সৃজনশীলতাই শক্তি "ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম" |
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি 💞
কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাহলাম ডাই প্রজেক্ট নিয়ে পাখির কার্টুন আর্ট 🐦 আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
সাদা কাগজ
পেন্সিল
হার্ড বোর্ড
রং পেন্সিল
রাবার
- আমি অংকন করতে বসে পরলাম। এবার আমি সাদা কাগজ আর হার্ড বোর্ড পেন্সিল নিলাম। এবার আমি পেন্সিল দিয়ে দুই দিকে দাগ দিয়ে দিলাম। তার পরে মাঝখানে দাগ দিয়ে দিলাম। তার পরে উপরের নিচে দাগ দিয়ে দিলাম।
- এবার আমি পেন্সিল দিয়ে পাখির চোখ অংকন করে নিলাম। তার পরে এবার আমি পেন্সিল দিয়ে পাখির ঠোঁট অংকন করলাম।
- এবার আমি পাখির ডানা অংকন করলাম। তার পরে আমি এবার পেন্সিল দিয়ে পাখির লেজ বানিয়ে নিলাম।
- এবার আমি নিচের দিকে দাগ দিয়ে দিলাম। এখন আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে পাখির পা অংকন করলাম।
- অংকন করা হয়েছে। এবার আমি লাল রং পেন্সিল দিয়ে পাখির মাথা রং করলাম। এবার আমি চোখ রং পেন্সিল দিয়ে রং করলাম।
- এবার আমি হলুদ রং পেন্সিল দিয়ে রং করলাম। তার পরে আমি বেগুনী রং পেন্সিল দিয়ে পাখির ডানা রং করলাম। এখন আমি সবুজ রং পেন্সিল দিয়ে পাখির লেজ রং করলাম।
- এবার আমি পাখির পা রং করবো। আমি রং পেন্সিল দিয়ে পাখির পা রং করে নিলাম।
- রং করা শেষ করলাম। এবার হয়ে গেলো পাখির কার্টুন আর্ট। এবার আমি সাক্ষর দিয়ে দিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি। আবার ও দেখা হবে নতুন কোন পোস্টে।
| বিভাগ | ডাই প্রজেক্ট |
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | পাখির কার্টুন আর্ট |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| আর্ট | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
খুব সুন্দর করে একটি পাখির চিত্র আর্ট করেছেন ভাইয়া,দেখে বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব ভালো করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইলো।
ধন্যবাদ আপনাকে
পেন্সিল দিয়ে আপনি চমৎকার একটি পাখির কার্টুন এর চিত্র অংকন করেছেন ভাইয়া। রং করার কারণে দেখতে সুন্দর লাগছে। চিত্র অংকন এর প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। ভালো থাকুন
পাখির কার্টুন আর্টটি খুবই সুন্দর হয়েছে ভাই। খুব কিউট লাগছে দেখতে । ধন্যবাদ সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
পাখির চিত্রটি খুব সুন্দরভাবে এঁকেছেন। সিম্পল হলেও দেখতে খুব ভাল লাগছে। ধন্যবাদ ভাই।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া
আপনি অনেক সুন্দর হবে একটি পাখির কার্টুন আর্ট তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল
আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে পাখির কার্টুন আর্ট করেছেন।পাখিটা দেখতে অনেক কিউট দেখাচ্ছে। কালার অনেক সুন্দর ভাবে মিলিয়েছেন। আপনার আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে।ধন্যবাদ সুন্দর আর্ট শেয়ার শেয়ার করার জন্য।
আপু আপনার হাতের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। আর্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে
পাখির কার্টুন এর চিত্র অংকনকে দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে পাখির ঠোঁটের চিত্র অংকনটি দারুন হয়েছে। অনেকটা মাছরাঙ্গা পাখির মতো দেখতে লাগছে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া