আমার তোলা রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 days ago
আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম"
1000060601.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আমার বাংলা ব্লগ পরিবারের বিশেষ একটি দিন। আমাদের বড় দাদার ছেলে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে স্পেশাল হ্যাংআউট এর আয়োজন করা হয়েছে। আশাকরি আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ উপভোগ করবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ফটোগ্রাফি পোস্ট নিয়ে আমার তোলা রেনডম ফটোগ্রাফি। চলুন এবার শুরু করা যাক।

IMG20230426062257.jpg

IMG20230426062250.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ছবিতে দেখতে পাচ্ছেন কলমি ফুল। কলমি ফুল গুলো যদিও অনেক দেখা যায়। তবে আমি অনেক দিন পরে কলমি ফুল দেখলাম। কলমি ফুল এর কালার দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। পাপড়ি গুলো একটু বেশি ভালো লাগে। মাঝখানে গোলাপি রঙের হওয়ার কারনে নজর কেরে নেয়। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

IMG20240921131916.jpg

IMG20240921131925.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ইদানিং বিড়াল দেখতে অনেক ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে বিড়াল গুলো যখন খেলা করে এদের খুনসুটি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় বেশ কিছু বিড়াল রয়েছে। মাঝে মধ্যে তো হঠাৎ করে রুমের ভিতরে ঢুকে পড়ে। আজকে দেখলাম জানালার পাশে বিড়াল বসে আছে। এর পরে আমি জানালার পাশে থেকে বেশ কিছু ছবি তোলার চেষ্টা করলাম। আপনাদের সাথে ছবি গুলো শেয়ার করে নিলাম।

IMG20240924135425.jpg

IMG20240924135427.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • রক্ত জবা ফুল। জবা ফুল দেখতে টসটসে লাল তবে ছবি তোলার সময় বেশ কষ্ট হচ্ছিলো। কেনো জানি অতিরিক্ত লাল এর জন্য ফোনের ক্যামেরা বন্দি করতে সমস্যা করছিলো। এর পরে ও রক্ত জবা ফুলের ফটোগ্রাফি করে নিলাম। নতুন জবা গাছে নতুন জবা ফুল ফুটেছে। আশাকরি জবা ফুল গুলো আপনাদের ভালো লাগবে।

IMG20230526064413.jpg

IMG20230526064418.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • বিষাক্ত বোলতা গ্রামে যারা বড় হয়েছেন তারা বেশ ভালো করে চিনতে পারবেন। আমি তো একবার কামড় খেয়েছিলাম। কি যে ব্যাথা বলে বোঝাতে পারবো না। একটি গাছের মধ্যে বোলতার বাসা ছিলো। আমরা কয়েকজন মিলে ঢিল ছুড়ে মেরেছিলাম। এর পরে তো আমাদের কে ধরে কামড় দিয়েছিলো ইচ্ছে মতো। আপনাদের কেউ কি কামড় দিয়েছিলো অবশ্যই জানাবেন?

এই ছিলো আমার আজকের আয়োজন। আমার তোলা রেনডম ফটোগ্রাফি। আশাকরি সব গুলো ফটোগ্রাফি দেখে আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগফটোগ্রাফি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

24QmLBi2hi5t6cHtWGC9cVtkYhsw3reegVWRcMrVtgbfTQAabudP6ZM4DqoUvyUHdVtAwEv8KMjZ72PeUYJX5iFMYwuJdobiu2EXQRftJ8...8y2voLppaywqzDTzeL3eAigtYe54Bxq53Qdsqxf8rAVFCrz2ZVdUNbHoQpw7LpxNUzSh2Rn6bWjSN9DNkzSziURyHctY4KZeSfDDhWBka2K4DCmgzwp7v87GJ.webp

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 4 days ago 

আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর লাগছে ভাইয়া বিশেষ করে সাদা ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে সুন্দর ভাবে ফুটে উঠেছে তাছাড়া বিড়ালের ছবিটাও অনেক সুন্দর ছিল।

 4 days ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 4 days ago 

রেনডম ফটোগ্রাফি আমার বড়াবড়ই ভালো লাগে। আপনার তোলা চমৎকার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। কলমি ফুল ও জবা ফুলের কালার অসাধারণ লাগছে। সেই সাথে মৌমাছি ও বিড়ালের ফটোগ্রাফিও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনি তো আজকে বেশ দারুন কিছু ফটোগ্রাফি করলেন। তবে কলমি ফুল গুলো দেখতে সব থেকে বেশি ভালো লাগছিল। আর বিড়াল গুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। বিড়ালের ছবি তোলা কিন্তু বেশ কঠিন। তার সাথে জবা ফুলটা বেশ দারুন লেগেছে।।

 5 days ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 5 days ago 

সত্যি কথা বলতে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি উপভোগ করতে পেরেছি। কারণ আপনি একসাথে অনেক গুলো রেনডম ফটোগ্রাফি শেয়ার করলেন। একসাথে বিড়ালের ফটোগ্রাফি, পোকা মাকড়ের ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি দারুণ উপভোগ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

আপনার ধারণ করা চমৎকার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আমার। অনেক সুন্দর ভাবে আজকে আপনি ফুলের ফটোগ্রাফি পশু ও কীটপতঙ্গের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এমন চমৎকার ফটো গুলো দেখে বেশ ভালো লাগলো।

 5 days ago 

ভাইয়া আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। একদম ঠিক বলেছেন রক্ত জবা ফুলটি সত্যি টুকটুকে লাল হয়েছে। আর তাই ফটোগ্রাফি করতে একটু কষ্টই করতে হয়েছে বুঝতে পারছি।

 5 days ago 

প্রত্যেকটি ছবি অসাধারণ ভাবে তুলেছেন ভাই। বোলতার ছবিটি এত কাছ থেকে দেখে খুব ভালো লাগলো। সাধারণত এত কাছে যাওয়ার সাহসী জোগাড় করে ওঠা হয় না কখনো। তাই বেশ মন দিয়ে ছবিটি দেখলাম। প্রথমে কলমি ফুল এবং পরে রক্ত জবার ছবিগুলি খুব ভালো লাগলো। আপনার সৃজনশীলতার আরো প্রকাশ দেখবার অপেক্ষায় রইলাম।

 4 days ago 

দোয়া করবেন ভাই ধন্যবাদ আপনাকে।

 5 days ago (edited)

প্রথমেই টিনটিন সোনা কে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
চমৎকার একটি আয়োজন ছিল আজ সন্ধ্যায়।
যাইহোক তোমার ছবি তোলার হাত বরাবরই ভীষণ ভালো। তোমার ছবিগুলো দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। এগিয়ে যাও সবসময়ই, দোয়া রইল।

 4 days ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63312.28
ETH 2601.44
USDT 1.00
SBD 2.79