DIY-এসো নিজে করি "কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ তৈরি" || ১০% প্রিয় লাজুক খ্যাঁক 🦊 এর ||
♨️ সৃজনশীলতাই শক্তি ♨️
ভালো লাগে নতুন কিছু শিখতে লিখতে!
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি! আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো DIY-এসো নিজে করি "কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ তৈরি" আমি কিভাবে স্নো ম্যান তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে স্নো ম্যান তৈরি করা যাক!
- কাগজ
- কাঁচি ✂️
- পেন্সিল ✏️
- সাইন পেন
- এস্কেল
- আঠা
আমি প্রথমেই স্নো ম্যান তৈরি করার জন্য সাদা কাগজ নিয়েছি এবার আমি কাগজটি ছোট করে লম্বা কেটে নিলাম। এবারে আমি সব গুলোকে মাঝ খানে ভাঁজ করে নিলাম। আর এবার আমি ভাঁজ বরাবর আঠা দিয়ে এক এক করে সব গুলোকে লাগিয়ে দিলাম। এবারে আমি কাগজ গুলোর মাথার আঠা লাগিয়ে দিলাম এবারে আমি কাগজ গুলোকে পেঁচিয়ে নিবো।
আমি ভালো করে পেঁচিয়ে নিলাম এবারে আমি কালো কাগজ নিয়েছি এখন আমি পা বানিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এখন স্নো ম্যান এর হাত বানিয়ে নিলাম। এখন আমি রঙ্গিন কাগজ দিয়ে স্নো ম্যান এর হাতের আঙ্গুল বানিয়ে নিলাম।
এবারে আমি আবার ও আগের মতো করে সাদা কাগজ কেটে নিলাম। এবারে কাগজ গুলোকে ভালো করে আঠা দিয়ে পেঁচিয়ে নিলাম। এখন আমি দুইটাকেই ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
এবারে আমি স্নো ম্যান এর প্রথমেই মুখ আর চোখ বানিয়ে নিলাম। তার পরে আমি ছোট রঙ্গিন কাগজ দিয়ে নাক 👃 বানিয়ে নিলাম। এবারে আমি স্নো ম্যান এর টুপি বানিয়ে নিলাম কালো কাগজ দিয়ে।
স্নো ম্যান এর সব কিছু বানিয়ে নেওয়া হয়েছে। এবারে আমি স্নো ম্যান এর শার্টের বোতাম বানিয়ে লাগিয়ে দিলাম। এবারে আমার কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ তৈরি করা হয়ে গেলো।
এবারে আমি কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ তৈরি করে হাতে নিয়ে সেলফি নিলাম। আমার তৈরী কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডিভাইজ | ভিভো ওয়াই১২এ |
বিষয় | কাগজ দিয়ে স্নো ম্যান ☃️ তৈরি |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
কারিগরী | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"
কাগজ দিয়ে আপনার তৈরি করা স্নোম্যান টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ভিতরে অনেক সৃজনশীল প্রতিভা আছে যা আপনার প্রতিদিনের পোস্ট দেখেই বোঝা যায় ।আপনি প্রতিদিন নতুন নতুন জিনিস তৈরি করেন এটি আমার কাছে খুবই ভালো লাগে ।শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে দেখিয়েছেন আপনার স্নোম্যান তৈরির প্রক্রিয়াটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক খুশি হলাম আপু দোয়া করবেন আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
লিমন ভাইয়া কাগজ দিয়ে আপনি খুব,সুন্দর কতে স্লো ম্যান তৈরি করেছেন, খুব সুন্দর করে প্রতিটি ধাপ বানিয়েছেন খুন সুন্দর উপাস্থপনা ছিলো শুভকামনা ভাই
ধন্যবাদ
দারুণ হয়েছে ভাইয়া আপনার স্নো ম্যান এর অরিগামিটি।বরফ দিয়ে যেভাবে তৈরি করে আপনি কাগজ দিয়েই সেরকম নিখুঁতভাবে তৈরি করেছেন।আর এর মাথার উপর কালো টুপিটাও দারুণ মানিয়েছে।শুভকামনা এবং ভালোবাসা রইলো ভাইয়া আপনার জন্য।
অনেক দিন পরে ভাই। অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া
এক্সাম চলছিল ভাই।শেষ পরীক্ষাটা দিয়েই আবার আপনাদের মাঝে ফিরে আসলাম❤️
ওকে ভাই ভালো করেছেন
একটা কাগজ দিয়ে স্নোম্যান তৈরি করার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ একটি ডাই করেছেন। পর্যাক্রমে ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
এত সুন্দর একটি কাগজের তৈরি স্নোম্যান তৈরি করে আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার প্রতি।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
ভাই আপনি অসাধারণ একটা diy প্রজেক্ট তৈরি করেছেন। কাগজ দিয়ে এত সুন্দর করে একটা স্নো ম্যান তৈরি করেছেন, দেখে খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
ভাইয়া আপনার কাগজের তৈরি স্নো ম্যানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটি বানানো একটু জটিল লেগেছে আমার কাছে। কিন্তু আপনি খুব নিখুঁতভাবে এটি তৈরি করেছেন। দেখতে খুবই ভালো লাগছে। তাছাড়া আপনি বানানোর ধাপগুলোও খুব সুন্দরভাবে দেখিয়েছেন।
অনেক ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো
তোমার স্নোম্যান খুব সুন্দর হয়েছে। বিশেষ করে তার টুপি আর নাকের অংশটি অনেক বেশি সুন্দর হয়েছে। চালিয়ে যাও ♥️
ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌
আপনার গঠনমূলক মন্তব্যের পেয়ে খুশি হলাম স্যার। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি
ভাইয়া আপনার টুপিপরা স্নোম্যান খুবই চমৎকার হয়েছে। টুপিটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। কাগজ দিয়ে স্নোম্যান এই পর্যন্ত আমি কাউকে বানানো দেখি নি, দারুন আইডিয়া শেয়ার করেছেন ভাইয়া দেখে খুব ভালো লাগলো।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো
ভাইয়া আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি কাগজ দিয়ে খুবই সুন্দর স্নো ম্যান তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপনটি আমার সবচাইতে বেশি ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
জাস্ট অসাধারণ কাগজ দিয়ে আপনি অনেক সুন্দরভাবে একটি স্নোম্যান তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আসলে আপনার মধ্যে অনেক প্রতিভা বিদ্যমান সেটা আপনার কাজ দেখলেই বোঝা যায় আপনি কাগজ ব্যবহার করে অনেক চমৎকার ভাবে একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে প্রতিটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এত সুন্দর একটি স্নোম্যান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য
আপনাকেও ধন্যবাদ ভাইয়া