৫০ স্টীম পাওয়ার আপ টার্গেট ডিসেম্বর||অষ্টম সপ্তাহ|| ১০ %প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য 🦊
♨️ ভালোবাসি পাওয়ার আপ ♨️
সক্ষমতা বৃদ্ধি
ভালোবাসি স্টীমিট, ভালোবাসি পাওয়ার আপ
আজকে আমি আমার টার্গেট ডিসেম্বর লক্ষ্য পূরণ করার জন্য পাওয়া আপ করেছি ৫০ স্টীম। আপনাদের সাথে শেয়ার করবো পাওয়ার আপ সম্পর্কে কিছু কথা।
↘️ চলুন শুরু করা যাক ↙️
প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই @rex-sumon ভাইকে তিনি টার্গেট ডিসেম্বর নামে একটি প্রজেক্ট চালু করেছেন। আমি ও আগে থেকেই পাওয়া আপ করতে ভালোবাসি। এবং এখনও করছি এবং আগামীতেও করবো ইনশাআল্লাহ। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত পাওয়া আপ করে চলেছি। এভাবেই পাওয়ার আপ করার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
আজকে আমি ৫০ স্টীম পাওয়ার আপ করার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো।
আমার পাওয়ার আপ করার আগে মোট পাওয়ার ৬২৫.৯৯৬ এসপি ছিলো।
৫০ স্টীম পাওয়ার আপ করছি।
আমি ৫০স্টীম পাওয়ার আপ সম্পুর্ন করলাম। এখন আমার মোট পাওয়ার ৬৭৬.০১৪ এসপি।
পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। যত বেশি পাওয়ার আপ করবেন ততই বেশি নিজের সক্ষমতা বৃদ্ধি হবে। তাই নতুনদের উদ্দেশ্যে বলবো আস্তে আস্তে পাওয়ার আপ করুন নিজের সক্ষমতা বৃদ্ধি করুন। লক্ষ্য নিয়ে কাজ করুন। আমিও ঠিক আস্তে আস্তে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য পাওয়ার আপ করে চলেছি। আশাকরি এভাবেই পাওয়ার আপ করার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করবো এবং আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকে এ পর্যন্তই রইলো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
বিভাগ | পাওয়ার আপ |
---|---|
ডিভাইজ | ভিভো ওয়াই১২এ |
বিষয় | ৫০ স্টীম পাওয়ার আপ টার্গেট ডিসেম্বর |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ফটোগ্রাফার | @limon88 |
"আমার পরিচয়"
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"
আমি সত্যিই আপনার উদ্যোগকে সম্মান জানায়। আপনি অত্যন্ত মহত একটি উদ্যোগ নিয়েছেন। এই পথে আমরাও যেতে চাই। আমরা পাওয়ার আপকে ভালোবাসি। আপনি নিজের অবস্থান শক্ত করছেন এবং এটি আমাদের শক্তি সমৃদ্ধ করছেন। খুবই ভালো দিক। আমরা বেশি বেশি পাওয়ার আপ করব। শুভকামনা রইল আপনার জন্য। এভাবে চালিয়ে যেতে পারেন
ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
পাওয়ার বৃদ্ধি মানে সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আপের জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি টার্গেট ডিসেম্বরে আপনি আপনার টার্গেট পূরণ হবে।
#welovepowerups
ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
আপনার পাওয়ার বৃদ্ধিকে সাধুবাদ জানাই।
পাওয়ার বৃদ্ধি আমরা সবাই পছন্দ করি।পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতা বৃদ্ধি।
শুভকামনা রইলো ভাইয়া।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
খুব ভালো বিষয়। তুমি পাওয়ার আপ করছো দেখে খুব ভালো লাগলো। এগিয়ে যাও সেই দোয়া করছি।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনার জন্য শুভকামনা রইলো
নিজের পজিশনকে আরও শক্তিশালী করতে স্টিম পাওয়ারআপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি স্টিম পাওয়ারআপ ভালবাসি। আপনি যেভাবে নিয়মিত স্টিম পাওয়ারআপ করছেন আশা করি খুব দ্রুত আপনি আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
নিজের সক্ষমতা কে বেশি শক্তিশালী করার জন্য সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন। সত্যিই পাওয়ার আপ মানেই বৃদ্ধি। শুভেচ্ছা ও অভিনন্দন।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
ভালোবাসি পাওয়ার আপকে আপনার পাওয়ার আফ কে সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনের পথ চলা সুন্দর হোক সফল হোক।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনার সক্ষমতা বৃদ্ধির জন্য আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন এবং টার্গেট ডিসেম্বর ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে শুভকামনা রইল আপনার জন্য♥♥
ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো
তোমার উদ্যেগ দেখে খুবই ভালো লাগলো।এভাবেই এগিয়ে যাবে প্রিয় স্টিমিট। তোমার জন্য শুভ কামনা রইলো।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
ভালোবাসি পাওয়ার আপ। একদম ঠিক বলেছেন ভাইয়া আপনি। নিজের সক্ষমতা ছাড়া বেশিদূর আগানো যায়না। আপনার পাওয়ার আপ দেখে আমরাও উৎসাহ পেলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া অবশ্যই পাওয়ার আপ করবেন