DIY-এসো নিজে করি "রঙ্গিন কাগজ দিয়ে জিরাফ🦒 তৈরী" ১০% প্রিয় লাজুক খ্যাঁক 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

♨️ সৃজনশীলতাই শক্তি ♨️



IMG_20211107_192842-01.jpeg

🦒 "জিরাফ হাতে নিয়ে সেলফি" 🦒

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDmA6r5d8eJvYvh5CgDDHr1WVNikSBVoFez5xz8Tg2Rcs7ezqxZzHWeYeHX2fKBAKXywnWsmNv.png

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি

আশাকরি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ব্লগে আপনাকে স্বাগতম 💐

আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ইউনিক ডাই প্রজেক্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। DIY-এসো নিজে করি রঙ্গিন কাগজ দিয়ে জিরাফ🦒 তৈরী। চলুন তাহলে জিরাফ তৈরি করি।

giraffe-6387882__480.webp.png

🦒 প্রয়োজনীয় উপকরণ 🦒

IMG_20211107_180602.jpg

  • রঙ্গিন কাগজ
  • পেন্সিল ✏️
  • কাঁচি ✂️
  • আঠা
  • সাইন পেন
  • এস্কেলে

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

🦒 জিরাফ তৈরি প্রক্রিয়া🦒

IMG_20211107_192542-01.jpeg

🦒 "রঙ্গিন কাগজের জিরাফ " 🦒

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDmA6r5d8eJvYvh5CgDDHr1WVNikSBVoFez5xz8Tg2Rcs7ezqxZzHWeYeHX2fKBAKXywnWsmNv.png

animal-4487438__480.webp

🦒 জিরাফ তৈরি প্রক্রিয়া চলছে🦒

IMG_20211107_181159.jpg

IMG_20211107_181830.jpg

IMG_20211107_181540.jpg

IMG_20211107_182216.jpg

আমি রঙ্গিন কাগজ দিয়ে জিরাফ🦒 তৈরী করার জন্য প্রথমেই একটা রঙিন কাগজ নিয়েছি এবারে আমি কাগজের মাঝখানে পেন্সিল দিয়ে দাগ টেনে নিলাম এস্কেলের সাহায্যে। পেন্সিল এর দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবারে কাগজের উপরে দাগ দিয়ে দিলাম।

🦒 জিরাফ তৈরি প্রক্রিয়া চলছে🦒

IMG_20211107_182812.jpg

IMG_20211107_183745.jpg

IMG_20211107_183327.jpg

IMG_20211107_184758.jpg

কাঁচি দিয়ে কেটে নিলাম এবার ভাঁজ করে নিলাম তারপর আমি আঠার সাহায্যে লাগিয়ে দিলাম। তারপর আমি একটি ছোট রঙ্গিন কাগজ নিয়েছি কাগজটি কে কাঁচি দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে এবার আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

🦒 জিরাফ তৈরি প্রক্রিয়া চলছে🦒

IMG_20211107_185649.jpg

IMG_20211107_190253.jpg

IMG_20211107_190028.jpg

IMG_20211107_190629.jpg

এবারে আমি কাগজের সাহায্যে মুখের মতো করে গোল করে কাগজ কেটে নিলাম কাগজের সাহায্যে জিরাফ এর কান সিং বানিয়ে নিলাম। তারপর আমি চোখ বানিয়ে নিলাম। তারপর আমি সাইন পেন এর সাহায্যে মুখ বানিয়ে নিলাম। আর জিরাফ এর গায়ের রং এর জন্য আমি ছোট ছোট করে কাগজ কেটে নিলাম।

🦒 জিরাফ তৈরি প্রক্রিয়া চলছে🦒

IMG_20211107_191152.jpg

IMG_20211107_191825.jpg

IMG_20211107_191806.jpg

IMG_20211107_191841.jpg

আমি আঠার সাহায্যে কাগজ গুলোকে লাগিয়ে দিলাম। তারপর আমি যে জিরাফ এর মুখ বানিয়ে নিলাম এটা এখন আমি আঠার সাহায্যে লাগিয়ে দিলাম। এবারে আমি তৈরি করে ফেললাম রঙ্গিন কাগজ দিয়ে জিরাফ 🦒

🦒 জিরাফ তৈরি হয়ে গেলো🦒

IMG_20211107_192542.jpg

IMG_20211107_192303.jpg

আমি রঙ্গিন কাগজ দিয়ে জিরাফ🦒 তৈরী করে ফেললাম এখন আমি জিরাফ 🦒 টিকে নীল রঙের কাগজের উপরে নিয়েছি এবার জিরাফ এর ছবি তুললাম।

animal-4487438__480.webp

🦒 জিরাফ হাতে নিয়ে সেলফি🦒

IMG_20211107_192842-01.jpeg

🦒 "জিরাফ হাতে নিয়ে সেলফি" 🦒

আমার তৈরি জিরাফ 🦒 দেখতে অনেক কিউট হয়েছে। রঙ্গিন কাগজ দিয়ে জিরাফ🦒 তৈরী করে আমি জিরাফ 🦒 এর সাথে সেলফি নিলাম। আমার তৈরি জিরাফ আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সহযোগিতা কামনা করছি। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম খোদা হাফেজ ❤️

woman-5188699__340.webp

ছবির বিবরণ
বিভাগDIY-এসো নিজে করি
ডিভাইজভিভো ওয়াই১২এ
বিষয়"রঙ্গিন কাগজ দিয়ে জিরাফ🦒 তৈরী"
লোকেশনবাংলাদেশ 🇧🇩
কারিগরি@limon88

divider-2461548__480.webp

🙋‍♂️ আমার পরিচয় 🙋‍♂️

IMG-20210920-WA0000-01.jpeg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"

❤️ আল্লাহ হাফেজ ❤️

standard_Discord_Zip.gif

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif

banner-abb3-2.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার কাগজ দিয়ে বানানো জিরাফটি অন্যরকম হয়েছে দেখতে খুব ভালো লাগছে ।মনে হচ্ছে জিরাফটি ঘাড় বাঁকিয়ে আমাদেরকে দেখছে। দেখতে অনেক কালারফুল হয়েছে ।আপনি খুব নিখুঁতভাবে আস্তে আস্তে জিনিসটি বানিয়েছেন অনেক ভালো লাগলো দেখে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

ভাই, আপনে কাগজ দিয়ে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস বানিয়ে আমাদেরকে অবাক করে দিয়ে।যাচ্ছেন।

আজকের কাগজের তৈরি জিরাফ অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

খুবই চমৎকার করে রঙ্গিন কাগজ দিয়ে জিরাফ🦒 তৈরী" করেছেন।অনেক অনেক সুন্দর হয়েছে শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি জিরাফ আমাদের উপহার দিয়েছেন। এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন আপনার রঙিন কাগজের জিরাফ তৈরি। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

আসলেই আপনার তৈরি জিরাফটি দেখতে খুব কিউট হয়েছে। জিরাফটি মুখটি দেখেই অনেক মায়া মায়া লাগছে। জিরাফের গায়ে কাগজ দিয়ে যে দাগগুলো দিলেন ওইগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ওইগুলো দেওয়াতে অনেক বেশি বাস্তবের মতো লাগছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু ভালো থাকুন

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে জিরাফ তৈরি করেছেন অনেক সুন্দর ভাবে। অনেক ভালো লাগলো। আপনার প্রতিনিয়ত কাগজ দিয়ে নিত্যনতুন আমরা পোস্ট দেখি। আজকের টা অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন। আমার দেখতে ভালোই লাগে। আজকের জিরাফটি খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে বানানো টা শেয়ার করেন যা দেখে খুব সহজে বোঝা যায়। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু ভালো থাকুন

 3 years ago 

ভাইয়া আপনার তৈরিকৃত রঙিন কাগজের জিরাফ টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। জিরাফ তৈরীর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে জিরাপ অনেক সুন্দর হয়েছে আর আপনি তো এই রঙিন কাগজ দিয়ে কাজ করায় অনেক দক্ষ। আপনার প্রতিটি কাজ অনেক সুন্দর।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আশাকরি পাশেই থাকবেন ভালো থাকুন

আপনার কাগজ দিয়ে বানানো জিরাফটি অনেক সুন্দর হয়েছে। পোস্টে তৈরির প্রক্রিয়াগুলো গুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।শুভকামনা আপনার জন্য

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আশাকরি পাশেই থাকবেন ভালো থাকুন

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37