||DIY PROJECT||"এসো নিজে করি"রঙ্গিন কাগজ দিয়ে স্কুল ব্যাগ তৈরী || ১০% প্রিয় 🦊 লাজুক খ্যাঁক এর জন্য
♨️"সৃজনশীলতাই শক্তি"♨️
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই। আশাকরি আপনারা সবাই ভালো আছেন। ভালো লাগে নতুন কিছু তৈরী করতে।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো "রঙ্গিন কাগজ দিয়ে স্কুল ব্যাগ তৈরীর সহজ উপায়" আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
↘️ চলুন শুরু করা যাক ↙️
↘️✂️ প্রয়োজনীয় উপকরণ ✂️↙️
যা যা প্রয়োজন:-
- এচার মাপের রঙিন কাগজ
- কাঁচি ✂️
- পেন্সিল ✏️
- গাম
- সুপার গুলুগুলু
- সাইন পেন
👇স্কুল ব্যাগ তৈরীর প্রস্তুত প্রনালী👇
ধাপ নং:-০১
আমি প্রথমে একটা হলুদ রঙ্গিন কাগজ নিয়েছি। পরে আমি কাগজটিকে ২০সে.মি.করে চতুর্দিকে কেটে নিয়েছি। এখন আমি কাগজ টিকে ভাঁজ করে নিলাম।
ধাপ নং:-০২
এখন আমি কাগজ টিকে ঘুরিয়ে নিলাম। এখন আমি ছোট ছোট করে কাগজটিকে ভাঁজ করে নিলাম। এখন আমি আবার ও কাগজিকে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে আমি ভাঁজ গুলো বের করে নিলাম। এখন আমি এটাকে রেখে দিলাম।
ধাপ নং:-০৩
আমি ব্যাগটি কে পেয়েছি নেয়ার জন্য একই ভাবে আর একটি ২০সে.মি.কাগজ নিলাম। আবারও ভাঁজ দিলাম। ছোট ছোট করে। আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে।
ধাপ নং:-০৪
আমার ভাজটা হয়ে গেছে আমি এখন আগে যেটাকে রেখে দিঢয়েছি সেটার সাথে আমি এখন জোড়া দিয়ে দিবো। আমার জোড়া দেওয়া হয়ে গেলো।
ধাপ নং:-০৫
আমি এখন ব্যাগটির সামনে একটি কাগজ দিয়ে ডিজাইন করলাম। এখন আমি ব্যাগের বেল গুলোকে বানিয়ে নিয়ে লাগিয়ে দিলাম। আমার লাগানো হয়ে গেলো। এখন আমি ব্যাগটির চাকা লাগিয়ে দিলাম।
ধাপ নং:-০৬
সব কিছু শেষ এখন আমার রঙ্গিন কাগজ দিয়ে স্কুল ব্যাগ তৈরী হয়ে গেলো।
আপনাদের সবাইকে আমি স্কুল ব্যাগ উপহার দিলাম। আমার রঙ্গিন কাগজ দিয়ে স্কুল ব্যাগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, আপনাদের মাঝে আবারও হাজির হবো নতুন আর একটি ব্লগ নিয়ে।আপনাদের সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই কামনাই করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম খোদা হাফেজ ❤️
📸ছবির-তথ্য🗒️
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডিভাইজ | ভিভো ওয়াই১২এ |
বিষয় | রঙ্গিন কাগজ দিয়ে স্কুল ব্যাগ তৈরী |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💖ধন্যবাদ💖
💖ধন্যবাদ💖
ডাই প্রজেক্ট আমাদের মাঝে নিত্য নতুন জিনিস বানানোর জন্য সহায়তা প্রদান করছে। তেমনি ভাবে আমরা বিভিন্ন জিনিস নিজেও অন্যদের থেকে দেখতে পাচ্ছি ও করতে পারছি।
ঠিক বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে
ভাই আপনার পোস্ট করা অনেক সুন্দর হয় ।আপনার পোস্ট দেখে সত্যিই আমি অনেক কিছু শিখতে পেরেছি ।কি সুন্দর করে পোস্ট সাজিয়েছেন এবং এক এক করে খুব সুন্দর করে আপনি আপনার নিজের করার কাজটি উপস্থাপন করেছেন আমাদের মাঝে ।অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় ভাইজান❤️❤️❤️❤️
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
আপনার বানানো কাগজের স্কুল ব্যাগ গুলো অসাধারণ হয়েছে। ব্যাগ গুলো অনেক কিউট লাগছে। আপনার পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে আমারও কিছু বানানোর ইচ্ছা হয়েছে ইনশাআল্লাহ ট্রাই করবো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অবশ্যই চেষ্টা করবেন আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
আপনি ভাল কাজ করেছেন এবং মানুষের পক্ষে এটি শেখা খুব সহজ, এবং আমি সত্যিই এটি পছন্দ করি।
আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
আপনার বানানো কাগজের স্কুল ব্যাগ গুলো অসাধারণ হয়েছে। ব্যাগ গুলো অনেক কিউট লাগছে দেখতে ।অভিন্দন ভাইয়া।
ধন্যবাদ আপনাকে
ভাইয়া কি বলব সত্যিই অনেক সুন্দর স্কুল ব্যাগ বানিয়েছেন। আপনার বারানসি স্কুলে একটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এরকম এক সময় ছোট ব্যাগ নিয়ে স্কুলে যেতাম আর দুইমাস না হইতেই নষ্ট করে ফেলতাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া
ধন্যবাদ ভাইয়া,
দারুণ হয়েছে স্কুল ব্যাগগুলো।আমার কাছে সত্যিকারের ব্যাগের মতো লাগছে।সুন্দর বানিয়েছেন ভাইয়া কাগজ দিয়ে ব্যাগ।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে আপু
আপনার রঙিন কাগজের তৈরি ব্যাগটি অনেক সুন্দর হয়েছেএবং আপনার ব্যাগ তৈরীর ধাপগুলো অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
অসাধারণ হয়েছে আপনার স্কুল ব্যাগ গুলো। রঙিন কাগজ দিয়ে এতো সুন্দর করেছেন সত্যি অসাধারণ হয়েছে।ধন্যবাদ
স্কুল ব্যাগটা সুন্দর বানিয়েছেন ভাই। আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা নিবেন ভাই
ধন্যবাদ আপনাকে ভাইয়া