প্রতিযোগিতা-৪০_ বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি |
১০শ্রাবণ , ১৪৩০ বঙ্গাব্দ
২৫জুলাই , ২০২৩ খ্রিস্টাব্দ
০৬মহররম ১৪৪৫ হিজরী
মঙ্গলবার।
বর্ষাকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
📸
আমার বাংলা ব্লগ ছোট্ট একটি নাম ।কয়েকটা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে লেখা ।অথচ এর সাথে জড়িয়ে রয়েছে হাজারো স্মরণীয় স্মৃতি ও কথা। মন খুলে লিখতে পারছি বাংলা ভাষায়। এটাই সবথেকে বড় পাওয়া। নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারছি বিভিন্নভাবে। প্রতিদিন কিছু ভালো ভালো পোস্ট পড়া হচ্ছে যার মাধ্যমে উপকৃত হচ্ছি। বিকশিত হচ্ছে আমাদের জ্ঞান। ভালোলাগা খারাপ লাগা অন্যের ভালো মন্দ নিয়েও লেখালেখি করতে পারছি। তাছাড়া আমাদের নিজের জীবনের স্মরণীয় স্মৃতি গল্প ছবি সবকিছু তুলে ধরে রাখতে পারছি। তাছাড়া এখানে রয়েছে বড় ভাই আপুর মত কিছু আপনজন। আরো আছে ছোট ভাই বোনের মত পরিচিত অপরিচিত অনেকেই। এতগুলো পরিচিত মুখ অথচ সামনাসামনি কখনো দেখা হয়নি তারপরও মনে হয় যেন কত দিনের সম্পর্ক আর কত আপন। আমার বাংলা মূলক প্রতিনিয়তই নেতিবাচক চিন্তা-ভাবনা করে। এবার কনটেস্টের আয়োজন করা হয়েছে বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার। আবহাওয়ার যে বিরূপ প্রভাব এখন যে বর্ষাকাল চলছে আসলে বুঝতেই পারছি না। তবে ফটোগ্রাফি তো করতে হবে কেননা ফটোগ্রাফিও আমার একটি নেশাতে পরিণত হয়েছে। কনটেস্টের অ্যানাউন্সমেন্ট পেয়েই বেশ কিছু ফটোগ্রাফি সংরক্ষণ করেছি আজ সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। চেষ্টা করেছি আমার ফটোগ্রাফির মাধ্যমে বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
নদীতে মাছ শিকারের দৃশ্য
বর্ষাকাল মানেই আমাদের অঞ্চলের মানুষ যেটা বোঝে, পদ্মা নদী পানিতে ভরে যাবে। শাখা নদী গুলো পানিতে থাকবে ভরপুর। ধরা পড়বে বিভিন্ন রকমের মাছ ধরা ফাঁদে ,বিভিন্ন ধরনের মাছ। সকাল হলে পদ্মা নদীর পাড় এবং আশপাশ রাস্তার মোড় গুলোতে জেলেদের আনাগোনা এবং মাছ কিনা খরিদ্দার এর আনাগোনা থাকে ভরপুর। যে যার মত পছন্দ করে ছোট মাছ বড় মাছ কিনবে। বর্ষাকাল এলে জেলেরা অনেক খুশি থাকে। সকাল বিকাল মাছ শিকার করে আর সেটি বিক্রি করে অনেক টাকা আয় করে। উপরের ফটোগ্রাফি গুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বর্ষাকালীন সময়ে জেলেদের মাছ শিকারের কিছু দৃশ্য।
অথৈই পানি টলমল করছে নদীতে
নদীতে পানি ভরপুর মানেই সৌন্দর্যরা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবং যার সৌন্দর্য দেখে মুখরিত সবাই। পদ্মা নদীর শাখা নদী দুপাশে মানুষের বসতি আর আবাদি জমি। একপাশ থেকে একপাশে যাওয়ার অন্যতম মাধ্যম নৌকা। নৌকা ছাড়া যেন এখন আর কোন উপায় নেই। হাঁটুরের হাটে যাওয়া শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কৃষি কাজে ব্যস্ত কৃষক এবার থেকে ওপার সবাই ব্যবহার করছেন নৌকা। টলমলে পানির উপর ভাসমান নৌকা যেন সৌন্দর্যের এক পাহাড়। আবার কোথাও নদীর বাঁকে জাল পেতে করা হচ্ছে মাছ শিকার। পদ্মা নদী এবং আশপাশ শাখা নদী গুলো যেন সৌন্দর্যে এখন ভরে উঠেছে।
নদীর বুকে মেঘের রাজ্যের সৌন্দর্য
সময়টা বর্ষাকাল হলেও কিন্তু আবহাওয়াটা কিছুটা গ্রীষ্মকাল এবং সৌন্দর্যটা শরৎকালের। বৃষ্টির দেখা নেই প্রায় একমাস আমাদের অঞ্চলে। নদীর পানিও তেমন বাড়ছে না ।ধীরে ধীরে পানিতে ভরছে এবার নদীটা। নদীর এক পাশ থেকে তাকালে অন্য পাশ যেমন অদেখা মনে হয়। তেমনি নীল আকাশের বুকে ভেসে বেড়ানোর সাদা মেঘের ভেলা নদীর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুনে। ফটোগ্রাফি গুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন উপরের আকাশ টলমলে পানির উপর পড়ে মনে হচ্ছে যেন পানি থেকে জেগে ওঠা এক মেঘের রাজ্য। আবার নদীর অদূরে তাকালে মনে হবে এই বুঝি নদীর ভিতর থেকে উড়ে আসছে মেঘগুলো। আসলে এটা হওয়ার কথা ছিল শরৎকালের সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করছি এটা বর্ষাকালে। নদীর যেমন রয়েছে বিশালতা আকাশের রয়েছে তেমন প্রশস্ততা ।দুইয়ের সৌন্দর্য একত্র করলে এক মায়াবী রূপের মিলন মেলা দেখা মেলে।
সাঁতার দিয়ে নদী পারাপারের দৃশ্য
যেখানে নদীর প্রশস্ততা কম সেখানে মানুষ সাতার দিয়ে নদী পার হয়ে যায়। উপরের ফটোগ্রাফি গুলোতে আপনাদেরকে দেখিয়েছি বর্ষার সময় মানুষ গরু মহিষ কিভাবে সাঁতার দিয়ে নদী পার হয় তার কিছু দৃশ্য। সেই সকালে রাখাল গরু নিয়ে নদী পার হয়ে চলে গিয়েছিল মাঠে আর শেষ বেলা ফিরছে গরু গুলোকে নিয়ে সাঁতার কেটে।
মাছ ও ফড়ি
বর্ষাকাল এলে পানিতে যেমন চারিপাশ থই থই করে তেমনি পানির সাথে বিভিন্ন রকমের মাছের আনাগোনা ঘটে। তেমনি নদীর পাড়ে দেখা মিলবে হরেক রকমের ফড়িং এর। প্রথম ফটোটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন পানির ভিতরে এক ঝাঁক মাছের পোনা সাথে বড় একটি টাকি মাছের দৃশ্য। এবং অপর ফটোতে দেখানোর চেষ্টা করেছি নদীর ভিতর একটি কাঠির উপর বসে থাকা ফড়িং এর সৌন্দর্য।
বৃষ্টির পানিতে গোসল
দৃশ্যটি দেখে আমার মত হয়তো আপনাদেরও ফিরে যেতে ইচ্ছে করবে ফেলে আসা সেই শৈশবে। শৈশব কৈশোর বয়সে এরকম বৃষ্টি হলে স্কুল মাঠে অথবা বাড়ির উঠানে কত নাচানাচি আর গড়াগড়ি করেছি। যত সময় বৃষ্টি হয়েছে তত সময় গোসল করেছি। অনেক সময় মায়ের কাছে বকুনি শুনেছি ।মায়ের হাতের লাঠি দেখে দৌড়ানি দিয়েছি। বাচ্চাদের গোসল করার দৃশ্য তাই ফ্রেমবন্দী করে আজ আপনাদের মাঝে তুলে ধরলাম।
বর্ষাকালে ফুলের সৌন্দর্য
বর্ষাকাল এলে গাছগুলো যেমন সজীবতায় ভরপুর হয়ে যায় তেমনি ফুলগুলো ফুটে বড় বড় যার সৌন্দর্য দেখে প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাই। তাছাড়া ফুলের উপর জমে থাকা বৃষ্টির পানির ফোঁটা যেন এর সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দেয়। যদিও জবা ফুল বারোমাসি ফোটে কিন্তু বর্ষা এলে এই ফুলগুলো ফুটে গাছ ভরে যায় যা অন্যান্য সময় দেখা যায় না এতটা। বর্ষা এলে হাসনাহেনা গাছে ফুল ফুটে ভরে যায় ।যার সুঘ্রানে প্রতিনিয়ত মুগ্ধ হয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে থাকি। তাছাড়া ঝোপে ঝাড়ে এবং রাস্তার পাশে এক ধরনের ছোট ছোট ফুল বর্ষাকালে ফুটে থাকে। লাল এবং হলুদ রঙের। তবে এই ফুলে প্রচুর পরিমাণে মধু থাকে। যার জন্য প্রজাপতি মৌমাছি এবং ভোমরার আনাগোনা খুব করে লক্ষ্য করা যায়। তেমন কিছু সৌন্দর্য উপরের ফটোগ্রাফিতে আপনারা উপভোগ করতে পারছেন।
*গত কয়েকদিন আগে সন্ধ্যা বেলায় অফিস থেকে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে আটকা পড়ে যায় বাজারের মধ্যে। হঠাৎ করে ঝুম ঝুম বৃষ্টি উত্তপ্ত আবহাওয়াকে ঠান্ডা করে দিল। মনে লাগলো এক অন্যরকম পরশ। বৃষ্টির আমেজে মনটা হয়ে গেল ফুরফুরে। এত সুন্দর সময় অতিবাহিত করছিলাম যতসময় বৃষ্টি হয়েছে আসলে সেটা বলে বোঝাতে পারবো না। কেননা বৃষ্টি তো এখন বর্ষাকালেও সোনার হরিণ। লাইটের আলোতে বৃষ্টির ফোঁটা গুলো যেন চিকচিক করছে। চারিপাশ ছিমছাম নিরবতা শুধু বৃষ্টির ঝুম ঝুম আওয়াজ। এক মুহূর্তের মধ্যে পথের মানুষগুলো জড়িয়ে উঠে পড়েছে ঘরের মধ্যে। যাহোক বৃষ্টি নেই উত্তপ্ত আবহাওয়া শরৎকালের সৌন্দর্যটাই বেশি উপভোগ করছি। তারপরেও চেষ্টা করেছি এই সময়কার সৌন্দর্যগুলো ফ্রেমবন্দি করে তুলে ধরার। আশা করছি আমার ফ্রেমবন্দি করা ফটোগ্রাফির সৌন্দর্যগুলো আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন।
পোষ্টের বিবরণ
বিভাগ | ফটোগ্রাফি |
---|---|
বিষয় | বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি । |
ক্যামেরা | canon600d - Lens 75-300mnKit lens |
পোস্টের কারিগর | @litonali |
অবস্থান | পদ্মার পাড় _খোকসা, কুষ্টিয়া । |
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
ভাইয়া তো ফটোগ্রাফি দিয়ে একেবারে ফাটিয়ে দিয়েছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে ।দেখার মত ছিল ,মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো। আশা করি আপনি সেরা প্রতিযোগীদের একজন হবেন ।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
আসলে আপু আপনাদের ভালো লাগার মধ্য দিয়েই আমার ফটোগ্রাফির সার্থকতাকে খুঁজে পাই।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আরে বাপরে বাপ এত সুন্দর সুন্দর বর্ষাকালীন দৃশ্য!আই এম তো অবাক। চোখ তো অন্য জায়গায় সরানো যাচ্ছে না ভাইয়া। কি করে করলেন এত সুন্দর ফটোগ্রাফি? এত এত ফটোগ্রাফি , তাও আবার বাংলাদেশের অপরূপ বৈচিত্র্যের। শুভকামনা রইল ভাই আপনার প্রতি।
ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পড়ে সত্যিই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লেগেছে।
twitter
ওয়াও এক কথায় জাস্ট অসাধারণ ছিল আপনার তোলা ফটোগ্রাফি। ফটোগ্রাফি দেখলে আমার মনটাই একেবারে ভরে যায়। আর ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকতে। আপনার ফটোগ্রাফি গুলো দেখেও আমার অনেক বেশি ভালো লেগেছে ভাই। খুব সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন। অনেক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে। সব মিলিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালোই লাগলো।
চেষ্টা করেছি দু তিন দিন ধরে ঘোরাঘুরি করে ভালো দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তোমার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। সবগুলো ফটোগ্রাফির সৌন্দর্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাদের ভাল লাগার মধ্যেই আমার সার্থকতা।
ধন্যবাদ আপনাকে গোছালো মন্তব্য করার জন্য।
বর্ষাকালে প্রকৃতি নতুনভাবে সেজে উঠে। আর প্রকৃতির সেই সুন্দর সাজ দেখে অনেক ভালো লাগে। ভাইয়া আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দারুণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
বর্ষা এলে প্রকৃতি নতুন ভাবে সেজে ওঠে কিন্তু এবার আর সেটার দেখা পেলাম না।
এখন মনে হয় গ্রীষ্মকাল অথবা শরৎকাল অতিবাহিত করছি আমরা।
প্রথমেই আপনাকে ধন্যবাদ সুন্দর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার মাধ্যমে বর্ষাকালের সুন্দর সুন্দর দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পাচ্ছি। এক কথায় জাস্ট অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো। আশা করছি ভালো কিছু করবেন। ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে আপনার ভালো লেগেছে সত্যিই জেনে অনেক খুশি হলাম।
ধন্যবাদ ভাইয়া।
ওয়াও! আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না ভাই। অপলক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম প্রতিটি ফটোগ্রাফির দিকে। অপরুপ সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা বেশ ভালো এটা বলতেই হয়। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া সুন্দর করে বুঝিয়ে উৎসাহ দেওয়ার জন্য ।আসলে চেষ্টা করে যাচ্ছে ভালো ফটোগ্রাফি করার জন্য।