DIY PROJECT :- এসো নিজে করি "প্রিয় লাজুক খ্যাঁকের অরিগামি" || (১০% লাজুক খ্যাঁকের জন্য🦊)
♨️ সৃজনশীলতাই শক্তি ♨️
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।💐
ভালো লাগে নতুন কিছু শিখতে, লিখতে। আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি অরিগামি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো, "প্রিয় লাজুক খ্যাঁকের অরিগামি"🦊আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক!
✂️প্রয়োজনীয় উপকরন:-✂️
- রঙ্গিন কাগজ
- কাঁচি ✂️
- পেন্সিল ✏️
- আঠা
- এস্কেল
- সাইন পেন
🦊 তৈরীর প্রক্রিয়া 🦊
✂️ ধাপ নং:- ০১ ✂️
আমি একটা রঙিন কাগজ নিয়েছি। কাগজটি কে ২০সে.মি করে চতুর্দিকে কেটে নিলাম। এখন আমি কাগজটি কে কোনাকুনি ভাবে ভাঁজ ভাঁজ করে নিলাম।
✂️ ধাপ নং:- ০২ ✂️
এখন আমি আবারও কাগজটি কে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে অপর পাশে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিলাম।
✂️ ধাপ নং:- ০৩ ✂️
এখন আমি কাগজটি কে সোজাসুজি করে নিয়ে। দুই দিকে ভাঁজ করে নিলাম।
✂️ ধাপ নং:- ০৪ ✂️
আমি কাগজটিকে ভাঁজ করে নিলাম এখন আমি কাগজটি কে ঘুরিয়ে নিলাম। এরপরে কাগজের উপরের অংশে যে ভাঁজের দাগ দেখা যাচ্ছে। সেখানে আমি ভাঁজ করে নিলাম।
✂️ ধাপ নং:- ০৫ ✂️
এখন আমি কাগজের পাশের অংশটিকে ভাঁজ করে নিয়ে লাজুক খ্যাঁকের কান আর মুখের অংশ তৈরী করে নিলাম।
✂️ ধাপ নং:- ০৬ ✂️
এখন আমি প্রিয় লাজুক খ্যাঁক এর চোখ মুখ ঠোঁট আর চোখের ভ্রু বানিয়ে নিলাম। এখন আমার "প্রিয় লাজুক খ্যাঁকের অরিগামি" তৈরি করা হয়ে গেলো।
✂️ ধাপ নং:- ০৭ ✂️
এখন আমি প্রিয় লাজুক খ্যাঁকটিকে একটি নীল রঙের কাগজের উপরে রেখে এবং দাঁড় করিয়ে ছবি তুললাম। দেখতে অনেক সুন্দর হয়েছে আমার ভিশন পছন্দ হয়েছে।
🦊লাজুক খ্যাঁক হাতে নিয়ে সেলফি 🦊
প্রিয় লাজুক খ্যাঁক হাতে নিয়ে সেলফি নিলাম। আমার তৈরি প্রিয় লাজুক খ্যাঁক দেখতে অনেক সুন্দর হয়েছে আমার তো ভিশন পছন্দ হয়েছে। আশাকরি আপনাদের সবার আমার তৈরি প্রিয় লাজুক খ্যাঁক আপনাদের সবার পছন্দ হয়েছে। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে আমার নতুন আর একটি ব্লগে ততক্ষনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ❤️
ছবির-তথ্য️
| বিভাগ | DIY PROJECT :- এসো নিজে করি |
|---|---|
| ডিভাইজ | ভিভো ওয়াই১২এ |
| বিষয় | প্রিয় লাজুক খ্যাঁকের অরিগামি |
| লোকেশন | বাংলাদেশ |
| কারিগরী | @limon88 |
"আমার পরিচয়"
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"























ভাইয়া আপনার অসাধারণ প্রতিভা প্রকাশ করা এই কাজটির মাধ্যমে 😯😯
ধন্যবাদ আপনাকে ভাইয়া, আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য
অসাধারণ হয়েছে আপনার তৈরি প্রিয় লাজুক খ্যাঁকের অরিগামি।সুন্দর বর্ণনা করেছেন আপনি।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
সুন্দর বানিয়েছেন আপনি ভাই। লাজুখ্যাককে লাজুক দেখা যাচ্ছে। খুব ভালো হয়েছে ভাই।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
কয়েকদিন আগে এই অরিগ্যামিটি আমিও তৈরি করেছিলাম।আমার কাছে অরিগ্যামিটি অনেক পছন্দ হয়েছে। আর আপনার লাজুক খ্যাঁক এর অরিগ্যামি তৈরিটিও অনেক ভালো হয়েছে।
ধন্যবাদ আপনাকে আপু
অনেক সুন্দর হয়েছে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি লাজুক খ্যাঁকের অরিগামি তৈরি করেছেন।খুব ভালো লেগেছে আমার।
ধন্যবাদ আপনাকে আপু ভালো থাকুন
আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর লাজুক খ্যাককে বানিয়েছেন ।দেখতে অসম্ভব সুন্দর লাগছে ।ধাপ গুলো খুব সুন্দর ভাবে উল্লেখ করেছেন। প্রতিটি ধাপ আপনার বর্ণনাতে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো
প্রিয় লাজুক খ্যাঁকের অরিগামি" খুবই সুন্দর ভাবে নিপুন হাতের কারুকাজ করেছেন ধন্যবাদ আপনাকে। শুভকামনা আপনার জন্য♥
অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইলো
অনেক সুন্দর অরিগামি তৈরি করেছেন আমাদের সকলের প্রিয় লাজুক খ্যাঁক এর।
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অরিগামি আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
বাহ ভাইয়া সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে লাজুক খ্যাকের অরিগামি তৈরি করেছেন। সত্যি দেখে অনেক ভালো লাগলো। আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালোবাসা অবিরাম
ভাইয়া,অসাধারন হয়েছে রঙ্গিন কাগজ দিয়ে আমাদের প্রিয় লাজুক খ্যাঁকের।আপনি রঙ্গিন কাগজ দিয়ে আরও অনেক রকমের সৃজনশীল জিনিস তৈরি করেছেন। আমার খুবই ভালো লাগে আপনার এই কাজগুলো। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল "
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি