ছোট গল্প : সততার পুরস্কার।

in আমার বাংলা ব্লগ9 months ago

২০আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ

০৬অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
১৯রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
শুক্রবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


honesty-2730365_1280.png

Source


সত্য পথ সৎ মানুষ বর্তমান পৃথিবীতে খুবই অভাব। নম্র ভদ্র বিনয়ী ভাবে কথা বলার মতো ন্যূনতম যোগ্যতা পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। মনুষ্যত্বটা আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। পশুত্ব ভাবটা আমরা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি আমাদের আচরণের মাধ্যমে। তবে আমরা মানুষ বড়ই অদ্ভুত স্বার্থ উদ্ধারের জন্য ভালো থাকতে খুব ভালো জানি। নিজের স্বার্থের জন্য নিজেকে সুফি বলেও দাবি করি। দুনিয়াতে সুখ এবং পরকালের শান্তি পাওয়ার জন্য অবশ্যই সত্য পথ এবং সত্যবাদী হওয়ার গুরুত্ব অপরিসীম। সত্য পথে চললে সব কাজ করলে তার পুরস্কার সব সময়ই পাওয়া যায় একটু দেরিতে হলেও। আজ আপনাদের মাঝে একটি সততার ছোটগল্প তুলে ধরব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


আরবের মক্কা নগরীতে অনেক বড় একজন ধনী ব্যক্তি বাস করতেন। তিনি অর্থ সম্পদ দিয়ে সব সময় ভালো কাজে অংশগ্রহণ করতেন। তিনি জীবনের শেষ বয়সে এসে ভাবতে লাগলেন ,আমার এত সম্পদ আমি তো সব খরচ করে যেতে পারছি না, তাহলে এত সম্পদের হিসাব দেবো কিভাবে মৃত্যুর পরে। এজন্য তিনি মনি স্থির করেন সব ধরনের ভালো কাজে তার টাকা তিনি খরচ করবেন।


হঠাৎ একদিন তিনি অন্যরকম একটি চিন্তাভাবনা করে বসলেন। এমন একজন গরিব মানুষ খুঁজে তিনি প্রতিদিন অনেক বেশি করে দান করবেন। যেন সেই সৎ লোকটি ও স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। একদিন তিনি একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন একটা লোক নামাজের মধ্যে অনেক কান্নাকাটি করছেন। গায়ে জামা কাপড় ছিন্নভিন্ন মুখ দেখে মনে হচ্ছে কদিন ধরে কিছু খায় না। তিনি ভাবলেন এই ব্যক্তির সততা পরীক্ষা করে আমি তাকে পুরস্কৃত করব।


ধন্যবাদ প্রিয় ব্যক্তি মসজিদের বারান্দায় একটি থলের মধ্যে ১০০ দিরহাম রেখে আড়ালে দাঁড়িয়ে রইলেন। নামাজ শেষ করে দরিদ্র লোকটি যখন বাহির দিকে আসলো এবং একটি থলে ভর্তি দেরহাম পেলেন। তিনি ওই টাকাটা নিয়ে বাড়িতে চলে গেলেন। তার স্ত্রীকে দেখালে তার স্ত্রী এই টাকা নিতে না স্বীকার করলেন। তার স্ত্রী বললেন সৎ পথে থেকে যদি না খেয়ে মরতে হয় তাতেও রাজি আছি তবুও না জেনে অন্যের টাকা ভক্ষণ করব না। তখন লোকটিও সহমত পোষণ করলো এবং দিরহাম ভর্তির থলি নিয়ে মসজিদের সামনে চলে এলো। তখন দেখল এক ব্যক্তি বলছে এখানে কেউ কি কোন টাকা পেয়েছ আমার কিছু টাকা হারিয়েছে। তখন দরিদ্র লোকটি বলল হা আমি এখানে একটি থলের মধ্যে কিছু দিরহাম পেয়েছি। তখন দরিদ্র লোকটি দিরহাম এর থলেটি ধনী লোকের হাতে দিল এবং বলল গুনে দেখুন আপনার টাকা ঠিক আছে কিনা। ধনী লোকটি দেখে বলল হা টাকা ঠিক আছে।


দরিদ্র লোকটি চলে যাচ্ছিল তখন ধনী লোকটি ডেকে বলল এদিকে আসুন। আমি আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি এখানে কুড়িয়ে পাওয়া টাকা নিয়ে বাড়িতে চলে যান না আসল মালিককে ফেরত দেন। তখন দরিদ্র লোকটি বলল আমি খুবই দরিদ্র আজ দুদিন ধরে কোন কাজ পাই না এজন্য আমার ঘরে কোন খাবার নেই। তাই মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছিলাম আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। এই কথা শুনে এবং তার সততা দেখে ধনী লোকটি খুবই খুশি হয়। এবং ১০০ দিরহাম এর সাথে আরো ৯০০ দিরহাম দিয়ে তাকে মোট ১০০০ দিরহাম পুরস্কৃত করেন। এবং উপদেশ স্বরূপ বলেন সততার পুরস্কার অবশ্যই পাওয়া যায়। আল্লাহ আপনাকে ভাল রাখুক। দরিদ্র লোকটি তার সততার পুরস্কার পেয়ে অনেক খুশি হয়।


সততার পুরস্কার অনেক বড় যেটা আমরা শেষ বিচারের দিনে আল্লাহর কাছ থেকে পাব। তাই আসুন আমরা সব সময় সত্য পথ অবলম্বন করি ।সততার সাথে বেঁচে থাকার চেষ্টা করি। নিশ্চয়ই যখন সত্য উপস্থিত হয় মিথ্যা তখন বিলুপ্তি হয়ে যায়।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া সততার পুরস্কার দেরিতে হলে ও পাওয়া যায়। আসলে ভাইয়া বর্তমান সৎ মানুষের অনেক অভাব। তবে এটা সত্যি অসৎ পথে থেকে ভালো খাওয়ার চেয়ে সৎ পথে থেকে না খাওয়া অনেক ভালো। তাই আমাদের সবারই উচিত সৎপথে থাকা উচিত।

 9 months ago 

আসলে সততার পুরস্কার দেরিতে হলেও অনেক ভালো হয়।
এজন্য আমাদের উচিত সৎ পথে থাকা সৎ কাজ করা।

 9 months ago 

গল্পটা খুবই ভালো লাগলো এটা ঠিক সততার পুরস্কার থাকে সেটা যত দেরি হোক না কেন একটা সময় সৃষ্টিকর্তা আপনার সমতার পুরস্কার দেবে আপনাকে।

 9 months ago 

সত্য পথে থাকলে অবশ্যই সৃষ্টি কর্তার পক্ষ হতে সাহায্য আসবে।

 9 months ago 

আপনার পুরো গল্পটি পড়ে খুব ভালো লাগলো ভাই । আসলে সততার পুরস্কার একসময় না একসময় পাওয়া যাবে এটা সুনিশ্চিত‌। অসৎ পথে কোটিপতি হওয়ার চেয়ে সৎ পথে গরিব উত্তম। আপনার পোস্টটি পড়ার মাধ্যমে উপলব্ধি করা যায় যে সততার পুরস্কার দেরি হলেও পাওয়া যায়। গল্পটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 9 months ago 

অসৎ পথে কোটিপতি হওয়ার চেয়ে সৎপথে ডাল ভাত খেয়ে রাস্তায় ঘুমিয়ে থাকা অনেক ভালো।

 9 months ago 

আসলে এখন প্রত্যেকটা মানুষ নিজেদের স্বার্থের জন্য সবকিছু করে। সততা এখন সবার কাছ থেকে চলে যাচ্ছে। আগে যদিও সৎ মানুষ পাওয়া যেত এখন খুবই কম পাওয়া যায়। এটা কিন্তু সত্যি সততার পুরস্কার সবাই অবশ্যই পায়। আমরা যদি সৎ পথে থাকি, তাহলে আমরা সেই সততার পুরস্কার অবশ্যই পাবো। আপনি অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন যেটা পড়ে ভালো লেগেছে।

 9 months ago 

ঠিকই বলেছেন স্বার্থ উদ্ধারের জন্য আমাদের সততাকে আমরা বিক্রি করে দিয়েছি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67167.83
ETH 3499.47
USDT 1.00
SBD 2.81