রং পেন্সিল দিয়ে একটি চোখের আর্ট |
সৃজনশীলতাই শক্তি "সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
আসসালামু-আলাইকুম/ আদাব
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ইউনিক ডাই প্রজেক্ট নিয়ে রং পেন্সিল দিয়ে একটি চোখের আর্ট আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
- সাদা কাগজ
- হার্ড বোর্ড
- পেন্সিল
- রং পেন্সিল
- রাবার
এবার আমি আর্ট করার জন্য সব কিছু নিয়ে আর্ট শুরু করলাম। এবার আমি প্রথমেই গোল দাগ দিয়ে দিলাম পেন্সিল দিয়ে। নিচের দিকে দাগ মুছে নিলাম। এবার আমি নিচের দিকে ছোট ছোট দাগ দিয়ে দিলাম। |
এবার আমি মাঝখানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম। তার পরে গোল করে দাগ দিলাম। এবার আমি মাঝখানে ছোট করে গোল দাগ দিয়ে দিলাম। এবার আমি চোখ পেন্সিল দিয়ে বানিয়ে নিলাম। |
চোখ আর্ট করা শেষ করলাম। এবার আমি চোখের দুপাশে হাত আর্ট করলাম। |
আর্ট করা হয়েছে। এবার আমি রং করবো প্রথমেই আমি হাত আর চোখ কালো রং পেন্সিল দিয়ে রং করলাম। |
এবার আমি নীল রং নিলাম। এবার আমি পুরো চোখটিকে নীল রং দিয়ে রং করলাম। |
এবার আমি চোখের মাঝখানে লাল রং পেন্সিল দিয়ে চিকন চিকন করে দাগ দিয়ে দিলাম। তার পরে এবার আমি হাতের মধ্যে রং করলাম। |
রং পেন্সিল দিয়ে একটি চোখের আর্ট করা হয়েছে। এবার আমি আমার নামের সাক্ষর দিয়ে দিলাম। |
রং পেন্সিল দিয়ে একটি চোখের আর্ট করার পরে দেখে আমার ভীষণ ভালো লাগলো। আশাকরি আপনাদের সবার রং পেন্সিল দিয়ে একটি চোখের আর্ট দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি। |
বিভাগ | ডাই প্রজেক্ট |
ডিভাইজ | Vivo Y12A |
বিষয় | রং পেন্সিল দিয়ে একটি চোখের আর্ট |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
আর্ট | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

রং পেন্সিল দিয়ে একটি চোখের খুবই সুন্দর এবং কালারফুল চিত্র প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।। প্রতিনিয়তই আপনি এরকম নতুন নতুন ডাই পোস্ট আমাদের উপহার দিয়ে আসছেন।। ভবিষ্যতে আরো ভালো ভালো ডাই পোস্ট আপনার কাছ থেকে আশা করি।।
ধন্যবাদ আপনাকে ভাইয়া। আশাকরি পাশেই থাকবেন ইনশাল্লাহ।
রং পেন্সিল দিয়ে আপনি একটি চোখের আর্ট করেছেন আমি প্রথমে ভেবেছিলাম এটি কোন কার্টুন। চোখের দেখছি দুটো হাত ও আছে হাহাহা। যাইহোক চোখের ভেতরের কালো মনিটা কিন্তু খুব সুন্দর ভাবে একেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ইউনিক পোস্টটি করার জন্য।
রং পেন্সিল দিয়ে চোখের আর্টি অনেক সুন্দর করে এঁকেছেন। চোখের মনি টি খুব সুন্দর লেগেছে আমার। অংকনটি দেখে অনেক ইউনিক মনে হচ্ছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রং পেন্সিল ব্যবহার করে জাস্ট অসাধারণ চোখের অংকন করেছেন ভাইয়া। কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। এরকম আরো সুন্দর চিত্র অংকন আমাদের উপহার দিন ভাইয়া। ধন্যবাদ আপনাকে
দারুন এঁকেছেন। দেখে খুব চেনা চেনা লাগছে। কোথায় এই জিনিস টা দেখএছি বলুন তো! এটা কি কোন কার্টুন ক্যারেক্টার?নামটাও তো মনে পড়ে না!ছবি টা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে।
ওয়াও অসাধারণ রং পেন্সিল দিয়ে একটি চোখের আর্ট করেছেন। চোখের ডিজাইনটি অসম্ভব ভালো লাগলো আমার। একটু ব্যতিক্রম লাগল চোখের পাশে হাত গুলো দেখে। খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
রং পেন্সিল ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি চোখের আর্ট তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
রং পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি চোখের আর্ট করেছেন আপনি। দেখে তো মনে হচ্ছে এই আর্ট আপনি খুবই সময় এবং দক্ষতা সহকারে করেছেন। খুবই সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। খুবই সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। অসম্ভব ভালো ছিল আপনার আজকের এই পোস্ট।
ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে চোখের আর্ট করেছেন। চোখের আর্ট করে কালার করাতে বেশি ভালো লাগছে। চোখের কালার খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলার চেষ্টা করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।