DIY projects:- রঙিন কাগজ দিয়ে লেডিবার্ড বিটল তৈরি। 🐞
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
শুভ বিকেল আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। কয়েক দিন থেকে যদিও অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ইউনিক ডাই প্রজেক্ট নিয়ে। রঙিন কাগজ দিয়ে লেডিবার্ড বিটল তৈরি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
রঙিন কাগজ
পেন্সিল
কাঁচি
আঠা
সাইন পেন
- প্রথমেই আমি কালো রঙের রঙিন কাগজ নিলাম। তার পরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম তার পরে কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার আমি নিচের দিকে কাঁচি দিয়ে কেটে নিলাম।
- এবার আমি লাল রঙের রঙিন কাগজ নিলাম। তার পরে পেন্সিল দিয়ে গোল দাগ দিয়ে দিলাম। এবার আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। তার পরে মাঝখানে ভাজ করে নিলাম। এবার আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
- এবার আমি কালো রঙের রঙিন কাগজ কাঁচি দিয়ে কেটে নিলাম। তার পরে শুর বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার আমি লেডিবার্ড বিটল এর ডানা আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তার পরে কালো রঙের সাইন পেন দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার আমি চোখ মুখ বানিয়ে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেলো লেডিবার্ড বিটল।
- রঙিন কাগজ দিয়ে লেডিবার্ড বিটল তৈরি করা হয়েছে। এবার আমি সাদা কাগজের উপরে রেখে ছবি তুললাম। লেডিবার্ড বিটল আমার ভীষণ পছন্দ হয়েছে। ডাই প্রজেক্ট গুলো করতে ও দেখতে আমার ভীষণ ভালো লাগে। এধরনের ডাই প্রজেক্ট গুলো করতে ভীষণ আনন্দ উপভোগ করি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডিভাইজ | Vivo Y12A |
বিষয় | রঙিন কাগজ দিয়ে লেডিবার্ড বিটল তৈরি।🐞 |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
আমার বেশ পছন্দ করি ডাই প্রজেক্ট করতে। আপনার রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি লেডিবার্ড বিট্ল তৈরি করেছেন। এবং ধাপগুলোও বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু।
https://twitter.com/HouqeLimon/status/1611295061651894272?t=xa0Jand7iL3I58l5c4I9KA&s=19
রঙিন কাগজ দিয়ে লেডিবার্ড বিটল তৈরি।দেখতে খুব কিউট লাগছে। আমার এরকম ক্রাফ্টিং করতে খুব ভালো লাগে।অবসর সময়ে এগুলো করতে ভালোই লাগে। যাই হোক আপনার বানানো লেডিবার্ড বিটল টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার ভীষণ ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপনি । কালো ও লাল রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি লেডিবার্ড বিটল তৈরি করেছেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর লেডিবার্ড বিটল তৈরি করেছেন। বেশ ভালো ছিল আপনার ডাই প্রোজেক্টটি। অবসর সময়ে এ ধরনের কাজ করতে ভীষণ ভালো লাগে। যদিও এগুলো তৈরি করতে কিছুটা সময় এবং ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু। আপনার জন্য শুভ কামনা রইলো।
রঙিন কাগজের যেকোন ডাই প্রজেক্ট ভীষণ ভালো ফুটে ওঠে। কাগজের তৈরি পোকাটি বেশ সুন্দর দেখাচ্ছে। বেশ দক্ষতার সাথে তৈরি করেছো আর চমৎকার উপস্থাপনা করেছো।
আপনার চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ভাইয়া আপনার অসুস্থতার কথা শুনে খারাপ লাগলো। তবে যাই হোক এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন জেনে ভালো লাগলো। আসলে শীতকালে সবাই অসুস্থ হয়ে পড়ছে। সাবধানে থাকবেন ভাইয়া। অসুস্থতার মাঝেও লেডিবার্ড তৈরি করে সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।
দোয়া করবেন আপু। আপনার জন্য ও শুভ কামনা রইলো ভালো থাকুন।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
আপনি অসুস্থ শুনে খারাপ লাগল এবং এখন সুস্থ্য আছেন জেনে ভাল লাগছে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি লেডিবার্ড বা লেডিবাগ বানিয়েছেন। আপনার লেডিবার্ড দেখতে একদম বাস্তব মনে হচ্ছে কারণ বাস্তবেও এদের রং আপনারটার মতই হয়। দেখতে খুব সুন্দর লাগছে । আপনি খুব দক্ষতার সাথে কয়েকটি ধাপে বানানো সম্পন্ন করেছেন। ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া । সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।