জেনারেল রাইটিং:)- অল্প বয়সে নাহিদের প্রান চলে গেলো।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো জেনারেল রাইটিং পোস্ট। অল্প বয়সে নাহিদের প্রান চলে গেলো। চলুন এবার শুরু করা যাক।
কখন কার কিভাবে মৃত্যু হবে বলা মুশকিল। হায়াত মউত আল্লাহর হাতে। তবে আমাদের দুনিয়ার এবং পরকালের কাজ গুলো করে যেতে হবে। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। আর খারাপ কাজের ফল খুব খারাপ। আমরা সবাই সব কিছু জানি তার পরে ও ঠিক ভাবে কয়জন কাজ করি বলুন। আল্লাহ পাক সবাইকে ভালো পথে চলার তৌফিক দান করুন আমীন। এখন আসি মূলত পোস্ট এর বিষয়ে। আমাদের এখানে আমার এক পরিচিত ভাই রয়েছেন। তার নাম হচ্ছে নাহিদ। সে অল্প কিছুদিন হলো বিয়ে করেছে। বলতে গেলে প্রায় ৫-৬ মাস হবে আর কি।
বিয়ের পর সব কিছু ঠিকঠাক চলতে থাকলো। এর পরে সে বাসার সামনে একটা দোকান দিলো। দোকান চালিয়ে সংসার জীবন শুরু করে দিলো। নাহিদ এবং তার স্ত্রী দুজনকেই অনেক সুন্দর মানিয়েছে বাসার কম বেশি একথা সবাই বলেন। এর পরে বিয়ের চার মাস হয়ে গেলে। এর পরে হঠাৎ করে নাহিদ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করে জানতে পারে তার নাকি জন্ডিস হয়েছে। জন্ডিস বিভিন্ন ধরণের রয়েছে। যদিও এখন আমার নাম গুলো মনে পড়ছে না। জন্ডিস অনেক সময় বড় ধরনের রোগে পরিণত হয়ে যায়। নাহিদ এর অল্প কিছুদিনের মধ্যে জন্ডিস ভালো হয়ে যায়। এর পরে হঠাৎ করে কিছুদিন পরে আবার জন্ডিস ধরা পরে। এবার নাকি তার জন্ডিস লিভারে আক্রমন করেছে।
কিছু খেতে পারে না যা খায় তা বের হয়ে যায়। বেশ কিছু দিন তার চিকিৎসা চলছিলো। এর পরে অল্প কিছুদিনের মাথায় নাহিদ মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আমি যখন শুনতে পেলাম নাহিদ আর দুনিয়াতে নেই তখন ভীষণ খারাপ লেগেছে। তাদের কোন ছেলে মেয়ে হয়নি বলতে গেলে একদমই নতুন বিয়ে করেছে। নাহিদ মারা যাবার পর তার স্ত্রী তাদের বাসায় থাকতে চেয়েছিলো। এর পরে কিছুদিন পর নাহিদ এর বাবা মা নাহিদ এর স্ত্রীকে ভালো মতো বুঝিয়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। কি আর করার অল্প বয়সী মেয়ে তাদের এখানে থেকে কি করবে। তার বাবা মা আছে যা ভালো মনে করেন তাই করবেন। নাহিদ এর একদমই বলতে গেলে কম বয়সী ২৫ বছর হবে। আপনারা সকলেই নাহিদ এর জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো তাকে জান্নাত বাসী করেন। আমি আমার মতো করে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | অল্প বয়সে নাহিদের প্রান চলে গেলো। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
রাইটার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
https://x.com/HouqeLimon/status/1864295345834061931?t=aSEi-uWHEAFpQPgdBNQWuA&s=19
এটা ঠিক বলেছেন ভাই, হায়া মউত সবই আল্লাহ তায়ালার হাতে। কখন কার মৃত্যু হবে সেটা কেউ জানে না। সদ্য বিয়ে করা নাহিদ ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক।
আমিন দোয়া করবেন ধন্যবাদ আপনাকে ভাই।
আসলে ভাই কখন কার জীবন কিভাবে চলে যায় কেউ বলতে পারে না। আজকে নাহিদের জীবন অকালে চলে গেল এমন রোগ হয়ে। এভাবে অনেক মানুষের মৃত্যু প্রতিনিয়ত হতেই রয়েছে। এখন তার জন্য শুধু দোয়া করা ছাড়া কোন উপায় নেই। দোয়া করি সে যেন জান্নাত নসিব হয়।
জন্ম মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে। তবে ওনার অকাল মৃত্যু সত্যি মেনে নেওয়ার মতো না। নাহিদের জন্য যেমন খারাপ লাগছে তেমন খারাপ লাগছে তার সদ্য বিয়ে করা বউ এর জন্য। উনি যেন পরপারে ভালো থাকেন এতটুকুই চাওয়া।
হায়াত নির্ধারিত, মৃত্যু অবধারিত। একদিন আমাদের কেউ নাহিদের মতো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তবে নাহিদের অকাল মৃত্যু খবর শুনে খুবই খারাপ লাগলো। সৃষ্টিকর্তার কাছে এখন এটাই প্রার্থনা করি নাহিদের স্ত্রীকে এই শোখ সইবার তৌফিক দান করুক এবং নাহিদ যেন পরপরে ভালো থাকে।
কার মৃত্যু কখন আসবে কখন হবে আমরা কেউ বলতে পারি না। এরকম অকাল মৃত্যুর কথা শুনে সত্যিই অনেক খারাপ লাগলো। আরো বেশি খারাপ লাগল তার সদ্য বিয়ে করা বউ এর জন্য। দোয়া করি উনি যেন পরপারে ভালো থাকেন।
এই পৃথিবীতে সবাই জন্মগ্রহণ করেছে এবং সবাইকে মৃত্যুবরণও করতে হবে৷ একটা না একটা সময় সবাই এই পৃথিবীতে চলে যাবে৷ তবে নাহিদের এরকম অকাল মৃত্যুর কথা শুনে খুব খারাপ লাগলো৷ সৃষ্টিকর্তা যেন তার স্ত্রীকে এই দুঃখ থেকে বের হয়ে আসার জন্য শক্তি দান করেন এটাই কামনা করি৷ তাকে যেন জান্নাত নসিব করেন৷
কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। তবে এই ধরনের অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। লিভার জন্ডিস খুব খারাপ একটি রোগ। আমার দাদীও এই রোগে মারা গিয়েছিল। যাইহোক নাহিদকে যাতে আল্লাহ তায়ালা জান্নাত নসিব করেন সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।