আমার মনোনয়ন :- The Steemit Awards-2023 by,@limon88
The Steemit Awards-2023 |
---|
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি পোস্ট লিখবো। আজকে আমি স্টিমিট অ্যাওয়ার্ড ২০২৩ এর জন্য আমার মনোনয়ন জবা দিবো। আশাকরি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্য এই বিষয়ে পোস্ট লিখবেন। আশাকরি আজকের পোস্ট আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
Best Contributor to the Community: @rme
আমার প্রথম মনোনয়ন Steemit Best Contributor to the Community. আমি আজকে যে মানুষটিকে নিয়ে লিখতে চলেছি। সেই মানুষটির শুধু যে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সীমাবদ্ধ রয়েছে তাই নয় তার
ভাবনার আজ স্টিমিটকে অনেকাংশে এক ছাতার তলায় চলে এসেছে। আশাকরি আপনারা বুঝতেই পেরেছেন আমি কার কথা বলতে চলেছি। সে আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের প্রিয় @rme দাদা। দাদাকে স্টিমিট প্লাটফর্মের কম বেশি সব মানুষ চিনেন। দাদাকে আমি আমার এ বছরের Steemit Awards-2023 এ Best Contributor to the Community বিভাগে দাদাকে আমি মনোনয়ন করবো। দাদা শুধু আমার বাংলা ব্লগ কমিউনিটি চালু করে থেমে থাকেননি। আরো তিনি বিভিন্ন ধরণের কমিউনিটি চালু করেছেন।
- Steem Alliance.
- Beauty of Creativity.
- STEEM WATCHER.
- Tron Fan Club.
- Steem Dev.
এর পরে দাদা অনেক টাকা বিনিয়োগ করেছেন। এবং আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য #banglawitness চালু করেছেন। এবং আমরা যারা স্টিমিট প্লাটফর্মে কাজ করছি। তাদের জন্য চমৎকার একটি মোবাইল অ্যাপস তৈরি করেছেন যার নাম হচ্ছে #SteemPro. অনেক সময় স্টিমিটের সার্ভার সমস্যা হয়ে থাকে এজন্য যাতে করে আমাদের পোস্ট করতে এবং বিভিন্ন ধরণের কাজ করতে সমস্যা না হয়। এই বিষয়ে চিন্তা ভাবনা করে দাদা অ্যাপস তৈরি করেছেন। সত্যি দাদার এধরনের উদ্যোগ গুলোকে সব সময়ই সাধুবাদ জানাই। এবং সকল উদ্যোগ গুলোর সাথে থাকতে পেরে নিজের কাছে ভীষণ ভালো লাগে। দাদার আরো নতুন নতুন উদ্যোগ রয়েছে। আশাকরি দাদা এভাবে স্টিমিট প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
Best Community: @amarbanglablog
আমার দ্বিতীয় মনোনয়ন Steemit Best Community. আমার দেখা বাংলা ভাষাভাষী কোন কমিউনিটি ছিলো না। আমার বাংলা ব্লগ কমিউনিটি থাকার কারনে নিজের মাতৃভাষায় ব্লগিং করতে পেরে সত্যি আমি খুশি। আজকে আমরা যারা বাংলা ভাষার মাধ্যমে ব্লগিং করে চলেছি শুধু মাত্র @rme দাদার চমৎকার উদ্যোগ এর ফলে। না হলে হয়তো নিজের মাতৃভাষা নিয়ে ব্লগিং করতে পারতাম না। আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে ৭ হাজার। আমার বাংলা ব্লগ কমিউনিটি ১ নাম্বার rank এ রয়েছে। এবং প্রতিনিয়ত এক্টিভ ১৫০ জন এর বেশি মেম্বার বাংলা ভাষায় ব্লগিং করে চলেছেন।
আমার বাংলা ব্লগ শুধু একটি কমিউনিটি নয় বাঙালিদের জন্য আলাদা একটি পৃথিবী। আমার বাংলা ব্লগ হচ্ছে একটি পরিবারের মতো। আমি একজন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য হতে পেরে গর্বিত। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্যদের পোস্ট এর মান এবং কোয়ালিটি দেখে সাপোর্ট দেওয়া হয়ে থাকে। shy-fox, amarbanglablog, abb-school এবং দাদার একাউন্ট থেকেও কমিউনিটির সকল সদস্যদের পোস্টে সাপোর্ট দেওয়া হয়ে থাকে।
abb-school:- দাদার একটা চমৎকার উদ্যোগ। @abb-school এর মাধ্যমে নতুন সদস্যদের কে ক্লাসের মাধ্যমে স্টিমিট এর সকল খুঁটিনাটি বিষয়ে সচ্চ ধারনা দেওয়া হয়। যাতে করে নতুন সদস্যদের স্টিমিট জার্নি ভালো হয়।
abb-fun:- দাদার একটা চমৎকার উদ্যোগ। এই @abb-fun উদ্যোগ এর মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজার প্রতিনিয়ত কবিতা লেখা শিখতেছেন। এবং ফ্যান করে আর্ন করছেন।
abb-charity:- দাদার একটা চমৎকার উদ্যোগ। @abb-charity আমার বাংলা ব্লগ কমিউনিটির একটা ফ্যান্ড একাউন্ট। এর মাধ্যমে অনেক ধরনের আমার বাংলা ব্লগ ভেরিফাইড সদস্যদের কে সহযোগিতা করা হয়েছে। @rme দাদা যে একজন মহৎ ব্যাক্তি এবং অনেক বড় মনের একজন মানুষ তার এই উদ্যোগটি প্রামান। দাদার কাছে আমরা সকলেই কৃতজ্ঞ।
Future Articles :- দাদার একটা চমৎকার উদ্যোগ। আমার বাংলা ব্লগ কমিউনিটির পোস্ট গুলো থেকে প্রতিদিনের একটি সেরা পোস্ট @Future Articles এ পোস্ট করা হয়। এবং এর মাধ্যমে ও সাপোর্ট দেওয়া হয়।
Active and Super Active List: আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি টিম রয়েছে। প্রতিটা ইউজারের পোস্ট এবং কমেন্ট এর কোয়ালিটি দেখে এক্টিভ এবং সুপার এক্টিভ লিষ্ট তৈরি করা হয়। আর এই এক্টিভ এবং সুপার এক্টিভ লিষ্ট দেখে সকল ইউজারদের কে সাপোর্ট দেওয়া হয়।
- Blogger of the week:- আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা খুব ভালো কাজ করেন। যারা ভালো কাজ করে যাচ্ছেন। তাদের কে একটু ভালো সাপোর্ট দেওয়া জন্য দাদার চমৎকার একটি উদ্যোগ হচ্ছে Blogger of the week. সকল ইউজার থেকে সপ্তাহে সেরা তিনজন ইউজার বাছাই করা হয়। এবং তাদের জন্য সাপোর্ট এর ব্যবস্তা রয়েছে।
Founder Choice:- আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার rme দাদা। তিনি প্রতি সপ্তাহে একজন ইউজারের পোস্ট দেখে যাচাই বাছাই করে #Founder Choice করেন। এর মাধ্যমে ও ইউজারদের কে সাপোর্ট দেওয়া হয়।
রবিবারের আড্ডা:- রবিবারের আড্ডার মাধ্যমে প্রতি সপ্তাহে একজন করে ইউজার কে অতিথি হিসেবে ডাকা হয়। এবং সেই ইউজারের সাথে অনেক সুন্দর ভাবে মজা এবং আড্ডা দেওয়ার অবস্থা হয়েছে। এই বিষয়টি আমার কাছে ভীষণ ভালো লাগে।
সাপ্তাহিক হ্যাংআউট:- আমার বাংলা ব্লগ মানেই হচ্ছে নতুন কিছু। ডিসকর্ডের মাধ্যমে সাপ্তাহিক হ্যাংআউট করা হয়। ডিসকর্ড হচ্ছে আমার বাংলা ব্লগ পরিবারের প্রান। সাপ্তাহিক হ্যাংআউট এর মাধ্যমে সবার সাথে কমিউনিকেশন এর ব্যবস্তা রয়েছে। সাপ্তাহিক হ্যাংআউট এর মাধ্যমে প্রতিটি ইউজারের কাজের সব কিছু বলা হয়। এবং এখানে কুইজ এবং সর্বশেষে অনেক সুন্দর বিনোদন এর ব্যবস্থা রয়েছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজার গান এবং কবিতা আবৃত্তি করেন। এই বিষয়টি ও ভীষণ ভালো লাগে।
সেই সৌজন্যে আমার বাংলা ব্লগ আরও শীর্ষে উঠে এসেছে। এসব কিছুই সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা rme দাদার জন্য।
Best Author: @hafizullah
আমার বাংলা ব্লগ কমিউনিটির আমরা সকল ইউজার নিজের সেরাটা দিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছি। তার মধ্যে আমিও একজন আমার সাধ্যমত কাজ করে চলেছি। আমার যানা মতে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করা অবস্থায় কখনো কোন দিন পোস্ট করা মিস্ করিনি। আমার বাংলা ব্লগ আমাদের সকলের প্রিয় কমিউনিটি। আমার বাংলা ব্লগ পরিবারের সাথে এক মুহূর্ত থাকতে না পারলে ভীষণ খারাপ লাগে। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে থাকবো। আমাদের প্রত্যেকের ভালো লাগার একজন মানুষ হচ্ছেন @hafizullah ভাইয়া। ভাইয়ার পোস্ট গুলো সব সময়ই ব্যতিক্রম হয়ে থাকে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার মতো আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজারের কাছে ভালো লাগে। তিনি হচ্ছেন একজন লেখক, শিক্ষক এবং কমিউনিটির এডমিন। তিনি তার সৃজনশীল লেখার পাশাপাশি কমিউনিটির গতিশীল ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা তৈরি করেন। এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার লেখা এবং পোস্ট এর মাধ্যমে আমরা প্রতিনিয়ত অনেক কিছুই শিখতেছি। আমি তাকে সেরা লেখক হিসেবে মনোনীত করলাম।
আমার আজকের পোস্ট টি ভীষণ গুরুত্বপূর্ণ। আমি সকালে ঘুম থেকে উঠে পোস্টটি আমার সাধ্যমত লেখার চেষ্টা করেছি এবং আমি আজকে ভীষণ খুশি। কারন আমি স্টিমিট অ্যাওয়ার্ড- ২০২৩ এ আমার মনোনয়ন জমা দিতে পেরেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার মনোনীত প্রতিটি বিষয়ের আমি আমার নিজের মতো করে যুক্তি তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশাকরি বিষয়টি #steemit টিম ভালো করে যাচাই বাছাই করবেন। সত্যি বলতে আমরা সকলেই অধীর আগ্রহে সেই নাম গুলো শোনার অপেক্ষায় রয়েছি। যারা আসলেই সত্যি পুরুষ্কার পাওয়ার যোগ্য বলে মনে করি। আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
অনেক ধন্যবাদ ভাই, আমি সব সময় আপনাদের মতোই একজন হিসিবে নিজেকে চিন্তা করি। আপনাদের ভালোবাসা এবং উৎসাহ সর্বদা আমাকে অনুপ্রাণীত করে। দাদার সান্নিধ্য কিংবা আমার বাংলা ব্লগ ছাড়া আমি অন্ধকারাচ্ছন্ন।
আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন ভাইয়া।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/HouqeLimon/status/1733036120479568209?t=dwxaHTqtH8-uNgl3zdeYZA&s=19
অনেক ধন্যবাদ লিমন নমিনেশন পোস্টটি করার জন্য।
সত্যিই আমার বাংলা ব্লগ শুধুমাত্র একটি কমিউনিটি নয় বরং বাঙালিদের জন্য আলাদা পৃথিবী। নিঃসন্দেহে আমার বাংলা ব্লগ সেরা কমিউনিটি স্বীকৃতি পাওয়ার দাবিদার।
rme দাদা বেশ কন্ট্রিবিউটর কারন তিনি প্রতিনিয়ত স্টিমিট এবং আমার বাংলা ব্লগকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তাছাড়াও তিনি স্টিমিটের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে চলেছেন।
চেষ্টা করেছি নিজের মতো করে লেখার। চমৎকার কিছু কথা লিখেছেন। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
আসলেই ভাই দাদা বেস্ট কন্ট্রিবিউটর হওয়ার যোগ্যতা রাখে। এই স্টিমিটের ডেভলপমেন্ট এর জন্য অনেক প্রজেক্ট তিনি করছেন এবং সামনে আরও আসবে। তবে ভাইয়া Future না হয়ে Feature article হবে যেখানে প্রতিদিন বেস্ট পোস্টগুলো সিলেকশন করা হয়। আর হাফিজ ভাই বরাবরই একজন ভালো লেখক।
মনোনয়ন পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি এই কমিউনিটি ও এই কমিউনিটির পেছনে যে মানুষটির এতো অবদান তা চমৎকার ভাবে তুলে ধরেছেন। সত্যি কথা বলতে স্টিমিট সম্প্রদায়ে বাংলা ভাষাকে সুন্দর ভাবে প্রতিষ্ঠিত করার জন্য দাদার এই অবদান সত্যি ই খুব প্রশংসনীয়।এতো সুন্দর কমিউনিটি আর দক্ষ এই মানুষটিকে #steemit সম্প্রদায় মূল্যায়ন করবে এমনটাই আমরা সকলে প্রত্যাশা করি।
ঠিক বলেছেন আপু অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাই মনোনয়ন পোস্টটি শেয়ার করার জন্য। আমার বাংলা ব্লগ কমিউনিটির পেছনে যার অবদান সবচেয়ে বেশি সেই আমাদের প্রিয় দাদার কথা তুলে ধরেছেন জেনে অনেক ভালো লাগলো। বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আসলেই দাদার অবদানের কোন তুলনা নেই। দাদার জন্যই আমরা এত সুন্দর একটি কমিউনিটি পেয়েছি। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
জি আপু দাদার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারতেছি। অনেক ধন্যবাদ আপনাকে।