নাটক রিভিউ:- টেলিপ্যাথি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। চলুন শুরু করা যাক।
নাটক:- | টেলিপ্যাথি। |
---|---|
পরিচালক:- | রাফাত মজুমদার রিংকু। |
গল্প ও চিত্রনাট্য:- | ইশতিয়াক আহমেদ |
অভিনয়ে:- | তৌসিফ মাহবুব, তানিন তিশা, সাবেরী আলম,আদনান চৌধুরী, ইশরেক পায়েল, রিয়াজ রাজ আরও অনেকেই। |
চিত্রগ্রহণ:- | সুমন হোসেন। |
সম্পাদনা ও রঙ:- | সাইফ রাসেল। |
ধরন:- | সামাজিক ও শিক্ষা মূলক। |
ভাষা:- | বাংলা। |
দেশ :- | বাংলাদেশ। |
মুক্তিপায়:- | ১১-২৩-২৩। |
তৌসিফ এবং তানজিন তিশার মধ্যে আজকে দেখা করার কথা। তবে তাঁরা দুজন এসেও যেনো ঠিক ভাবে দেখা করতে পারে না। দুজন একই সাথে ফোন দেয়। এজন্য তাদের দুজনের ফোন ব্যস্ত দেখার। এর পরে শেষ মেশ তাদের মধ্যে পরিচয় হয়। তারা দুজন দুজনকে ভীষণ ভালো বাসে। এবং তারা দুজন মিলে অনেক ঝগড়া ও করে। দুজন বসে গল্প করতে করতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এর পরে তো তানজিন তিশা রাগ করে বাসায় চলে যায়।
এর পরে বাসায় গিয়ে দুজন মিলে অপেক্ষা করে ফোনের। কোন ভাবেই যেনো কেউ ফোন দিচ্ছে না। এর পরে অনেকক্ষণ পর তানজিন তিশা তৌসিফ কে মিসকল দেয়। এর পরে ফোন দেয় তৌসিফ। এবার যদিও তাদের মধ্যে একটু ঝগড়া হয়। কেনো কেউ কাউকে ফোন দেয় নি। এর পরে আবার দুজনে ঠিক হয়ে গিয়েছে এবং জমিয়ে প্রেম করতেছে। এভাবে চলতে থাকে বেশ কিছু দিন। এর পরে তাদের মধ্যে আবারও একটা ঝামেলা তৈরি হয়। আবারো দুজন দুজনকে ফোন দেয় না।
কিছুদিন যেতে না যেতেই তানজিন তিশার জন্য ছেলে দেখেন তার মা। তাদের বাসায় তানজিন তিশা কে বর পক্ষের লোক জন দেখতে আসে। যদিও তানজিন তিশা উল্টো পাল্টা বলে বিয়ে ভাঙ্গার চেষ্টা করে। তবু ও ছেলে পক্ষের লোকজন বিয়েতে রাজি হয়ে যায়। আর এদিকে তৌসিফ ও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। তার একটা বড় ধরনের রোগ ধরা পরে।
আজকে হচ্ছে তানজিন তিশার বিয়ে। বিয়েতে সবাই বেশ আনন্দ উপভোগ করতেছে। তবে তানজিন তিশা সে বিশ এর বোতল নিয়ে বসে আছে। সে কিছুক্ষণ পর বিশ খেয়ে তৌসিফ কে ফোন দেয়। ওদিকে ও তৌসিফ খেয়ে ফেলেছে। এবার দুজন দুজনের সাথে তাদের জীবনের শেষ গল্প বলতে থাকে। গল্প করতে করতে দুজন কখন যে ঘুমিয়ে পরে কেউ বলতে পারে না। দুজনেই পৃথিবী ছেড়ে চলে যায়। আর নাটকটি এখানেই শেষ হয়।
টেলিপ্যাথি নাটকটির গল্প একটু ভিন্ন রকম ছিলো। ভিন্ন রকম নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। বাস্তবতার সাথে মিল রেখে নাটকটি তৈরি করা হয়েছে। যদিও প্রথমের দিকে নাটকটি ভীষণ ভালো লাগে। তবে নাটকটির শেষের দিকে গিয়ে ভীষণ খারাপ লাগে। বর্তমান সময়ে ভালোবাসার মধ্যে বেশ টেলিপ্যাথি বিষয় টা কাজ করে। প্রেমিক প্রেমিকা দুজন এক সাথে রাগ করে ঝগড়া করে আবারো তারা অনেক সুন্দর ভাবে দুজন মিলে মিল হয়ে যায়। তবে নাটকটির গল্প ছিলো সম্পুর্ন ভিন্ন রকম। নাটকটি দেখে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। নাটকটি দেখলে আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চেষ্টা করেছি আমার সাধ্যমত নাটকটিকে গুছিয়ে রিভিউ করার জন্য। আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | নাটক রিভিউ। |
---|---|
ডিভাইজ | realme 9 |
বিষয় | টেলিপ্যাথি। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
রিভিউ | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
এই নাটকটার রিভিউ অনেক জনেই করেছিল। যার কারণে এই নাটকের রিভিউ বেশ কয়েকবার পড়া হয়েছে আমার। আর আজকে আপনি এই নাটকটার রিভিউ পোস্ট করেছেন দেখে পড়ে ভালো লাগলো। আমি এই নাটকটা দেখেছিলাম। এরকম নাটকগুলো আমি সময় পেলে দেখার চেষ্টা করি। কারণ এই ধরনের নাটক আমার খুব পছন্দের। আপনি নাটকটার রিভিউ করার কারণে, আবারও এই নাটকের রিভিউ পোস্ট পড়তে পেরেছি। পুরো কাহিনীটা অনেক বেশি সুন্দর ছিল।
আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে আপু।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমি প্রায় লক্ষ্য করে দেখি আপনি বেশি ব্যতিক্রমধর্মী কিছু নাটক আমাদের মাঝে শেয়ার করেন। যদিও বর্তমান সময়ে এস নাটক গুলো হচ্ছে এইসব নাটক গুলো আমি তেমন দেখি না। পুরনো নাটক গুলো আমার কাছে বেশি ভালো লাগে। তবে নাটকটি রিভিউ পড়ে বেশ ভালো লেগেছে আমার কাছে। প্রতিটা নাটকের মধ্যে যেকোনো শিক্ষনের বিষয় থাকে। আর এটাই হচ্ছে নাটকের সার্থকতা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
কমিউনিটির অনেকেই দেখলাম এই নাটকটির রিভিউ করছে। আর আপনার রিভিউ পড়েও মনে হচেছ নাটকটি বেশ সুন্দরই হবে। তাই খুব তাড়াতাড়ি নাটকটি দেখার চেষ্টা করবো। আপনি কিন্তু বেশ দারুন রিভিউ করেছেন নাটকটির।
https://twitter.com/HouqeLimon/status/1729667031534870962?t=kwh-xYBwR4CTE5tXQLl7qw&s=19
এই নাটকের রিভিউ কিছুদিন আগেও আমি দেখেছি৷ আর আজকে আবার আপনার কাছ থেকে এই নাটকের রিভিউ দেখতে পেরে ভালো লাগলো৷ এই নাটকটি খুবই সুন্দর ভাবে রিভিউ শেয়ার করেছিল ওনারা। আজকে আপনিও খুবই ভালোভাবেই এই নাটকের রিভিউ তুলে ধরেছেন। এই নাটকের সবগুলো বিষয়বস্ত আপনি খুবই ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এরকম সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই৷ আর তানজিন তিশার নাটক আমি সবসময় দেখে থাকি৷ তিনি আমার অনেক পছন্দের একজন নায়িকা৷
ভাইয়া আপনি আজ চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করলেন। নাটকের রিভিউটি পড়ে নাটকটি দেখার ইচ্ছে হলো।আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে নাটকটির রিভিউ শেয়ার করলেন। শেষে দুজনই মারা যায়। খুব খারাপ লাগলো।সময় সুযোগমতো দেখবো আশাকরি। ধন্যবাদ আপনাকে নাটকের রিভিউটি শেয়ার করার জন্য।
আপনি আমার খুবই পছন্দের একটা কাপলের নাটকের রিভিউ পোস্ট করেছেন, যেটা আমার কাছে ভালো লেগেছে পড়তে। দুজনেই শেষে বিষ পান করেছিল এবং দুজন দুজনের জীবনের গল্প বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়েছিল চিরদিনের জন্য। শেষে তাদের মৃত্যুর দেখে অনেক খারাপ লেগেছে। রিভিউটা অনেক সুন্দর করে করেছেন দেখে ভালো লাগলো।
আপনার নাটকের রিভিউ টি পড়ে বেশ ভালো লাগলো। নাটকটি পড়ে যা বুঝলাম মনে হচ্ছে অনেক সুন্দর। চেষ্টা করব নাটকটি দেখার।নাটকের বিষয়বস্তু গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।