আমার ভিডিওগ্রাফি:- ঘাসফড়িং 🦗
"সবাইকে আমার ব্লগে স্বাগতম" |
---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো ভিডিওগ্রাফি পোস্ট। আমার ভিডিওগ্রাফি:- ঘাসফড়িং 🦗 আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
লোকেশন:- উত্তরখান ঢাকা বাংলাদেশ।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালোবাসি। তেমনি এখন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা আমার শখের হয়ে গিয়েছে। চোখের সামনে যা ভালো লাগে তাই ফোনের ক্যামেরা বন্দি করতে ভালোবাসি। তাই তো প্রতিনিয়ত নতুন কিছু খোঁজার চেষ্টা করি আপনাদের কে উপহার দেওয়ার জন্য। আজকের ভিডিওগ্রাফি হচ্ছে ঘাসফড়িং নিয়ে। ঘাসফড়িং বিভিন্ন ধরণের রয়েছে। তবে সবুজ ঘাসফড়িং দেখতে একটু বেশি ভালো লাগে। সবুজ হওয়ার কারনে একদমই যেনো সবুজ ঘাসের সাথে মিশে যায় ঘাসফড়িং গুলো।
লোকেশন:- উত্তরখান ঢাকা বাংলাদেশ।
ছোট বেলায় তো ঘাসফড়িং নিয়ে খেলাধুলা করতাম। অনেক সময় তো ঘাসফড়িং ধরতে গিয়ে ঘাসফড়িং এর পা ছুটে যেতো। ঘাসফড়িং এর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা খুব কষ্টকর কাজ। কারন তারা এক জায়গায় বেশিক্ষণ থাকে না। এক জায়গায় থেকে অন্য জায়গায় শুধু লাফালাফি করে। আপনাদের কে ভিডিওগ্রাফি পোস্ট উপহার দেওয়ার জন্য আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি সংগ্রহ করে রাখি। সেই সুবাদে আজকে ও বেশ সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করতে চলেছি। নিচে ঘাসফড়িং এর ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | ভিডিওগ্রাফি পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | আমার ভিডিওগ্রাফি:)- ঘাসফড়িং 🦗 |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
ভিডিওগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
ছোটবেলায় আমিও অনেক ঘাসফড়ি ধরেছি। ঠিক বলেছেন ভাইয়া ঘাসফড়িং ধরতে গেলে দেখা যেত ঘাসফড়িংয়ের কোন একটা অঙ্গ ছুটে যেত। তখন অনেক কষ্ট হতো তাই আর কখনও ঘাসফড়িং ধরতাম না। দূর থেকে শুধু দেখতাম। আজ আপনার ঘাসফড়িং এর ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো। কি সুন্দর সবুজ প্রকৃতির ঘাসগুলোর সাথে সবুজ ঘাসফড়িং মিশে যেন একাকার হয়ে গেছে।
https://x.com/HouqeLimon/status/1807936365440782745?t=5FJ1gFQlHAacw7_TxSWt5g&s=19
একটা সময় গ্রাম অঞ্চলে ঘাসফড়িংগুলো খুব বেশি দেখা যেত। কিন্তু বর্তমান সময়ে যেন বিলুপ্তের পথে এই ঘাসফড়িং। আমি কবে শেষ দেখেছি সেটা আমার মনে নেই। তবে আজকে আপনার ভিডিওগ্রাফির মধ্য দিয়ে দেখতে পেলাম বেশ ভালো লাগলো। আর আপনি খুব সুন্দর ভিডিও করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
আপনি আজ আমাদের মাঝে ধৈর্যতার পরিচয় দিয়েছেন। কারণ এই ধরনের ঘাসফড়িং এর ভিডিওগ্রাফি করতে হলে অনেক ধৈর্য এবং চালাক হওয়া প্রয়োজন, না হলে ঘাস ফড়িং খুব দ্রুত লাফিয়ে চলে। ভিডিওগ্রাফিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ ভাই।
একদমই ঠিক বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে।
দারুন একটি ভিডিওগ্রাফি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। ঘাসফড়িংটি অসাধারণ লাগছে।এই ফড়িংগুলোর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। এই ফড়িংগুলো প্রচন্ড লাফালাফি করে। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।
ঘাসফড়িং এর অনেক সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ঘাস ফড়িং আগে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে এখন আর দেখতে পাওয়া যায় না বললেই চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ঘাসফড়িং এর ভিডিওগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি ঘাসফড়িং এর মাঝে চমৎকার ভিডিওগ্রাফি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালোবাসেন জেনে খুশি হলাম ভাই। সবুজ ঘাসফড়িং দেখতে আমার কাছেও খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে সকাল সকাল দারুণ একটি ভিডিওগ্রাফি পোস্ট উপহার দেওয়া জন্য।
ভাইয়া সত্যিই আপনার অনেক ধৈর্য রয়েছে বলতে হবে। তা না হলে প্রতি সপ্তাহে এভাবে বিভিন্ন ধরনের পোকার ভিডিও শেয়ার করা সম্ভব হতো না। আপনার এই ভিডিওগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। পোকা কখনও এক জায়গায় স্থির থাকে না। আমি তো কয়েকবার ভিডিও করতে গিয়েও আর পারিনি। ঘাস ফড়িং এর ভিডিও আপনি খুব সুন্দর ভাবে করেছেন। এই ঘাস ফড়িং দিয়ে আমিও ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি। ঘাসের মতো সবুজ কালার বলে ধরতে একটু অসুবিধা হতো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
চেষ্টা করুন ঠিক ভিডিওগ্রাফি করতে পারবেন। তবে মনে সাহস রাখতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আপু।
অনেকদিন পরে ঘাস ফড়িং দেখলাম। ছোটবেলায় আমরা এটাকে ঘোড়া বলতাম লাফ দিয়ে লাফ দিয়ে চলতো তাই। ভাইয়া আপনার ঘাসফড়িং এর ফটোগ্রাফি এবং ছবি বেশ ভালো হয়েছে। ধন্যবাদ
একদমই ঠিক বলেছেন আমিও ঘোড়া বলতাম ধন্যবাদ আপনাকে আপু।