রঙিন কাগজ দিয়ে বৃষ্টির দিনে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ব্যাঙ তৈরি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
শুভ সকাল 🌅
ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম। ভালো থাকা মানেই স্টীমিট প্লাটফর্ম। হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে। ডাই প্রজেক্ট গুলো করতে ভীষণ ভালোবাসি। ** রঙিন কাগজ দিয়ে বৃষ্টির দিনে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ব্যাঙ তৈরি।** আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
রঙিন কাগজ
পেন্সিল
কাঁচি
আঠা
সাইন পেন
- প্রথমেই আমি সবুজ রঙের রঙিন কাগজ নিলাম। তার পরে পেন্সিল দিয়ে গোল দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। তার পরে গোলাপি রঙের রঙিন কাগজ নিলাম। আবারো গোল দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তার পরে সাদা কাগজ নিলাম।
- এবার আমি সাদা কাগজের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তার পরে সবুজ রঙের রঙিন কাগজের মধ্যে পেন্সিল দিয়ে ছোট গোল দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার আমি সাদা কাগজ গোল দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। দুটোকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
- এবার আমি সাইন পেন দিয়ে চোখ বানিয়ে নিলাম। তার পরে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার আমি সবুজ রঙের রঙিন কাগজ নিলাম। তার পরে চিকন করে কেটে নিলাম। এবার আমি এটাকে পাতার মতো করে কেটে নিলাম। তার পরে সাইন পেন দিয়ে দাগ দিয়ে দিলাম।
- এবার আমি ব্যাঙের মাথার উপরে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তার পরে ব্যাঙের হাত পা সাইন পেন দিয়ে বানিয়ে নিলাম। এবার আমি ব্যাঙের হাতের সাথে ছাতা লাগিয়ে দিলাম। তার পরে লাল রঙের রঙিন কাগজ কেটে ব্যাঙের জিহ্বা তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার আমি নীল রঙের সাইন পেন দিয়ে বৃষ্টির ফোঁটা ফোঁটা দাগ দিয়ে দিলাম চতুর্দিকে। তার পরে ব্যাঙের শরীরের মধ্যে সবুজ রঙের সাইন পেন দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার আমি কাজ শেষ করলাম।
- রঙিন কাগজ দিয়ে বৃষ্টির দিনে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ব্যাঙ তৈরি করা হয়েছে। এবার আমি কিছু ছবি তুললাম। আশাকরি আপনাদের সবার ডাই প্রজেক্ট দেখে ভালো লেগেছে। আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। ডাই প্রজেক্ট গুলো করতে ভীষণ আনন্দ উপভোগ করি। এধরনের ডাই প্রজেক্ট দেখলে মন ভালো হয়ে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
বিভাগ | ডাই প্রজেক্ট। |
---|---|
ডিভাইজ | Vivo Y12A |
বিষয় | রঙিন কাগজ দিয়ে বৃষ্টির দিনে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ব্যাঙ তৈরি। |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
রঙ্গিন কাগজ দিয়ে খুব দক্ষতার সাথে বৃষ্টির দিনে ছাতা মাথায় একটি ব্যাংকের দৃশ্য আপনি তৈরি করলেন। সত্যিই এই পোস্টটি আমার খুবই ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।
ব্যাঙ বানান ঠিক করে নিয়েন। আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
https://twitter.com/HouqeLimon/status/1607184502660673536?t=05j5-iBjKXYJRdD7CSAf2Q&s=19
ভালো থাকার একমাত্র প্লাটফর্ম হচ্ছে আমার বাংলা। আমিও ভালবাসি আমার বাংলা ব্লগ কমিউনিটি কে। আপনি বৃষ্টিতে মাথায় ছাতা নিয়ে খুব সুন্দর করে একটি ব্যাঙের চিত্র অংকন করেছেন।দেখতে অনেক ইউনিক হয়েছে। আপনার আজকের তৈরি করা ব্যাঙের মাথায় ছাতার চিত্রটি আমার কাছে বেশ ভালো লেগেছে।
ভাই এখন কম্বল গায়ে ব্যাংয়ের ছবি দেওয়া লাগত।চারদিকে যা শীত।হাহাহা। অনেক সুন্দর হয়েছে আপনার প্রজেক্ট টি।ব্যাংয়ের ছাতা টি কি কচু পাতা নাকি কলাপাতা? ধন্যবাদ ভাইয়া কিউট ডাই প্রজেক্ট টি শেয়ার করার জন্য।
কচু পাতা ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার চিন্তাভাবনা এবং কাজ দুটোই খুবই ইউনিক ছিল।এতে করে আমরা অনেক দারুন একটি জিনিস দেখতে পেলাম। আর্ট এবং রঙিন কাগজ এ দুটোর সমন্বয় ঘটিয়ে খুব চমৎকার একটি ব্যাঙ এবং ব্যাঙের ছাতা বানিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
এই শীতের ভেতর ব্যাঙটাকে যে বৃষ্টিতে ভেজাচ্ছেন,ওর তো ঠান্ডা লাগবে।না মেনে নিতে পারলাম না ভাই।
খুব সুন্দভাবে উপস্থাপন করেছেন, শুভ কামনা রইলো😊।
ভাইয়া আপনার এই ইউনিক আইডিয়ার প্রশংসা না করে পারলাম না। আমি তো আপনার পোস্ট দেখে ভেবেছিলাম এটি আর্ট করেছেন। কিন্তু পরে টাইটেল দেখে আর ধাপগুলো দেখে বুঝতে পারলাম এটা আর্ট নয় ডাই। আমি এই ডাই দেখে তো অবাক হয়ে গেলাম এত সুন্দর লাগছে যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে একদম ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
ভাইয়া, আপনার diy টি খুবই কিউট হয়েছে দেখতে।শীতকালে বর্ষাকালের ব্যাঙ তৈরিটা অনেক মজার বিষয় ছিল।তাছাড়া কাগজ এবং অঙ্কন সবমিলিয়ে দারুণ হয়েছে আপনার কাজটি।বেশ ভালো লাগলো দেখে, ধন্যবাদ আপনাকে।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.