ঐতিহাসিক মুজিব নগর ভ্রমণ (17-09-2021)[benificiary10% @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

০৩আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

১৮ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ
৯রা সফর, ১৪৪৩ হিজর
শনিবার
শরৎকাল।


আসসালামু ওয়ালাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


১.

IMG_8979.JPG

Mujibnagar
https://maps.app.goo.gl/VRkt9GdBGcu5vKwC6

বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কোথাও একটু ঘুরতে যাব কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা ঠিক, ঠিক করতে পারছিলাম না।তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমরা মেহেরপুর জেলার মুজিবনগরে ঘুরতে যাব রাতে বসে বসে সিদ্ধান্ত নেওয়ার পরে খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে গোসল খাওয়া-দাওয়া সেরে সকাল সাতটার মধ্যে আমরা দুইটা বাইক নিয়ে চারজনে রওনা হলাম এর মধ্যে তিনজন আমার বড় ভাই এবং আমি ওদের মধ্যে সবচেয়ে


২.

IMG_20210917_143617.jpg

Mujibnagar
https://maps.app.goo.gl/VRkt9GdBGcu5vKwC6

রওনা হওয়ার আগে আমাদের বাড়ি থেকে মুজিবনগর পর্যন্ত গুগল ম্যাপে সার্চ করি ওখানে দেখি আমাদের বাড়ি থেকে মুজিবনগর এর দূরত্ব 103 কিলোমিটার এবং বাইকে করে যেতে সময় লাগবে দুই ঘন্টা 48 মিনিট আমরা সেই অনুসারে বাড়ি থেকে রওনা হলাম। আমাদের বাড়ি থেকে কুষ্টিয়া শহরের মধ্যে দিয়ে কুষ্টিয়া বাইপাস হয়ে কুষ্টিয়া মেহেরপুর মহাসড়ক ধরে আমরা এগুতে থাকলাম


৩.

IMG_20210918_133158.jpg

Mujibnagar
https://maps.app.goo.gl/VRkt9GdBGcu5vKwC6

আমরা সকাল 9 টা 40 মিনিটে ওখানে গিয়ে পৌঁছলাম তারপরে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পরে ওখানে একটা হোটেলে বসে সকালের নাস্তা করি ।এরপর আমরা মুজিবনগরের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান গুলো দেখতে শুরু করলাম আমরা প্রথমে আম বাগান দিয়ে হাঁটতে শুরু করি


৪.

IMG_8870.JPG

Mujibnagar
https://maps.app.goo.gl/VRkt9GdBGcu5vKwC6

হাটতে হাটতে সামনে এগিয়ে দেখি তেইশটা স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে এটা মুক্তিযুদ্ধের স্মৃতি চারণে স্থাপন করা হয়েছে। এরপর একটু সামনে আগায় বাম দিকে দেখি বাংলাদেশের অনেক বড় একটা মানচিত্র অঙ্কন করা রয়েছে এবং যুদ্ধের সময় কোথায় কোথায় কিভাবে কেমনে যুদ্ধ হয়েছিল সেগুলো সুন্দর ভাবে মানচিত্রে উপস্থাপন করা রয়েছে


৫.

IMG_8892.JPG

Mujibnagar
https://maps.app.goo.gl/VRkt9GdBGcu5vKwC6

এরপর একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পেলাম 1971 সালের অস্থায়ী সরকারের জাতীয় সংসদ ভবন।


৬.

IMG_8988.JPG

Mujibnagar
https://maps.app.goo.gl/VRkt9GdBGcu5vKwC6

আমরা মানচিত্রে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পেলাম মুক্তিযুদ্ধের সময়ের অনেক স্মৃতি ওখানে মূর্তি আকারে বানানো রয়েছে। ওখানে ঘোরা শেষ করে বাইরে এসে জুম্মার সালাত আদায় করে দুপুরে খাবার খাওয়ার পরে


৭.

IMG_9095.JPG

Darsana - Joynagar Border Rd
https://maps.app.goo.gl/Cn22nP8BQ2gE8GsA6

আমরা রওনা হলাম দর্শনা বর্ডার এর দিকে বর্ডারে আসার পরে দেখতে পেলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশে একটা ট্রেন আসছে এবং বাংলাদেশ থেকে একটা ট্রেন ইন্ডিয়াতে আছে ওখানে দাঁড়ালে ইন্ডিয়ার দৃশ্য খুব সুন্দর ভাবে দেখা যায় এরপর আমরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া হাইবে রোড ধরে ধরে বাড়ির দিকে রওনা হয়ে বাড়ির পথে রওনা দেওয়ার সময় মাঝে একটা ইকোপার্ক দেখে আমরা সেখানে কিছু সময় অতিবাহিত করে এবং সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি তুলি।এরপর আমরা রাত আটটার সময় কুষ্টিয়া মেন শহরে এসে পৌঁছায় এবং মৌবন হোটেলে গিয়ে কিছু খাবার খায় তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়।



ডিভাইস ঃredmi


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছেন ভাই।বাংলাদেশের ঐতিহাসিক স্থান হল মুজিবনগর।আপনার ভ্রমন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ

আপনার যাত্রাটি এবং আপনার সফরটি অনেক আনন্দময় ছিল। মুজিবনগর আমাদের অনেক পুরাতন এবং ঐতিহ্য সম্পূর্ণ একটি জায়গা। এই জায়গাটিতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ধন্যবাদ এমন একটি পোষ্ট করে সবার মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

সেই স্কুলে থাকতে এই জায়গাটি তে ভ্রমণে গিয়েছিলাম ভাই। পুরানো স্মৃতি মনে করিয়ে দিলেন। আপনি ভালই একটি সময় কাটিয়েছেন আশা করছি।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাদের ভ্রমর টি অনেক মজাদার ছিল। বাইকে ঘোরার মজাই আলাদা তার মধ্যে লং জার্নি। আপনার ফটোগ্রাফ গুলো অসাধারন ছিল আর দর্শনীয় স্থানগুলো দেখার মত। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার যাত্রা শুভ হোক সর্বক্ষনিক এই কামনায় ব‍্যাক্ত রাখি। মুজিব নগর অত্যন্ত সুন্দর একটা জায়গা এবং অনেক পুরাতন ঐতিহ্য সম্পূর্ণ একটি জায়গা। আপনার ফটোগ্রাফি গুলো অতুলনীয় ছিল সাথে উপস্থাপন টাও।অভিন্দন রইল ভাইয়া।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

💖💖💖💖

আপনার ভ্রমণের পর্যায় গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সবকিছু একবারে সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছেন।
সুন্দর হোক আগামীর পথ চলা

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে মুজিব নগর গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এটা একটি ঐতিহাসিক স্থান। ২০১৭ সালে আমি এইখানে গেছিলাম ঘুরতে। খুব ভালো লিখেছেন ভাই।

আমি মোঃআলী

এখানে আপনি আপনার নামের মূল অংশ লিটন এটা দেন নাই।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ইনশাআল্লাহ ভুলটা সংশোধন করে নিব।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

ঐতিহাসিক মুজিব নগর এর কথা বইয়ে অনেক পড়েছি। তবে কোনদিন সেখানে যাওয়া হয় নি৷আপনার পোস্ট সুন্দর হয়েছে। বাংলাদেশ ও ইন্ডিয়ার স্থানটা অনেক সুন্দর ছিল।

 3 years ago 

বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানতে হলে অবশ্যই মোদির নগর ভ্রমণ করা উচিত

আপনার ভ্রমণটি খুব আনন্দদায়ক ছিল। মোট কথা বলতে একদম অসাধারণ একটি সময় ছিল।ফটোগ্রাফির সাথে সাথে মুজিব নগরের অনেকটা পরিচয় আপনার পোস্টে তুলে ধরেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো ভাই।

 3 years ago (edited)

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আপনার ছবিগুলো দেখে আমার পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল ।আমি বেশ কিছু বছর আগে গিয়েছিলাম মুজিবনগর পিকনিক করতে ।আপনার প্রতিটি ছবির প্রতিটি জায়গা আমার চোখের সামনে ভাসছে। পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59241.52
ETH 2989.75
USDT 1.00
SBD 3.71