নাটক রিভিউ:- বুকের বা পাশে|| অনেক জনপ্রিয় পেয়েছে নাটকটি || ১০% @shy-fox এর জন্য
♨️ আসসালামু-আলাইকুম♨️
নাটক প্রেমিকদের স্বাগতম🥀
আমি@limon88.আল্লাহর রহমতে আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
আমি আজকে আবারও একটি নাটক রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটক বুকের বা পাশে আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করি!
নাটক রিভিউ:-বুকের বা পাশে
নাটকটির তথ্য:-
নাটক | বুকের বা পাশে। |
---|---|
পরিচালক | মিজানুর রহমান আরিয়ান। |
রচনা ও পরিচালনা | মিজানুর রহমান আরিয়ান। |
অভিনয়ে | আরফান নিশো,মেহজাবিন চৌধুরী,লুত্ফুর রহমান,শেলী। |
মুক্তিপায় | ১৯শে জুন ২০১৮ সালে। |
প্রডাক্টেট বাই | এনটিভি। |
ধরন | শিক্ষা মূলক,সামাজিক,পারিবারিক। |
দেশ | বাংলাদেশ 🇧🇩। |
ভাষা | বাংলা। |
দৈর্ঘ্য | ১ঘন্টা ১২মিনিট। |
রিভিউ | @limon88 |
নাটকটির সংক্ষেপে কাহিনী:-
আরফান নিশো ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য গাড়ির টিকিট কাটে। আর এদিকেও মেহজাবিন ও টিকিট কাটে ঈদের ছুটিতে বাড়িতে যাবে। দু'জনের সিট এক জায়গায় পড়ে যায়।
প্রথম অবস্থায় ওদের একটু বুঝতে সমস্যা হয় পড়ে দু'জনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। দুজনে তাদের পরিবারের সদস্যদের নিয়ে কথা বলতে থাকে। একটুর জন্য গাড়ি দাঁড় করান। ঐ সময়ে মেহজাবিন নিচে নামে পানি দিয়ে মুখ পরিষ্কার করতে থাকে।
আর আরফান নিশো দেখে অবাক হয়ে যায় আর তাকিয়ে থাকে। আবারও গাড়ি ছাড়ে। একটু পড়েই রাস্তায় পাশে মেহজাবিন ফুল দেখতে পায়। পড়ে আরফান নিশো তাকে ফুল এনে দেয় সে অনেক খুশি হয়।
আরফান নিশো বাড়ি রূপনগর আর মেহজাবিন এর বাড়ি মায়াতলী। মেহজাবিন আরফান নিশো কে কথা দেয় সে তার পুরো পরিবার কে দেখতে তাদের বাসায় যাবে। এভাবে তারা বাসায় পৌঁছায়। বাসায় গিয়ে মেহজাবিন আরফান নিশো কে ফোন দেয় দিয়ে বলে আমি বাসায় পৌঁছেছি কাল আপনাদের বাসায় আসবো। পরে দিন আরফান নিশো মায়াতলী মোরে দাঁড়িয়ে থাকে মেহজাবিন আসে তাকে নিয়ে আরফান নিশো তার বাসায় আসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়।
মেহজাবিন বাসায় এসে লাল রঙের জামা পড়ে দেখে অনেক সুন্দর লাগে আরফান নিশোর সে আরও বেশি প্রেমে পড়তে শুরু করে পড়ে তাড়া অনেক ঘুরা ঘুরি করে গল্প করে।
আর এভাবেই আবার ও সবাইকে বিদায় জানিয়ে মেহজাবিন তার বাসায় ফিরে আসে। পড়ে মেহজাবিন রাতে আরফান নিশো কে ফোন দিয়ে আগামীকাল তাদের বাসায় আসতে বলে। পড়ের দিন সকালে আরফান নিশো মেহজাবিন এর বাসায় যায়।
মেহজাবিন তার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। মেহজাবিন যখন তার বাবার কাছে আরফান নিশো কে পরিচয় করিয়ে দেন তখন সে তার বাবাকে দেখে ভয়ে কাঁপতে থাকে। পড়ে তারা দু'জনে তাদের বাড়ি ঘুরে দেখে আর আনন্দ করে। দু'জনের ভালোবাসা আরও বাড়তে থাকে। কিন্তু আরফান নিশো যখন তাদের বাসা থেকে আস্তে থাকে তখন মেহজাবিন এর বাবা বলে যে মেহজাবিন এর কয়েক দিন বিয়ে তুমি অবশ্যই আসবে তোমার সব দায়িত্ব থাকলো।
এসময়ে আরফান নিশোর মনটা ভেংগে গুরো হতে থাকলো। ওখান থেকে বাসায় চলে আসে এসে মন খারাপ করে বসে আছে তার মা কথা বললে বলে তার মন খারাপ। পরের দিন সে আবার ফিরে যেতে চায় ঢাকায় মেহজাবিন এর বাবা ফোন করলে তাদের বাড়িতে যায়।
তাকে বাড়ি সাজাতে বলে সে ফুল দিয়ে সাজাতে থাকে ঐসময়ে মেহজাবিন আসে তাকে বলে আপনি কেমন আছেন? ভালো,তাদের কথা হয়। পরে সে তার বাবাকে বলে সে মেহজাবিন কে ভালোবাসে। তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়।
সেদিন রাতে মেহজাবিন এর সাথে দেখা হয় আরফান নিশো বলে সে তাকে ছাড়া ভালো থাকতে পারবেনা। মেহজাবিন তার ভালোর জন্য বললো পারবে সব ঠিক হয়ে যাবে পরে ওখান থেকে চলে আসে আরফান নিশো। মেহজাবিন এর বিয়ে হয়ে যায়।
১বছর পরে মেহজাবিন আরফান নিশো কে দেখে সেই মায়াতলী মোরে সে পাগলের মত দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে তার কাছে যায়।
রূপনগর মানসিক হাসপাতালে সে আবারো ওখানে যায়। গিয়ে তাকে দেখে কাঁদতে কাঁদতে চলে আসে। পরিচালক এখানেই নাটকটি শেষ করেন।
নাটকটি থেকে শিক্ষা:-
নাটকটিতে দুজন দুজনকে ভালোবাসার পড়েও তাদের পরিবারের ভয়ে তারা তাদের ভালোবাসা কে বিসর্জন দিলো। এভাবেই সমাজের বুকে হাজার ও ভালোবাসার গল্প চাপা পরে আছে। অসংখ্য ধন্যবাদ পরিচালক মিজানুর রহমান আরিয়ান স্যার কে অনেক সুন্দর ভাবে নাটকটি তৈরী করেছেন।
ব্যাক্তিগত মতামত:-
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বুকের বা পাশে নাটকটিতে জুটি বেঁধে অসাধারন অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। নাটকটি দেখে অনেক ভালো লেগেছে। ২৬মিলিয়ন ভিউ পেয়েছে ইউটিউবে নাটকটি। আমার মতামত হলো ভালোবাসা কোন ভূল না কিন্তু আমাদের সমাজ ভালোবাসাকে মেনে নেয়। এভাবেই হাজারো জীবন নষ্ট হয়ে যায়। আসলে ভালোবাসার মানুষটিকে না পেলে কত যে কষ্ট শুধু ভালোবাসা মানুষটি জানে। সবাইকে নাটকটি দেখার অনুরোধ রইল আশাকরি সবাই দেখবেন। আর আমার নাটক রিভিউ কেমন হয়ে জানাবেন।
ব্যাক্তিগত রেটিং:-
৯.৫/১০%
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💖ধন্যবাদ💖
💖ধন্যবাদ💖
অনেক সুন্দরভাবে রিভিউ করেছেন ভাইয়া নাটকটি।আমি এটি অবশ্যই দেখবো।ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু
বুকের বা পাশে নাটকটি অনেক বেদনাদায়ক। কারণ প্রিয় মানুষটিকে না পেলে এক প্রকারের পাগল হওয়াটাই স্বাভাবিক। যাইহোক আপনার জন্য প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালোবাসা অবিরাম 💖
জ্বি ভাই অনেক সুন্দর রিভিউ দিয়েছেন। ফ্যামিলির জন্যে ৯০% ভালোবাসা পূর্ণতা পায় না। এটাই তার বাস্তব চিত্র। ধন্যবাদ ভাই
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
নাইস
সত্যি বলতে ভাই এই নাটকটি আমি অনেকবার দেখেছি। যতবারই দেখেছি শুরু থেকেই অনেকটাই ভেতর থেকে কান্না বয়ে আসে। পুরো নাটকটির ভাবমূর্তি আপনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, আপনাকে , অসংখ্য ধন্যবাদ। এই গল্পগুলো অনেকটাই আমার জীবনের সাথে মিলে যায়, আসলেই পরিবারের চাপের কাছে ভালোবাসা মূল্যহীন।।
আপনি ঠিক বলেছেন ভাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা
এই নাটকটি ও আমি দেখেছি খুবই সুন্দর একটি নাটক।ছেলেটার জন্য খুব খারাপ লাগে নাটকের শেষের দিকে।আপনি খুব সুন্দর রিভিউ দিয়েছেন।মনে হল আরেকবার নাটকটি দেখে নিলাম।
চেষ্টা করতেছি আপনার নাটক রিভিউ ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু
অনেক সুন্দর হয়েছে ভাই।
রোমান্টিক একটা নাটক
ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো 🥀
বুকের বা পাশে নাটকটি আমার কাছে সবচেয়ে সুন্দর নাটক ছিল।আফরান নিশোর নাটক গুলোর মধ্যে। সুন্দর নাটকের সুন্দর রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া ভালোবাসা অবিরাম 💖
বুকের বা পাশে নাটকের রিভিউ টা আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বুকের বা পাশে নাটকের গান টা বেশ সুন্দর আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্যে
ধন্যবাদ ভাইয়া
বাহ। পরপর নাটক রিভিউ। দারুন।
আমি নাটকটি দেখিনি তবে তোমার রিভিউ পড়ে এইবার দেখার ইচ্ছে করছে। আমি অবশ্যই দেখবো।
সমাজের কথা ভেবে এসব কাজ করা উচিত না। কোনোভাবেই সমাজকে খুশি রাখা সম্ভব না। ভালোবাসা একটা ব্যক্তিগত ব্যাপার এতে সমাজের কিসের অসুবিধে বুঝি না
আপনি ঠিক বলেছেন ভাই , অবশ্যই দেখবেন, ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো 🥀