ভৌতিক ভূতের গল্প:)- অদৃশ্য ছায়া।

in আমার বাংলা ব্লগlast year (edited)
ভৌতিক ভূতের গল্প:)- অদৃশ্য ছায়া।
"সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা"
Red and Blue Scrapbook Modern Writing Presentation_20240410_093504_0000.jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর একদিন পরে পবিত্র ঈদুল ফিতর। আশাকরি আপনারা সকলেই সবার পরিবার নিয়ে আনন্দ উপভোগ করবেন এই কামনাই করি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ভৌতিক ভূতের গল্প:)- অদৃশ্য ছায়া। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

ঈদের কয়েকদিন আগে অফিস এ অনেক বেশি কাজের চাপ ছিলো। এজন্য ঠিক ভাবে কাজ করতে পারিনি। তবে অফিস ছুটি হয়েছে বেশ বড় একটা ছুটি পাওয়া গেছে। পরিবারের সাথে ভালো সময় উপভোগ করা যাবে। কয়েকদিন আগে অফিস এ বেশ কয়েকদিন রাত ১০ টায় ছুটি হয়। দুইদিন আগে যখন রাত ১০ টায় ছুটি হলো। আমরা সব বন্ধুরা মিলে অফিসের নিচে চলে আসি। তবে হঠাৎ করে আমার এক বন্ধু তার প্রয়োজনীয় একটা জিনিস অফিস রুমে রেখে চলে আসে।

এর পরে সে আমাদের কে রেখে একা অফিস রুমে চলে যায়। বেশ কিছু সময় হয়ে যায় তবে সে আর নিচে ফিরে আসে না। এর পরে বিষয়টি আমাদের কাছে খারাপ লাগে। এর পরে আমরা সবাই মিলে গিয়ে দেখি সে একা দাঁড়িয়ে আছে অফিস রুমের মাঝখানে। তার পরে আমরা গিয়ে তাকে ডাক দিলে সে শুনে না শুধু দাঁড়িয়ে আছে। এবার তো আর আমাদের বুঝতে বাকি রইলো না। কয়েকজন মিলে ওকে নিচে নিয়ে যাওয়া হলো। এর পরে আমরা অফিস রুমে দেখতে পারলাম। বেশ কিছু অদৃশ্য ছায়া দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ করে। মনে হচ্ছে যেনো কয়েক জন মিলে নাচ দিচ্ছে।

যদিও একটু মনের ভিতরে ভয় কাজ করতে লাগলো। তবে কয়েক জন সাথে থাকার কারনে তেমন ভয় লাগেনি। এর পরে আমরাও সেখানে থেকে চলে আসি অফিসের নিচে। তার পরে আমাদের অফিসের একজন বড় ভাই আছে। সে তাকে ভালো করে সুরা পরে ফু দেয়। এর কিছুক্ষণ পরে সে ভালো হয়ে যায়। তার পরে আমরা ওকে সবাই মিলে জিজ্ঞাসা করলে সে আর কিছু বলতে পারে না। তার পরে তাকে বেশ কিছু সময় বিশ্রামে রাখা হয়।

কিছুক্ষণ পর সে পুরোপুরি ভালো হয়ে গেলো। তার পরে আমরা কয়েকজন মিলে তাকে তার বাসায় দিয়ে আসি। এর পরে আমরা সবাই সবার বাসায় চলে যাই। এই ছিলো আমার আজকের আয়োজন। আমি আমার মতো করে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। এধরনের ঘটনা গুলো বেশি দেখা যায়। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগভৌতিক ভূতের গল্প।
ডিভাইজrealme 9
বিষয়ভৌতিক ভূতের গল্প:)- অদৃশ্য ছায়া।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটিং@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

ei_1710348023533-removebg-preview.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 last year 

অদৃশ্য ছায়ার কথা শুনেই তো আমার খুব ভয় লেগেছে। আপনার বন্ধু হয়তো ছায়াগুলো দেখে প্রচুর ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে এরকমটা হয়ে গিয়েছিলেন তিনি। আপনারা ভালোই করেছেন ওনার না আসাতে সবাই মিলে সেখানে গিয়ে। না হলে তো ওনার অবস্থা আরো খারাপ হয়ে যেত। আপনারা সেই ছায়া গুলো দেখেছিলেন শুনেই তো আমার খুব ভয় লাগতেছে। তবে আপনার বন্ধুকে নিয়ে আসার পর তিনি পুরোপুরি সুস্থ হয়েছে শুনে খুব ভালো লাগলো। এই কাহিনীটা সত্যি অনেক বেশি ভয়ংকর ছিল।

 last year 

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপনার ভৌতিক ভূতের গল্প পড়ে আমি অনেক ভয় পেয়েছি। আমিও বেশ কিছু দিন আগে এই ধরনের ভয় পেয়েছিলাম। যাইহোক আপনার বন্ধু অবশেষে ভালো হয়ে গেল শুনে খুবই ভালো লাগলো। তাই আমি মনে করি একা এই ধরনের জায়গায় যাওয়া ঠিক না। অদৃশ্য ছায়ার ভৌতিক ভূতের গল্প পড়ে অনেক ভয় পেয়েছি। এই ধরনের গল্প গুলো খুবই চমৎকার লাগে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 last year 

এধরনের দৃশ্য গুলো সরাসরি দেখলে ভীষণ ভয় লাগে ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

যখন হাইস্কুলে পড়তাম ঠিক এরকম একটি ঘটনা ঘটেছিল। আপনার গল্পটা পড়ে সেই ঘটনাটা আবার মনে পড়ে গেল। তবে হঠাৎ এমন অদৃশ্য ছায়া দেখে যে কেউ ভয় পাবে এটা স্বাভাবিক। ভূতের গল্পটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে এরকম ভৌতিক বিষয়ে ভয় পাওয়ায় স্বাভাবিক। তবে আমার ভালো লাগলো যে আপনাদের বড় ভাইকে দিয়ে সূরা পড়েয়ে ফুরিয়ে তাকে ফু দিয়ে দিয়েছেন। আসলে এরকম পরিস্থিতিতে যে কেউ রাতের বেলায় পড়তে পারে। তাই আগে থেকে এসব বিষয়ে সাবধান থাকা ভালো। বিশেষ করে শরীর সবসময় পাক রাখা উচিত এবং ইসলামিক কিছু জ্ঞান থাকা উচিত।

Posted using SteemPro Mobile

 last year (edited)

আসলে ভুতের গল্প পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আবার অনেক ভয় ও লাগে। তোমার গল্প টা পড়ে বেশ ভয় লেগে ছিলো। আসলে রাতর বেলা অফিসে এমন ভুতের ছায়া দেখলে যে কেউ ভয় পাওয়ার কথা। তবে লোকটার কোন ক্ষতি হয় নি জেনে ভালো লাগলো। ধন্যবাদ ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সুচিন্তিত মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ ভাই।

 last year 

এই ধরনের ঘটনা আগের দিনে নাকি অনেক ঘটতো। তবে এখনো মাঝেমধ্যে এই ধরনের ঘটনা শোনা যায়। জ্বীন-ভূত পৃথিবীতে অবশ্যই আছে এবং সেটা কেউ অস্বীকার করতে পারবে না। এমন ছায়া দেখলে তো যে কেউ ভয় পেয়ে যাবে। তবে আপনার বন্ধুর কোনো ক্ষতি হয়নি, এটা জেনে খুব ভালো লাগলো ভাই। ভৌতিক গল্প পড়তে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.033
BTC 117174.18
ETH 4574.60
SBD 0.89