লাইফ স্টাইল:)- ব্লুটুথ হেডফোন T13Pro কেনার অনূভুতি।
"আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম" |
---|
শুভ সকাল 🌅
হ্যালো #amarbanglablog পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। ব্লুটুথ হেডফোন T13Pro কেনার অনূভুতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
কিছুদিন আগে বেশ গরম ছিলো। তবে এখন আল্লাহর রহমতে কয়েক দিন থেকে বৃষ্টি হচ্ছে। বলতে গেলে আবহাওয়া এখন খুব ভালো। আর আবহাওয়া ভালো থাকলে নিজের কাছে ও ভালো লাগে। মাঝে মধ্যে প্রয়োজনীয় জিনিস গুলো কিনতে ভীষণ ভালো লাগে। এই তো সেদিন আমার বাসার ফোনের জন্য একটা চার্জার কিনতে বাজারে গিয়েছিলাম আমার এক পরিচিত বন্ধুর দোকানে। ভালো দেখে একটা চার্জার নিলাম। কারন হচ্ছে ভালো মানের চার্জার না হলে ফোনে চার্জ হতে অনেক বেশি সময় লাগে আর ফোনের চার্জ টিকে না।
চার্জার নেওয়ার পর হঠাৎ করে ব্লুটুথ হেডফোন কেনার আগ্রহ হলো। কারন হচ্ছে বাসায় যে হেডফোন রয়েছে সেটা মাঝে মধ্যে সমস্যা করে। এর পরে আমার বন্ধুকে বললাম নতুন একটা ব্লুটুথ হেডফোন দেওয়ার জন্য। এর পরে সে awei কোম্পানির একটি ব্লুটুথ হেডফোন দেখালো নতুন মডেলের মধ্যে T13Pro. awei কোম্পানির ব্লুটুথ হেডফোন গুলো আমার কাছে ভালো লাগে। এর আগেও আমি একটা ব্যবহার করেছিলাম বেশ ভালো সার্ভিস দিয়েছে। এর পরে আমি ব্লুটুথ হেডফোন ফোনে কানেক্ট করে চেক করতে লাগলাম। চেক করার পর আমার কাছে ভালো লেগেছে। এর পরে সে বললো দোস্ত কোন টেনশন না করে নিয়ে নে কোন সমস্যা হলে আমি আছি। এর পরে আর কোন কথা না বলে নিয়ে নিলাম। ব্লুটুথ হেডফোনটির বিক্রি দাম হচ্ছে ১২০০ টাকা। আমি নিয়েছি ৮৫০ টাকা দিয়ে কম লাভ দিয়ে নিয়েছিলাম।
এর পরে বেশ কয়েকদিন ব্লুটুথ হেডফোন T13Pro ব্যবহার করলাম। আমার কাছে সব দিক দিয়ে পারফেক্ট মনে হয়েছে। আজকে আপনাদের মাঝে রিভিউ আকারে পোস্ট করলাম। অনেকেই আছেন ব্লুটুথ হেডফোন নিতে চাচ্ছেন। অল্প টাকায় বেশ ভালো মানের ব্লুটুথ হেডফোন। আপনারা চাইলে এটা নিতে পারেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আমি আমার মতো করে পোস্টটি সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইজ | realme 9 |
বিষয় | ব্লুটুথ হেডফোন T13Pro কেনার অনূভুতি। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
আরে বাহ্ আপনি তো দেখছি খুব সুন্দর দেখতে একটা ব্লুটুথ হেডফোন কিনেছেন। ব্লুটুথ টা দেখেই বুঝতে পারতেছি সব দিক দিয়েই পারফেক্ট ছিল। আমার তো দারুন লেগেছে একেবারে আপনার কেনা এই ব্লুটুথ হেডফোন। আশা করছি অনেকদিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। দামও কিন্তু ভালোই ছিল। বারোশো টাকার ব্লুটুথ হেডফোন হলেও ৮৫০ টাকা দিয়ে কিনেই ভালো করলেন। ব্লুটুথ হেডফোন কেনার অনুভূতিটা এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে।
https://twitter.com/HouqeLimon/status/1789824941937893408?t=kDTXif3LQXFPsiOBvrZE7w&s=19
ব্লুটুথ হেডফোন T13Pro কেনার অনূভুতি দেখে খুবই ভালো লাগলো। আমিও কিছু দিন আগে একটি ব্লুটুথ হেডফোন কিনেছি। আপনার বন্ধু অনেক কম লাভ করেছে আপনার কাছে। ১২০০ টাকার হেডফোন ৮৫০ দিয়ে কেনার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
ঠিক বলেছেন ভাই ভালো চার্জার না হলে ফোনে চার্জ দিতে অনেক সময় লাগে। আর চার্জার কিনতে গিয়ে প্রয়োজনীয় জিনিস ব্লুটুথ হেডফোন নেওয়ার আগ্রহ হলো তাই কিনে ফেললেন। ১২০০ টাকার জিনিসটি ৮৫০ টাকা পেয়ে গেছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দারুন একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।
ভাই আপনার কেনা ব্লুটুথ হেডফোনটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। হেডফোনটা যেমন সুন্দর তেমনি দেখতেও ভালো লাগতেছে। এটার মান নিশ্চয়ই খুব ভালো। হেডফোনটার দাম ১২০০ টাকা হলেও আপনি ৮৫০ টাকা দিয়ে কিনে ভালো করেছেন। এটা কেনার পর নিশ্চয়ই আপনার কাছে অনেক ভালো লাগতেছে। এই ব্লুটুথ হেডফোন কেনার অনুভূতিটা আপনার খুব ভালো ছিল বুঝতেই পারতেছি। আপনি আপনার এই অনুভূতিটাকে এত সুন্দর করে সবার মাঝে তুলে ধরেছেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।
এই ব্লুটুথ হেডফোন টা আমি বেশ কয়েকদিন আগে নিয়েছিলাম। তবে আমি আমার এক ফ্রেন্ড এর মাধ্যমে আনিয়েছিলাম তাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি। আপনার এই হেডফোন কেনার মুহূর্ত দেখে বেশ ভালো লাগলো। তবে আপনি বেশ কম দামেই এটা কিনতে পেরেছেন।
আপু আসলে পরিচিত তাই কম লাভে দিয়েছে ধন্যবাদ আপনাকে আপু।
বিশেষ বিশেষ প্রয়োজনে এই হেডফোন গুলো খুবই দরকার হয়ে থাকে। আজকে আপনি এই ব্লুটুথ হেডফোন কেনার অনুভূতি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আশা করব বেশ ভালো হয়েছে এবং সুন্দর সার্ভিস দিচ্ছে।
হেডফোন এখন নিত্যদিনের সংগী ই বলা চলে৷ এখন মানুষ ব্লুটুথ হেডফোন ই ব্যবহার করে বেশি। ঝামেলাবিহীন ইউজারফ্রেন্ডলি হেডফোন। আর পরিচিত দোকান হওয়ার কারণে মার্কেট প্রাইসের থেকেও বেশ কমেই পেয়েছেন। বেশ জিতেছেন কিন্তু ভাই!
বর্তমানে এই ব্লুটুথ হেডফোন গুলো ভালোই চলছে। প্রায় মানুষ এখন তারের জামেলা থেকে মুক্ত থাকার জন্য এই হেডফোন গুলো ব্যবহার করছে। আমি একটি কিনেছিলাম। ছোট ভাই নিয়ে গেছে। আপনি তাহেল ১২০০ টাকার হেডফোন ৮৫০ টাকা দিয়ে নিয়েছেন। ভালোই হয়েছে। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাই।