"টার্গেট ডিসেম্বর:-১০০ স্টীম পাওয়ার আপ"||ষষ্ঠ সপ্তম||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য🦊
♨️ভালোবাসি পাওয়ার আপ♨️
সক্ষমতা বৃদ্ধি
ভালোবাসি স্টীমিট ভালোবাসি পাওয়ার আপ করতে।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার"১০০ স্টীম পাওয়ার আপ"আর কিছু কথা। আশাকরি আপনাদের ভালো লাগবে।
↘️ চলুন শুরু করা যাক ↙️
প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন @rex-sumon ভাইকে। আমার বাংলা বাংলা ব্লগ কমিউনিটিতে টার্গেট ডিসেম্বর নামে একটি প্রজেক্ট চালু করেছেন। আমি যদিও আগে থেকে পাওয়ার আপ করতে ভালোবাসি। আমি যেহেতু শুধু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করি আর যতটুকু সাপোর্ট পাই তাই পাওয়ার আপ করতেছি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমি একটা লক্ষ নির্ধারণ করেছি। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছি। আমি আশাকরি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমি যেনো আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আজকে ১০০স্টীম পাওয়ার আপ করলাম।
আজকে আমার পাওয়ার আপ করার কিছু ছবি
আমার আগে স্টীম পাওয়ার ছিলো ৩৯১.৪৭৬এসপি।
আজকে আমি পাওয়ার আপ করলাম ১০০স্টীম
আমার ১০০স্টীম পাওয়ার আপ হয়ে গেছে
আমার আজকে ১০০ স্টীম পাওয়ার আপ করার কারনে আমার মোট স্টীম পাওয়ার হলো ৪৯১.৪৭৬এসপি। আমি আশাকরি এভাবে পাওয়ার আপ করার মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।
কিছু কথা না বললেই নয়। পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। আপনারা যারা স্টীমিটে কাজ করছেন তারা অবশ্যই পাওয়ার আপ করবেন। পাওয়ার আপ করলে নিজের সক্ষমতা বৃদ্ধি পায়। আসলে নিজের সক্ষমতা না থাকলে কাজ করে মজা পাওয়া যায় না। আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। আশাকরি আপনারা সবাই পাওয়ার আপ এর মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করবেন। সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়। আপনাদের জন্য শুভ কামনা রইলো। খোদা হাফেজ❤️
আপনার পাওয়ার আপ করার বিষয় বেশ ভালোভাবে উপস্থাপন করেছেন।নতুনরা উপকৃত হবে,যদিও আমি পাওয়ার আপ করা শিখে গেছি।ধন্যবাদ আপনাকে আপনার পাওয়ার আপ করার বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
আমরা যত বেশি পাওয়া আপ করবো আমাদের কমিউনিটি ততো সমৃদ্ধ হবে। আপনার প্রতি শুভকামনা রইল।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু
শুভকামনা আপনার জন্য, পাওয়ার করা করা মানে কমিউনিটি শক্তি বাড়ানো ❤️
ধন্যবাদ ভাইয়া
ভাইয়া দোয়া করি আপনার টার্গেট পূরণ হোক আর আমাদের জন্য দোয়া করবেন আমি সর্বপ্রথম 22 ইস্ট্রিম ইনকাম করেছিলাম সেটা আমি পাওয়ার আপ করেছি
দোয়া রইলো ভাই
পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা বৃদ্ধি। শুভেচ্ছা রইল ভাই।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
এরকম ধারাবাহিকতা চলতে থাকলে একদিন তিমি হবেন আপনি।অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই।আশা করছি খুব শীগ্রই ১০০০ এ পৌঁছে যাবেন।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনি আপনার সক্ষমতা বৃদ্ধি করেছেন দেখে খুশি হলাম। এ দ্বারা অব্যাহত থাকবে আশা করি।
অবশ্যই স্যার চেষ্টা করে যাচ্ছি দোয়া করবেন
৫০০ এসপি পৌঁছাতে আর মাত্র ৯ স্টিম বাকি। আশা করছি সেটাও তুমি জলদি করতে পারবে। 🤗
দোয়া করবেন ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
আপনি সত্যি অনেক মহৎ উদ্যোগ নিয়েছেন আপনার জন্য এভাবে চালিয়ে যেতে পারে। আপনার নিজের অবস্থান শক্ত হচ্ছে। আপনাকে দেখে অন্যজন উৎসাহিত পাচ্ছে খুবই ভালো লাগছে। দোয়া রইল শুভকামনা রইল
আপনার সুচিন্তিত মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল
ভালোবাসি পাওয়ার আপ, পাওয়ার ডাউন কে নয়।এগিয়ে যান ভাই😎🤩
ধন্যবাদ আপনাকে ভাইয়া