"DIY-এসো নিজে করি:- রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর ঘড়ি⌚ তৈরী || ১০% পে আউট লাজুক খ্যাঁক এবং ৪% @abb-charity
♨️ সৃজনশীলতাই শক্তি ♨️
সবাইকে স্বাগতম💐
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুরু করছি।
আমি প্রতিদিন নিত্য নতুন নতুন পোস্ট করার চেষ্টা করি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন আর একটি ব্লগ নিয়ে। "DIY-এসো নিজে করি:- রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর ঘড়ি⌚ তৈরী করবেন কিভাবে আমি খুবই সহজ ভাবেই আপনাদের কে আজকে শিখাবো আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
↘️ চলুন শুরু করা যাক ↙️
⌚উপকরন:-⌚
- রঙ্গিন কাগজ
- কাঁচি ✂️
- পেন্সিল ✏️
- আঠা
- সাইন পেন
- এস্কেল
⌚ প্রস্তুত প্রনালী:-⌚
↘️ ধাপ নং:- ০১ ↙️
আমি প্রথমেই ঘড়ি তৈরি করার জন্য একটি রঙিন কাগজ নিয়েছি ১৮ সেন্টিমিটার। কাগজটিকে আমি কোনাকোনিভাবে ভাঁজ করে নিলাম তারপর অপর পাশে ভাঁজ করে নিলাম। এখন আমি ভাঁজ খুলে নিলাম এরপর আমি দুইদিক দিয়ে ছোট করে ভাঁজ দিয়ে দিলাম।
↘️ ধাপ নং:- ০২ ↙️
এখন আমি ছোট করে যে ভাঁজ দিয়ে নিলাম সেটাকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এর পরে কাটা অংশ দুইদিকে আবারও ছোট করে ভাঁজ করে নিলাম। এবার আমি মাঝামাঝি ভাঁজ করে নিলাম। আমি এখন মাঝখানে থেকে দুইদিক দিয়ে ছোট করে ভাঁজ দিয়ে দিলাম।
↘️ ধাপ নং:- ০৩ ↙️
এই পর্যায়ে আমি ছোট ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিলাম। আবারও আমি দুই পাশ দিয়ে ছোট ছোট করে ভাঁজ দিয়ে দিলাম। ঘুরিয়ে ও ভাঁজ দিয়ে দিলাম। এখন আমি মাঝখানে থেকে ভাঁজ দিয়ে দিলাম।
↘️ ধাপ নং:- ০৪ ↙️
এখন আমি ভাঁজ টিকে খুলে নিলাম। আমার ঘড়ি তৈরী হয়ে গেলো। এখন আমি ঘড়ির টিকে সাইন পেন দিয়ে সাজিয়ে নিলাম।
↘️ ধাপ নং:- ০৫ ↙️
এখন আমি সময়ের জন্য ঘড়ির কাঁটা বানিয়ে নিলাম নীল রঙের কাগজ দিয়ে। আমি এখন কাগজটি কে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। হয়ে গেলো আমার পছন্দের রঙ্গিন কাগজ দিয়ে ঘড়ি তৈরি।
"রঙ্গিন কাগজ দিয়ে ঘড়ি⌚"
রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর ঘড়ি⌚ তৈরী করে ফেললাম। আমি হাতেও পরেছিলাম অনেক সুন্দর হয়েছে। আপনাদের জন্য আমার ছোট একটি উপহার ঘড়ি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। অনেক সহজেই আমি তৈরি করে ফেললাম। আপনারাও অবশ্যই পারবেন আমার ঘড়ি ⌚ আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি। শুভ কামনা রইলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।
ছবির-তথ্য️
বিভাগ | DIY-এসো নিজে করি |
---|---|
ডিভাইজ | ভিভো ওয়াই১২এ |
বিষয় | রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর ঘড়ি⌚ তৈরী |
লোকেশন | বাংলাদেশ |
ফটোগ্রাফার | @limon88 |
"আমার পরিচয়"
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"
এত ভালো লেগেছে ভাষায় প্রকাশ করতে পারছি না। কাগজ দিয়ে সুন্দর ঘড়ি ও বানানো যায়। সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরে বানিয়েছেন। দুর্দান্ত। শুভেচ্ছা অনেক ভাই
ধন্যবাদ আপনাকে ভাইয়া
সত্যি ভাই রঙ্গিন কাগজ দিয়ে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন ।এত সুন্দর করে যে একদম ঘড়ি তৈরি করা যায়। আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা কাগজ দিয়ে ঘর তৈরি করতাম তারপরে নারিকেলের পাতা দিয়ে ঘড়ি তৈরি করতাম। আপনি এতো সুন্দর করে ওর উপর রং করে একটি মনমুগ্ধকর দৃশ্য আমাদের মাঝে উপহার দিয়েছেন। যা সত্যি অতুলনীয় এবং আপনার পরিবেশনাটি আমার অনেক ভালো লেগেছে ভাই। আপনার জন্য শুভকামনা রইল। ভালোবাসা অবিরাম ভাইয়া
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালোবাসা অবিরাম
বাহ খুব সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে সুন্দর ঘড়ি অনেক ভালো হয়েছে
ধন্যবাদ আপনাকে আপু ভালো থাকুন সবসময় এই কামনাই করি
অনেক সুন্দর হয়েছে ঘড়িটা। আমার হাতে ভালো মানাবে😊😊। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের জন্য আমার ছোট আপু ধন্যবাদ আপনাকে
আপনার পোস্টটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো ভাইয়া।তখন নারিকেল এর পাতা দিয়ে এভাবে ঘড়ি বানাতাম।তবে আপনার কাগজের ঘড়িগুলো চমৎকার হয়েছে।তার সাথে উপস্থাপনা ও ঘড়ি তৈরির ধাপ ক্রমান্বয়ে বর্ণানাও ছিল খুব সাবলীল ভাষায়।শুভকামনা রইলো ভাই আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনি দেখি ডাই প্রজেক্ট এর পুরষ্কার সব একাই নিয়ে নিবেন ভাইয়া। 🤪
অনেক বেশি ভালো হয় কিন্তু আপনার কাজ।
ঘরে কোনো বাচ্চা থাকলে এই ঘড়ি ওদের হাতে পরিয়ে দিয়েন,খুব খুশি হবে।
আমি নিজেই আগে পরেছি আপু আর আমার ছোট ভাগ্নিকে দিয়েছি। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো
আপনি রঙ্গিন কাগজ দিয়ে ধাপে ধাপে সুন্দর করে হাত ঘড়ি তৈরি করেছেন। আপনার রঙ্গিন কাগজের ঘড়িটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনার রঙ্গিন কাগজের ঘড়িটি দেখে মনে হচ্ছে বাস্তব ঘড়ি। এত সুন্দর একটি প্রতিভা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাই আপনার বানানো ঘড়িটি তো আমার অনেক ভালো লেগেছে। আমাকে কি এটা দেওয়া যাবে? নাকি আমাদের ভাবির জন্যে বানিয়েছেন এটি ?? 😁😁
আচ্ছা থাক, ভাবি কেই দিয়েন এটি। আপনি আমাকে শিখালেন আমি এতেই খুশি, আপনার মতো করে আমি বানিয়ে নেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এগুলো তো আপনাদের জন্য ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া
অনেক সুন্দর ভাই। আপনি অনেক বুদ্ধিমান
ধন্যবাদ আপনাকে ভাইয়া
বাহ অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি ঘড়ি টি। দেখে খুব ভালো লাগলো। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া