DIY-এসো নিজে করি "কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ তৈরি" || ১০% প্রিয় লাজুক খ্যাঁক 🦊 এর ||

in আমার বাংলা ব্লগ3 years ago

♨️ সৃজনশীলতাই শক্তি ♨️


20211126_130351.jpg

☃️ "কাগজ দিয়ে স্নো ম্যান তৈরি" ☃️

ভালো লাগে নতুন কিছু শিখতে লিখতে!

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি! আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো DIY-এসো নিজে করি "কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ তৈরি" আমি কিভাবে স্নো ম্যান তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে স্নো ম্যান তৈরি করা যাক!

snowman-6789788__480.webp.png

"✂️প্রয়োজনীয় উপকরণ ✂️"

IMG_20211126_085741.jpg

  • কাগজ
  • কাঁচি ✂️
  • পেন্সিল ✏️
  • সাইন পেন
  • এস্কেল
  • আঠা
"☃️ স্নো ম্যান তৈরির প্রক্রিয়া ☃️"

IMG_20211126_121728-01.jpeg

☃️ "কাগজ দিয়ে স্নো ম্যান তৈরি" ☃️

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

☃️ "স্নো ম্যান তৈরির প্রক্রিয়া চলছে" ☃️

IMG_20211126_090512.jpg

IMG_20211126_090640.jpg

IMG_20211126_091317.jpg

আমি প্রথমেই স্নো ম্যান তৈরি করার জন্য সাদা কাগজ নিয়েছি এবার আমি কাগজটি ছোট করে লম্বা কেটে নিলাম। এবারে আমি সব গুলোকে মাঝ খানে ভাঁজ করে নিলাম। আর এবার আমি ভাঁজ বরাবর আঠা দিয়ে এক এক করে সব গুলোকে লাগিয়ে দিলাম। এবারে আমি কাগজ গুলোর মাথার আঠা লাগিয়ে দিলাম এবারে আমি কাগজ গুলোকে পেঁচিয়ে নিবো।

☃️ "স্নো ম্যান তৈরির প্রক্রিয়া চলছে" ☃️

IMG_20211126_091541.jpg

IMG_20211126_092619.jpg

IMG_20211126_094756.jpg

আমি ভালো করে পেঁচিয়ে নিলাম এবারে আমি কালো কাগজ নিয়েছি এখন আমি পা বানিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এখন স্নো ম্যান এর হাত বানিয়ে নিলাম। এখন আমি রঙ্গিন কাগজ দিয়ে স্নো ম্যান এর হাতের আঙ্গুল বানিয়ে নিলাম।

☃️ "স্নো ম্যান তৈরির প্রক্রিয়া চলছে" ☃️

IMG_20211126_091317.jpg

IMG_20211126_091541.jpg

IMG_20211126_102336.jpg

এবারে আমি আবার ও আগের মতো করে সাদা কাগজ কেটে নিলাম। এবারে কাগজ গুলোকে ভালো করে আঠা দিয়ে পেঁচিয়ে নিলাম। এখন আমি দুইটাকেই ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

☃️ "স্নো ম্যান তৈরির প্রক্রিয়া চলছে" ☃️

IMG_20211126_113322-01.jpeg

এবারে আমি স্নো ম্যান এর প্রথমেই মুখ আর চোখ বানিয়ে নিলাম। তার পরে আমি ছোট রঙ্গিন কাগজ দিয়ে নাক 👃 বানিয়ে নিলাম। এবারে আমি স্নো ম্যান এর টুপি বানিয়ে নিলাম কালো কাগজ দিয়ে।

☃️ "স্নো ম্যান তৈরির প্রক্রিয়া চলছে" ☃️

IMG_20211126_121728-01.jpeg

স্নো ম্যান এর সব কিছু বানিয়ে নেওয়া হয়েছে। এবারে আমি স্নো ম্যান এর শার্টের বোতাম বানিয়ে লাগিয়ে দিলাম। এবারে আমার কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ তৈরি করা হয়ে গেলো।

☃️ "স্নো ম্যান হাতে নিয়ে সেলফি" ☃️

IMG_20211126_121904-01.jpeg

এবারে আমি কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ তৈরি করে হাতে নিয়ে সেলফি নিলাম। আমার তৈরী কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

snowman-5726421__340.webp

বিভাগডাই প্রজেক্ট
ডিভাইজভিভো ওয়াই১২এ
বিষয়কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ তৈরি
লোকেশনবাংলাদেশ 🇧🇩
কারিগরী@limon88

divider-2461548__480.webp

আমার পরিচয়

IMG-20210920-WA0000-01.jpeg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে আপনার তৈরি করা স্নোম্যান টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ভিতরে অনেক সৃজনশীল প্রতিভা আছে যা আপনার প্রতিদিনের পোস্ট দেখেই বোঝা যায় ।আপনি প্রতিদিন নতুন নতুন জিনিস তৈরি করেন এটি আমার কাছে খুবই ভালো লাগে ।শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে দেখিয়েছেন আপনার স্নোম্যান তৈরির প্রক্রিয়াটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক খুশি হলাম আপু দোয়া করবেন আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

লিমন ভাইয়া কাগজ দিয়ে আপনি খুব,সুন্দর কতে স্লো ম্যান তৈরি করেছেন, খুব সুন্দর করে প্রতিটি ধাপ বানিয়েছেন খুন সুন্দর উপাস্থপনা ছিলো শুভকামনা ভাই

 3 years ago 

ধন্যবাদ

দারুণ হয়েছে ভাইয়া আপনার স্নো ম্যান এর অরিগামিটি।বরফ দিয়ে যেভাবে তৈরি করে আপনি কাগজ দিয়েই সেরকম নিখুঁতভাবে তৈরি করেছেন।আর এর মাথার উপর কালো টুপিটাও দারুণ মানিয়েছে।শুভকামনা এবং ভালোবাসা রইলো ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

অনেক দিন পরে ভাই। অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া

এক্সাম চলছিল ভাই।শেষ পরীক্ষাটা দিয়েই আবার আপনাদের মাঝে ফিরে আসলাম❤️

 3 years ago 

ওকে ভাই ভালো করেছেন

একটা কাগজ দিয়ে স্নোম্যান তৈরি করার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ একটি ডাই করেছেন। পর্যাক্রমে ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
এত সুন্দর একটি কাগজের তৈরি স্নোম্যান তৈরি করে আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার প্রতি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

ভাই আপনি অসাধারণ একটা diy প্রজেক্ট তৈরি করেছেন। কাগজ দিয়ে এত সুন্দর করে একটা স্নো ম্যান তৈরি করেছেন, দেখে খুব ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

ভাইয়া আপনার কাগজের তৈরি স্নো ম্যানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটি বানানো একটু জটিল লেগেছে আমার কাছে। কিন্তু আপনি খুব নিখুঁতভাবে এটি তৈরি করেছেন। দেখতে খুবই ভালো লাগছে। তাছাড়া আপনি বানানোর ধাপগুলোও খুব সুন্দরভাবে দেখিয়েছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

তোমার স্নোম্যান খুব সুন্দর হয়েছে। বিশেষ করে তার টুপি আর নাকের অংশটি অনেক বেশি সুন্দর হয়েছে। চালিয়ে যাও ♥️
ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের পেয়ে খুশি হলাম স্যার। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি

 3 years ago 

ভাইয়া আপনার টুপিপরা স্নোম্যান খুবই চমৎকার হয়েছে। টুপিটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। কাগজ দিয়ে স্নোম্যান এই পর্যন্ত আমি কাউকে বানানো দেখি নি, দারুন আইডিয়া শেয়ার করেছেন ভাইয়া দেখে খুব ভালো লাগলো।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ভাইয়া আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি কাগজ দিয়ে খুবই সুন্দর স্নো ম্যান তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপনটি আমার সবচাইতে বেশি ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

জাস্ট অসাধারণ কাগজ দিয়ে আপনি অনেক সুন্দরভাবে একটি স্নোম্যান তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আসলে আপনার মধ্যে অনেক প্রতিভা বিদ্যমান সেটা আপনার কাজ দেখলেই বোঝা যায় আপনি কাগজ ব্যবহার করে অনেক চমৎকার ভাবে একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে প্রতিটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এত সুন্দর একটি স্নোম্যান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 90550.33
ETH 3203.67
USDT 1.00
SBD 3.15