয়েছে সৌন্দর্যরা কিন্তু ঠিকই উপভোগ করেছি।।

 2 years ago (edited)

এই সময়ে ঠান্ডা লাগার প্রবণতা বেশি।আর এজন্য খুব সাবধানে থাকতে হবে। আর আপনি খাঁটি মধু সংগ্রহ করার জন্য এতদূর গিয়েও আনতে পারেননি এটা দুঃখের বিষয়।তবে ফটোগ্রাফিগুলো বেশ দারুণ লেগেছে।

 2 years ago 

মধু আনতে গিয়ে হতাশ হয়ে ফিরেছি কিন্তু প্রকৃতির মাঝে কিছুটা সময় অতিবাহিত করতে পেরে খুবই ভালো লেগেছে সৌন্দর্যটা কিন্তু ঠিকই মোবাইলে ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে তুলে ধরেছি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শীতকালে রোগের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। যারা একটু বেশি অসুস্থ তাদের নিয়ে অনেক সমস্যা হয়। আপনি মধু সংগ্রহ করতে গিয়েছেন জেনে ভালো লাগলো। মধু খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী। মধু সংগ্রহ করতে গিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মধু খেতে এমনিতে আমার অনেক ভালো লাগে আর খাটি মধু হলে তো কোন কথাই নেই। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

 2 years ago 

এখন ঠান্ডার প্রকোপ আবার বেড়েছে। এ সময় ঠান্ডার জনিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছোট থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত শীতে কাবু হয়ে যায়। আপনি মধু সংগ্রহ করার জন্য ৫ কিলোমিটার গিয়েছিলেন। কিন্তু যাওয়ার পর লোক না থাকাই মধু আনতে পারেননি। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

গিয়েছিলাম ভাই খাঁটি মধুর সন্ধানে কিন্তু সফল হতে পারেনি তাতে কি হয়েছে সুন্দর ফটোগ্রাফি করেছি এবং প্রকৃতি এক সৌন্দর্যের লীলাভূমি থেকে ঘুরে এসেছি।।

 2 years ago 

শীতকালে রোগের পরিমান খুব বেড়ে যায়। ঘরে ঘরে সর্দির প্রবনতা বেড়ে যায়। তবে মধু খুব উপকার শরীরের জন্য। আপনি মধু সংগ্রহ করতে গিয়ে বেশকিছু ফটোগ্রাফি করেছেন, খুব সুন্দর লাগছে।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠান্ডা কাশির জন্য মধু খুবই উপকারী খাবার এজন্যই গিয়েছিলাম খাঁটি মধু সংগ্রহের জন্য কিন্তু ব্যর্থ। ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 98102.63
ETH 3490.00
USDT 1.00
SBD 3.42