বন্ধুর সাথে খরগোশ কিনতে গিয়ে।

in আমার বাংলা ব্লগlast year
বন্ধুর সাথে খরগোশ কিনতে গিয়ে।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Polish_20230518_091233337.jpg
"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। আজকে আমার বাংলা ব্লগ পরিবারের বিশেষ একটা দিন। আজকে হচ্ছে আমার বাংলা ব্লগ পরিবারের ১০০ তম হ্যাংআউট। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুর সাথে খরগোশ কিনতে গিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG_20230122_112440-01.jpeg

IMG_20230122_112426-01.jpeg

IMG_20230122_105524-01.jpeg

গত শুক্রবার জুমার নামাজ শেষ করে বাসায় দিকে আসতেছি। হঠাৎ করে আমার এক বন্ধুর সাথে দেখা। সে বলতেছে চল বন্ধু খরগোশ কিনতে তাই। খরগোশ আমার ছোট বেলা থেকে পছন্দ। তার পরে দুজনে মিলে গেলাম বাজারে। বাজারের পাশেই দোকানটি। একটু পরেই চলে গেলাম।

এক জোড়া খরগোশ এর দাম হচ্ছে ৪০০ টাকা করে। আমার বন্ধু এক জোড়া খরগোশ নিলো। যদিও আমি খরগোশ নিতে চেয়েছিলাম। তবে নেইনি। কারন আমার বাসায় ছোট ভাগ্নি রয়েছে। তার পরে দোকানটির ভিতরে দেখলাম অনেক গুলো খরগোশের বাচ্চা। আমি একটি খরগোশ হাতে নিয়ে ছবি তুললাম।

IMG_20230122_112412-01.jpeg

IMG_20230122_112417-01.jpeg

IMG_20230122_111822-01.jpeg

IMG_20230122_110036-01.jpeg

বিভিন্ন ধরনের কবুতর রয়েছে। কবুতর গুলো দেখতে অনেক কিউট। আমি বিভিন্ন ধরণের কবুতরের ছবি তুললাম। কবুতর দেখতে অনেক ভালো লাগে। আমাদের পাশের বাসার ছাদে কবিতার পারে। সকাল বেলায় তো কবিতার গুলোকে দেখতে অনেক ভালো লাগে। এর পরে আমরা দুজন খরগোশ নিয়ে চলে আসলাম।

শুক্রবারের দিন তাই রাস্তায় লোকজন বেশি। নামাজ শেষে সবাই অনেক ধরনের জিনিস কিনতেছে। এর পরে আমি আমার বন্ধুকে পাঠিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম।

এই ছিলো আমার আজকের আয়োজন। বন্ধুর সাথে খরগোশ কিনতে গিয়ে। সব সময়ই চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশাকরি আপনাদের সবার পোস্ট ভিজিট করে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগরাইটিং ।
ডিভাইজrealme 9
বিষয়বন্ধুদের সাথে খরগোশ কিনতে গিয়ে।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

খরগোশের ছবিগুলো দেখে যেমন ভালো লাগছে ঠিক তেমনি মনটা খারাপ হয়ে গেল। কারণ এই যে আপনার ছবিতে দেখলাম ছোট ছোট বাচ্চা খরগোশগুলো খাঁচার মধ্যে বন্দী রয়েছে। গত দেড় বছর আগে আমারও ঠিক এরকম অনেকগুলো খরগোশের বাচ্চা ছিল,সবগুলোই সাদা ছিল। আমার শখের একটি খরগোশ লালন করেছিলাম। অনেকগুলো বাচ্চা দিয়েছিলো। আর প্রত্যেকটি বাচ্চাকেই আমি যত্নে লালন করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বিয়ের পর থেকে এক এক করে সবগুলোই মারা গেল।বন্ধুর সাথে খরগোশ কেনার অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার ঘটনাটি শুনে খারাপ লাগলো। শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

আসলে ছোটবেলা থেকে খরগোশ আমারও ভীষণ পছন্দের। খরগোশ আমার কাছেও ভীষণ ভালো লাগে দেখতে। আপনি আপনার বন্ধুর সাথে গত শুক্রবার নামাজ শেষে বাজারে গিয়েছিলেন একজোড়া খরগোশ কেনার জন্য। একজোড়া খরগোশ এর দাম ৪০০ টাকা। আপনার বন্ধু এক জোড়া খরগোশ কিনেছিল এবং আপনি খরগোশের কয়েকটা ফটোগ্রাফি করেছেন। সেই সাথে দেখছি খুবই কিউট কবুতরেরও ফটোগ্রাফি করেছেন। সবমিলিয়ে আপনার আজকের আয়োজনটা বেশ ভালোই ছিল।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

ছোট ছোট খরগোশ দেখতে বেশ ভালই লাগে। আপনার বন্ধু নিলো আপনি কেন নিলেন না? আপনার ভাগ্নি পেলে তো খুব খুশি হত। যদিও এই খরগোশ থেকে অনেক অসুখ-বিসুখ হয় একদিক দিয়ে নাকে নিয়ে ভালোই করেছেন। তাছাড়া অনেকেই বাসার ছাদে কবুতর পালে। দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য আপনার অনুভূতি।

 last year 

খরগোশ দেখতে সত্যিই কিউট লাগে। আর খরগোশ পোষা প্রাণী হিসেবে আমার কাছে খুবই প্রিয়। আমারও দুটি খরগোশ ছিল। খুব যত্নে লালন পালন করেছিলাম। তবে হঠাৎ করে একদিন দেখি তাদের ঘর থেকে বেরিয়ে গেছে, তারপর আর খুঁজে পাইনি। যাইহোক মিতা, বন্ধুর সাথে খরগোশ কিনতে গিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন, সেই সাথে সুন্দর বর্ণনা করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আসলে খরগোশ সবাই পছন্দ করে আমার মনে হয়। আপনি তো দেখছি আপনার বন্ধুর সাথে খরগোশ কেনার জন্য বাজারে গিয়েছিলেন এবং খরগোশের বাচ্চার কয়েকটা ফটোগ্রাফি করেছেন। আমাদের সাথে সেগুলো শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। যদিও আপনি খরগোশ কিনতে চেয়েছিলেন কিন্তু পরে কিনেননি। আপনার বন্ধু এক জোড়া খরগোশ কিনেছিলেন ৪০০ টাকা করে। আর ওখানে থাকা কয়েকটা কবুতরেরও ফটোগ্রাফি করেছেন আপনি। আসলে কবুতরগুলো কিন্তু সত্যি অনেক কিউট ছিল। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল বলতে হচ্ছে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

পশুপাখি আমার খুবই পছন্দ। কয় এক প্রজাতের কবুতর ও খরগসের সুন্দর সুন্দর ফটো গ্রাফি করেছেন।গতো তিন বছর আগে আমার চারটি খরগস ছিলো একটু ভুলে আমার সখের খরগস গুলো সব কুকুরের শিকার হয়েগেলো তার পর আর বাড়িতেও থাকা হয় নি খরগস পালন হয়নি।আপনার পোস্টের মাঝে ফটো গুলো দেখে অনেক ভালো লাগল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58836.39
ETH 2494.30
USDT 1.00
SBD 2.44