নাটক রিভিউ:)- বাগদত্তা।
"নাটক প্রেমিকদের কে স্বাগতম" |
---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। নাটক রিভিউ:)- বাগদত্তা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
নাটক:- | বাগদত্তা। |
---|---|
পরিচালক:- | আনিচুর রহমান রাজীব। |
চিত্রনাট্য:- | গোলাম সারোয়ার অনিক। |
অভিনয়ে:- | শাশ্বত দত্ত,আয়েশা, মাসুম বাশার,মিলি বাশার,রকি খান,শিখা মৌ এবং আর ও অনেকেই। |
ভাষা:- | বাংলা। |
দেশ:- | বাংলাদেশ। |
ধরন:- | সামাজিক এবং শিক্ষামূলক। |
দৈর্ঘ্য:- | ৪৪ মিনিট। |
মুক্তিপায়:- | ৫ ডিসেম্বর ২০২৪। |
রিভিউ:- | @limon88 |
ইমরান এর বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। সেখানে গিয়ে আয়শাকে পছন্দ করেন ইমরান এর বাবা মা। এর পরে ইমরান কে এবং আয়েশাকে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। এর পরে তারা দুজন মিলে বাসার ছাদে চলে যায়। এর পরে তাদের দুজন দুজনের পছন্দ হয়। এবং বেশ কিছু সময় তারা কথা বলার পর রুমে চলে আসে। এর পরে ইমরান এর মা আয়েশা কে রিং পরিয়ে দেয়। তার পরে তারা সবাই বাসায় চলে আসে। এর পরে থেকে ইমরান এবং আয়েশার দেখা হয় এবং তারা গল্প করে। এভাবেই সব কিছু ঠিকঠাক চলতে থাকে চলতে থাকে।
ইমরান হচ্ছে পেশায় একজন ডাক্তার। হঠাৎ করে একদিন ইমরান এর কাছে একদিন ইমার্জেন্সি রোগী আসে। এর পরে হঠাৎ করে রোগী মারা যায়। এদিকে রোগীর পরিবারের লোকজন ইমরান কে দোষ দেয় তার কারনে নাকি রোগী মারা গেছে। এর পরে ইমরান কে মারধর করে এবং ভিডিও করে ফেসবুকে শেয়ার করেন। এর পরে লোকজন না বুঝে সেই ভিডিও ভাইরাল করে দেন। এর পরে ইমরান কে পুলিশ ধরে নিয়ে যায়। এর পরে আয়েশা দেখা করতে যায়। এর পরে তাদের মধ্যে কথা হয়। ইমরান বলে আমি এই কাজ করিনি। এর পরে আয়েশা ইমরান কে বুঝিয়ে চলে আসে।
এর পরে তো আয়েশার বাবা মা তাদের বিয়ে ভেঙে দিতে চায়। এর পরে আয়শা তাদের সাথে কথা বলে এর পরে ও আয়েশার জন্য বিয়ে ঠিক করে। আর এদিকে ইমরান এর সাথে দেখা করে আয়শা। এর পরে দুজন দুজনের সাথে কথা বলে। এর পরে ইমরান এর হাত ধরে বলে সে কখনো ইমরান কে ছেড়ে যাবে না। এর পরে আয়শা সেখানে থেকে বাসায় চলে আসে।
আজকে আয়েশার বিয়ে তাকে বিয়ের সাজে সাজানো হয়েছে। আয়েশা তো মনে মনে সব ঠিক করে রেখেছে সময় এবং সুযোগ পেলে সে বাসায় থেকে বের হয়ে চলে যাবে ইমরান এর কাছে। এদিকে ইমরান যে দোষ তার ঘাড়ে চেপেছিলো সেটা থেকে মুক্তি পায়। এর পরে ফেসবুক লাইফে এসে ইমরান বেশি কিছু কথা বলেন ফেসবুক ব্যবহারকারীদের উদ্দেশ্যে। এর পরে কিছুক্ষণ পর সেখানে আয়শা ছুটে আসে। তাদের দুজন মিলিত হয়ে যায়। এর পরে এখানে নাটকটি শেষ হয়ে যায়।
বাগদত্তা নাটকটি আমি গতকাল দেখলাম। নাটকটি গল্প আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নাটকটির মাধ্যমে নাটকের পরিচালক আমাদের সকলের জন্য চমৎকার একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। একজন ডাক্তার রোগীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। একজন ডাক্তার সব সময়ই রোগীর জন্য ভালো ঔষধ সাজেস্ট করে থাকেন। অনেক সময় আমরা ঔষধ এর দাম বেশি থাকার কারনে অনেক সময় কম দামী ঔষধ কেনার চেষ্টা করি। এধরনের ঔষধ গুলো অনেক সময় রোগীর মৃত্যুর কারন হয়ে দাঁড়ায়। এই নাটকটিতে ও এমন একটি ঘটনা ফুটে উঠেছে। এসব দিক থেকে আমরা না বুঝে ডাক্তারের দোষ দিয়ে থাকি। রোগীর পরিবার ডাক্তার কে মারধর করেন এবং ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেন। আমরা না বুঝে সেটা শেয়ার করি। এজন্য ডাক্তারদের ও বিপদে পরতে হয় তাদের ক্যারিয়ার নিয়ে। এজন্য আমাদের সতর্ক থাকা উচিত হঠাৎ করে কোন ধরনের ভিডিও না বুঝে শেয়ার না করা। যদিও নায়ক এবং নায়িকার বিয়ে নিয়ে ঝামেলা হয়। শেষ মেষ তাদের মিলন হয় এজন্য আরো বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা যারা নাটক প্রেমিক রয়েছেন নাটকটি দেখবেন। আশাকরি আপনার নাটকটি দেখার পর অনেক ভালো লাগবে। আর নাটক রিভিউ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | নাটক রিভিউ। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | বাগদত্তা। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
রিভিউ | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
https://x.com/HouqeLimon/status/1865659652614357299?t=5oDy7Bfnm0Vsuj-FoO4H7w&s=19
নতুন একটি নাটকের সাথে পরিচয় করিয়ে দিলেন ভাই।নাটক টা অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন।খুব ভালো লেগেছে গল্পটা।ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
নাটকটি দেখলে আশাকরি ভালো লাগবে ধন্যবাদ আপনাকে ভাই।
আজকে দেখছি আপনি আমাদের মাঝে বাগদত্তা নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে নাটকটি রিভিউ করেছেন। নাটকের রিভিউটা পড়ে অনেক ভালো লাগলো সময় করে অবশ্যই নাটকটি দেখব। আপনার জন্য শুভকামনা রইলো।
বেশ সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর ভাবে নাটকটি সম্পর্কে বিস্তারিত লিখেছেন। নাটকটি পড়ে অনেক ভালো লাগলো। যদিও নাটকটি আমার দেখা হয়নি চেষ্টা করব নাটকটি দেখার জন্য। ধন্যবাদ ভাই দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দেখবেন আশাকরি ভালো লাগবে সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।
বাগদত্তা নাটকের রিভিউ পড়তে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই নাটকের কাহিনীটা খুব সুন্দর ছিল। আপনি এত সুন্দর করে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।
নাটকের মধ্যে খুব সুন্দর একটা মেসেজ রয়েছে। ভালো লাগলো আপনার আজকের নাটক রিভিউ টা দেখে। নাটকের গল্পটা বেশ দারুন। খুব সুন্দরভাবে পুরো নাটকের রিভিউ টা উপস্থাপন করেছেন। সময় করে নাটক টা দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ নাটকটি আমি কিছুদিন আগে দেখেছিলাম৷ আজকে আপনার কাছ থেকে এই নাটক এর রিভিউ পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এই নাটকের মধ্যে ঘটে যাওয়া সবকিছু এখানে আপনার এই রিভিউ এর মাধ্যমে শেয়ার করছেন তা দেখে খুব ভালো লাগলো৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷