DIY -" এসো নিজে করি- সপ্তাহ '' খুব সহজে সবজি কাটিং মেশিন তৈরী (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

২৯আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

১৪অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
৬রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
বৃহস্পতিবার
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_20211014_104702_1.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।খুব সহজে শাকসবজি, মরিচ, সিম, বরবডি ইত্যাদি কাটিং মেশিন। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_20211014_115334.jpg


ধাপঃ১.

প্রয়োজনীয় যন্ত্রপাতি।
★বাটি
★সোল্ডারিং আয়রন
★গ্লু-গান
★মোটর-৩.৫ভোল্ট
★ব্লেড
★তার
★ব্যাটারি-৪ভোল্ট
★পাখা
★সুইচ


IMG_20211014_095936.jpg

IMG_20211014_100058.jpg

ধাপঃ২.

প্রথমে একটি প্লাস্টিকের স্বচ্ছ বাটি নিই। এবং সেই পাটির মুটকির মিডিল পজিশনে সোল্ডারিং আয়রন দ্বারা ছিদ্র করি মোটর লাগানোর জন্য।


IMG_20211014_100213.jpg

IMG_20211014_100301.jpg

ধাপঃ৩.

এবার ছিদ্রের চারপাশে গ্লু গান এর আঠা দিয়ে মোটর লাগিয়ে দিই।


IMG_20211014_100940.jpg

ধাপঃ৪.

এই অংশে এসে মোটরের মাথায় পাখার গোল অংশ কেটে লাগাই। এবং সোল্ডারিং আয়রন দ্বারা সবজি দেওয়ার পথ তৈরি করি।


IMG_20211014_101129.jpg

IMG_20211014_101306.jpg

IMG_20211014_101448_1.jpg

ধাপঃ৫.

এবার দুইটা বেলেট নিই এবং গ্লু গান দিয়ে দুইটা বেলেট একসাথে সংযুক্ত করে মোটরের মাথায় আঠার সাহায্য লাগিয়ে দিই।


IMG_20211014_102545.jpg

IMG_20211014_102515.jpg

IMG_20211014_102504.jpg

ধাপঃ৬.

এই অংশে এসে বাটির গায়ে সুইচ লাগিয়ে দিই আঠার সাহায্য। এবং ৩.৫ ভোল্ট ব্যাটারি থেকে কানেকশন নিয়ে সুইচ এবং সুইচ থেকে পড়ে মোটরে সুযোগ দেই।


IMG_20211014_103521.jpg

IMG_20211014_103513.jpg

ধাপঃ৭.

এরপর আমি কিছু মরিস নিয়ে আমার উদ্ভাবিত মেশিনের সাহায্যে কাটার জন্য প্রস্তুতি নিই।


IMG_20211014_103552.jpg

IMG_20211014_104205.jpg

ধাপঃ৮.

এইভাবে এসে আমি মটরের সুইচ অন করে মরিচ কাটা শুরু করি।


IMG_20211014_120017.jpg

IMG_20211014_104510.jpg

IMG_20211014_104222_1.jpg

ধাপঃ৯.

এইধাপে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক গুলা মরিচ অলরেডি কেটে ফেলেছি অবশ্য মরিচ কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। যেন ওই ছিদ্র দিয়ে আঙ্গুল চলে না যায়। আঙ্গুল চলে গেলে সেটাও মরিচের মত সাথে সাথেই কেটে যাবে।


IMG_20211014_104702_1.jpg

এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমার আজকের উদ্ভাবিত ভেজিটেবল কাটার মেশিন আশা করি আপনাদের ভালো লাগবে।


লোকেশন:

https://w3w.co///elitists.thumbnail.gallon


ডিভাইস ঃrealme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

বাহ, আপনার সবজি কাটিং মেশিন টি তো খুব সুন্দর হয়েছে। আপনি যেভাবে কাঁচামরিচ গুলো কেটে কুচি কুচি করেছেন তা থেকেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর মানের জিনিস এটি।

অসংখ্য ধন্যবাদ শিক্ষামূলক সিরিজ আমাদের মাঝে প্রেরন করার জন্য

 3 years ago 

ধন্যবাদ জানান আপনাকে ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করেছি আপনার সুন্দর পোস্ট দেখে। অনেক অনেক ভালোবাসা নিবেন

 3 years ago 

😍😍😍

 3 years ago 

আপনার এই দারুন উদ্ভাবন সত্যি অনেক সুন্দর ও নিঃসন্দেহে প্রয়োজনীয় ।ধন্যবাদ আপনাকে ।।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদ 😍😍😍😍

 3 years ago 

আপনার মাথায় তো অনেক বুদ্ধি। ছোট ছোট কিছু জিনিস দিয়ে একটি প্রয়োজনীয় যন্ত্রপাতি করে ফেলেছেন। যা আমাদের নিত্যদিনের কাজে লাগবে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায় সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া!!দারুণ একটি সবজি কাটার মেশিন তৈরি করেছেন ভাইয়া আপনি। আপনার কাঁচা মরিচ কাটা দেখেই বোঝা যাচ্ছে জিনিষটি অনেক ভালো হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু!! সুন্দর মন্তব্যের জন্য। 😍😍

 3 years ago 

আসলে ভাইয়া দিন যত যাচ্ছে মানুষের চিন্তাধারা সৃজনশীলতার উদ্ভব ঘটছে। আমরা যদি আমাদের ভিতরে এর মেধা কেনা খাটিয়ে কাজে লাগায় আমাদের মেধা নষ্ট হয়ে যায়। আসলে আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়েছেন সুন্দর একটি সৃজনশীলতার উদ্ভব ঘটিয়েছেন পোষ্টের মাধ্যমে। অসাধারণ চিন্তাধারা ভাই আপনার প্রতি শুভকামনা রইল
অনেক ভাল ছিল পরিবেশনাটি। আমার ভালো লেগেছে।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এটাকেই বলে ক্রিয়েটিভিটির প্রমাণ। সত্যিই ভাই আপনার কাজটি প্রশংসা পাওয়ার যোগ্য। আপনার তৈরি মেশিনটি আমার কাছে ভালো লেগেছে। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায়, সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ খুবই দারুন ভাবে সবজি কাটিং মেশিন তৈরি করেছেন ভাই। আপনার প্রচুর দক্ষতা আছে দেখেই বোঝা যায়। অনেক সুন্দর ভাবে সবজি কাটিং মেশিন টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেই সাথে অনেক সন্দর বর্ণনা দিয়েছেন। শুভ কামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ জীবন ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অসাধারন একটি পোস্ট করেছেন আপনি ‌। আসলে আপনার পোস্ট থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের দৈনন্দিন জীবনে সবজি কাটার এ যন্ত্রটি খুবই প্রয়োজনীয় আর সেটি কিভাবে তৈরি করতে হয় আপনি সেটা তুলে ধরেছেন। গঠন মূলক পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পরে সুন্দর মন্তব্য করার জন্য। 😍😍😍😍

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64319.13
ETH 3411.87
USDT 1.00
SBD 2.51