জেনারেল রাইটিং:- নতুন বাসা দেখার অভিজ্ঞতা।
"আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম" |
---|
শুভ রাত্রি 🌃
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জেনারেল রাইটিং পোস্ট:- নতুন বাসা দেখার অভিজ্ঞতা। তাহলে চলুন এবার শুরু করা যাক।
আজকে ছিলো শুক্রবার ছুটির দিন। সারাদিন ভীষণ ব্যস্ত সময় পার করলাম। ঢাকা শহরে আমরা যারা বাসা ভাড়া থাকি। বেশ কিছু বাড়িওয়ালা আমাদের সাথে দুর্নীতি করে থাকেন। আমাদের সাথে কারেন্ট বিল নিয়ে অনেক দিন থেকেই দুর্নীতি হচ্ছিলো। গতকাল যখন আমি বাড়িওয়ালাকে হাতে নাতে ধরে ফেলি তখন আমার সাথে বাড়িওয়ালা ঝামেলা সৃষ্টি করতে চায়। মূলত আমাদের রুমের কারেন্ট এর লাইন দিয়ে অন্য রুমে চালাতো। এর পরে প্রয়োজনের চেয়ে অনেক বেশি কারেন্ট বিল আসতো।
এর পরে সিদ্ধান্ত নিলাম এ বাসায় আর থাকা যাবে না। ইদানিং বাড়িওয়ালার ভাবসাব দেখে আমার কাছে ও ভালো লাগতেছে না। এর পরে আজকে সকালে খাওয়া দাওয়া করে নতুন বাসা দেখার জন্য বের হয়ে গেলাম আমি আমার ওয়াইফ এবং লিয়া মনি কে সাথে নিয়ে। আমাদের অফিসের পাশেই বেশ কয়েকটি বাসা দেখলাম। যদিও প্রথম দিকে বাসা পছন্দ হচ্ছিলো না। অনেক সময় বাসা ভালো হলে বাড়িওয়ালার কথা বার্তা ভালো লাগতো না। এর পরে আমরা আমাদের পছন্দের মধ্যে বাসা পেলাম। মূলত বাড়িওয়ালা এবং বাড়িওয়ালির ব্যবহার আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
এর পরে সিদ্ধান্ত নিলাম বাসা ভাড়া নিলে এখানেই নিবো। এবার আমি বাড়িওয়ালা ভদ্রলোকের সাথে কথা বলে কিছু টাকা অ্যাডভান্স করে দিলাম। সামনের মাসের এক তারিখে আমরা নতুন বাসায় উঠবো ইনশাআল্লাহ। এর পরে আমরা আর দেরি না করে বাসায় চলে আসলাম। আসলে টাকা দিয়ে বাসা ভাড়া থাকবো ঝামেলা ভালো লাগে না। দেখা যাক নতুন বাসায় গিয়ে কি হয়। তবে আমার বিশ্বাস আশাকরি ভালো হবে ইনশাআল্লাহ। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | নতুন বাসা দেখার অভিজ্ঞতা। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
রাইটার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
যেখানে নিজেদেরকে মানিয়ে চলা সম্ভব হয়ে ওঠে না সেখানে থাকা যায় না। যেহেতু আপনি দেখেছেন বাড়িওয়ালার ভাব সব ভালো না তাই সেখানে না থাকাটাই উচিত মনে করি। যাইহোক নতুন বাসা দেখার জন্য আপনি বের হয়েছেন এবং সে বিষয়ে বিস্তারিত আমাদের জানানোর চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো।
https://x.com/HouqeLimon/status/1824476392404500720?t=yCODbY7YVkDFDxdepVlvww&s=19
বাসা পরিবর্তন আসলেই ভীষণ ঝামেলার কাজ ভাই! সাথে বিরক্তিকর ও! একটা বাসায় তো আর কম জিনিস থাকে না। ছোট বাবু নিয়ে সেগুলো গোছাতে ভাবীর বেশ ভোগান্তি পেতে হবে। আর জেনে শুনেও আসলে এমন অসৎ বাড়িওয়ালার বাসায় থাকা যায় না! মানুষ আসলে অন্যায় কাজ করতে একটুও ভাবে না আজ-কাল!
একদমই ঠিক বলেছেন দোয়া করবেন ধন্যবাদ আপনাকে আপু।
একদম ঠিক বলছেন আপনি বর্তমান সময়ে জিনিসের দামের পাশাপাশি বাসা ভাড়ার দাম অনেক বেশি। তবে কিছু কিছু বাসার মালিক আছেন যাদের ব্যবহার খুবই খারাপ। আসলে বাড়িওয়ালা যদি ভালো না হয় তাহলে সেখানে থেকে ভালো লাগেনা। যেহেতু আপনার রুমের কারেন্ট দিয়ে অন্যরুমে চালাতে খুবই জঘন্য একটি খারাপ কাজ। যাদের নীতি ঠিক থাকে না সে মানুষ কখনো ভালো হতে পারে না। যাক অবশেষে আপনি আপনার পছন্দ মত একটি বাসা খুঁজে পেলেন।
দোয়া করবেন আপু আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আসলে এখনকার সময়ে ভালো মানুষের বাসায় ভাড়া থাকতে পারাটা অনেক বড় বিষয়। তুমি বাসা নিয়ে ঝামেলায় আছো জেনে খারাপ লাগলো। চেষ্টা করে যাও ইনশাআল্লাহ ভালো কোন বাড়িওয়ালার বাসা পেয়ে যাবে। বাসা সুন্দর হওয়ার থেকে বাড়িওয়ালা ভালো মানুষ হওয়া বেশি জরুরি।
বর্তমান সময়ে বাসা চেঞ্জ করা সব থেকে বেশি ঝামেলার কাজ।যতই দিন যাচ্ছে বাসা ভাড়া দিন দিন বাড়ছে।আপনার বাড়িওয়ালার কথাগুলো শুধু শুনে খুব খারাপ লাগলো। বাড়িওয়ালা ভালো না হলে সেখানে থাকাটা অনেক কঠিন ব্যাপার। খোঁজাখুঁজির পর অবশেষে নতুন একটি বাসা পেয়ে গেলেন।
আজকে আপনি নতুন বাসা দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন, জেনে খারাপ লাগলো বাসা পরিবর্তন করবেন। কেননা ঢাকা শহরে বাসা চেঞ্জ করতে অনেক ঝামেলা পোহাতে হয়। তবে বাড়িওয়ালার ব্যবহার যেহেতু খারাপ এবং আপনার সাথে দুর্নীতি করেছে, তাই বাসা পরিবর্তন করাটাই ভালো হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে নতুন বাসার বাড়িওয়ালা অনেক ভালো মনের মানুষ হবে। এক তারিখে সাবধানে বাসা চেঞ্জ করিয়েন। শুভকামনা রইল।
কিছু কিছু বাড়িওয়ালা আছে যারা কারেন্টের লাইন নিয়ে অনেক ঝামেলা করে। চুপি চুপি বিভিন্ন লাইন সংযুক্ত করে দেয়। এর ফলে ভাড়াটিয়ারা অনেক বিপদের মধ্যে পরে আর বাড়তি টাকা কারেন্ট বিল দিতে হয়। ভাইয়া আপনি বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছেন। নতুন বাসা পেয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো।
আসলে বাড়িওয়ালারা যদি ভালো হয় তাহলে সেই বাসায় থাকতে কোন ধরনের সমস্যা হয় না এবং ভালো লাগে৷ তবে যদি বাড়িওয়ালা খারাপ হয় তখন তার থেকে জঘন্যতম কাজ আর কিছুই হতে পারে না৷ আপনার বাসার কারেন্ট দিয়ে অন্য জায়গায় বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছে ৷ আসলে এরকম অনেক বাসাতেই হয়ে থাকে৷ এক বাসার কারেন্ট দিয়ে অনেকগুলো বাসায় কারেন্ট চুপিচুপি চালাতে থাকে৷ যার ফলে বাসায় যারা থাকে তাদের অনেক কষ্ট করতে হয়। যাইহোক আপনি নতুন বাসায় চলে যাবেন শুনে খুবই ভালো লাগলো৷ শুভকামনা রইল আপনার জন্য৷