Diy project :-🐮"পেন্সিলে আকাঁ একটি গরুর চিত্রাঙ্কন" 🐮 ১০% লাজুক খ্যাঁক 🦊 এর জন্য
![]() |
|---|
সবাইকে স্বাগতম 💐
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
আজকে আমি একটি পেন্সিলে আকাঁ একটি গরুর চিত্রাঙ্কন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি দাদার একটি পোস্টকে কেন্দ্র করে করেছি এবং দাদার দেওয়া স্ট্রাকচারকে ফলো করে আমি অংকন করার চেষ্টা করেছি। দাদা দেখিয়েছেন কিভাবে যটপট অংকন করা যায় তা দেখে আমিও অংকন করবো। যদিও আমি তেমন পারি না তবে চেষ্টা করলাম।
↘️ চলুন শুরু করা যাক ↙️
হার্ড বোড
সাদা কাগজ
পেন্সিল ✏️
রাবার
আমি প্রথমেই হার্ড বোড আর সাদা কাগজ নিয়েছি এবার আমি পেন্সিল দিয়ে কোনাকুনি ভাবে দাগ দিয়ে দিলাম।
এবারে আমি নিচের দিকে দাগ টেনে নিলাম। তার পরে গোল করে নিলাম নাক এর মতো করে।
এবারে আমি পেন্সিল দিয়ে গোল করে দাগ দিয়ে দিলাম।
আমি নাক বানিয়ে নিলাম এবারে মাঝখানে চোখ বানিয়ে নিলাম। এখন আমি উপরের দিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম।
এবারে আমি মাথার শিং আর কান মুখ বানিয়ে নিলাম। এবং দুই পাশে দিয়ে দাগ টেনে নিলাম।
এবারে আমি মুখের দাগ গুলো রাবার দিয়ে মুছে দিলাম। এবারে আমি পিঠের অংশ এবং পায়ের অংশ ও লেজ বানিয়ে নিলাম। এবারে আমি মাথার শিং পেন্সিল দিয়ে রং করে নিলাম এবং লেজ এ রং করে নিলাম।
![]() |
|---|
এই পর্যায়ে আমি গরুর পায়ের খুড় বানিয়ে নিলাম এবং শরীরের মধ্যে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম। এবারে আমার গরুর চিত্রাঙ্কন করা শেষ হলো। এবারে সাইন দিলাম।
পেন্সিলে আকাঁ গরুর চিত্রাঙ্কন হয়ে গেছে এবারে আমি হাতে নিয়ে সেলফি নিলাম। আমি তেমন পারিনা তবে চেষ্টা করেছি। কোন ভুলত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার পেন্সিলে আকাঁ গরুর চিত্রাঙ্কন আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।
| বিভাগ | ডাই প্রজেক্ট |
|---|---|
| ডিভাইজ | ভিভো ওয়াই১২এ |
| বিষয় | পেন্সিলে আকাঁ একটি গরুর চিত্রাঙ্কন |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 "ধন্যবাদ" 💞
💞 "ধন্যবাদ" 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"















ছবিটি সুন্দর হয়েছে । তবে এটি আমাদের দেশী গরুর মতই হয়েছে। দাদার টিপস্ দিয়ে গরুর মুখ ভালই একেছেন। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া ❤️
আসলেই ভাই আপনি ঠিকই বলেছেন, সৃজনশীলতাই শক্তি। আর আপনার চিত্রাঙ্কন কিন্ত খুব সুন্দর ছিলো ভাই। দাদা ঠিক এভাবেই টাস্ক দিয়েছিলো, ভালো লেগেছে আমার। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।
আপনার মুল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
ওয়াও ভাই।
খুব সুন্দর ভাবে আপনি গরুর অবয়ব বানিয়েছেন। আপনার হাতের কাজ আগে থেকেই অনেক সুন্দর। আজকেরটিও এর ব্যতিক্রম নয়। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
দাদার দেখানো ধাপ গুলোকে ফলো করে কমপ্লিট একটি গরুর অঙ্কন করে ফেললেন । আপনার চেষ্টা এবং পরিশ্রমের জন্য আমার পক্ষ থেকে স্যালুট ।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
চিত্রাংকন অসাধারণ হয়েছে। গরুর কান দুটি অনেক সুন্দর। আপনি চিত্রাঙ্কনে অনেক দক্ষ তা আপনার অংকন দেখে বোঝা যায়। শুভ কামনা রইলো ভাই।
আমি দক্ষ না আপু একটু চেষ্টা করলাম। ধন্যবাদ আপনাকে
ওয়াও ভাই খুব সুন্দর হয়েছে আপনার অংকনটি।গরুটা গাভি বেশ নিখুত ভাবে একেছেন।প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
ভালো ছিল গরুর চিত্র অঙ্কন।
তবে আরো একটু সুন্দর হবে অদূর ভবিষ্যতে।
সবথেকে বড় বিষয় তুমি চেষ্টা করেছো।
ভালো চেষ্টা জারি রাখো তুমিও পারবে 🧐
উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা রইলো
লিমন ভাই অসাধারণ ছিলো আপনার গরুর চিত্রাঙ্কন, আমার কাছে অনেক ভালো লেগেছে, গরুটা একটু চিকন হয়ে গেছে সামনের বছর আসতে আসতে মোটা হয়ে গেলে কুরবানির হাটে ঊঠাতে হবে হাহাহাহা।
ভালোবাসা রইলো ভাই 💓💓💓💓
ধন্যবাদ আপনাকে ভাইয়া
সত্যিই অনেক ভালো লাগছে। আপনি গরুর ছবি অঙ্কন করেছেন। প্রতিটি ধাপে ঠিক রেখে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার অংকন এর হাত অনেক ভালো। আপনি চেষ্টা করে যান। ইনশাল্লাহ সফল হবেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।ধন্যবাদ আপনাকে
আপনার গরুর খুবই সুন্দর হয়েছে ভাইয়া। চালিয়ে যান ভাইয়া আপনি আরো ভালো আর্ট করতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকেও ধন্যবাদ আপু