মুভি রিভিউ :- বাবা কেন চাকর || আমার পছন্দের একটি মুভি||১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

♨️ সবাইকে স্বাগতম♨️



Screenshot_20210908-074312.png

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আপনারা সবাই কেমন আছেন?

আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মুভি রিভিউ নিয়ে। মুভি বাবা কেন চাকর আশাকরি আপনাদের আমার মুভি রিভিউ ভালো লাগবে। চলুন শুরু করি!

মুভি রিভিউ:-বাবা কেন চাকর

JLypLpqVPBaKaRaouqJKpK1JreX63Cyei6SL51PK9fWosuHZYQpQrTtuN2aJNyP3ij3DB1eDat3FBeUhfSs4id6fRzDWCQffzKtuXdCxmr6wFZhGzfmx2Zj4VVRugGzfsk82uqp6iWtzKGAnJPs7XJ4H1MaBAeWsVn2b96AamK8u5qCwc42gqrD8kWTDxFPpTx.png

মুভিটির কিছু তথ্য:-

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Screenshot_20210908-074312.png

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

মুভিবাবা কেন চাকর।
পরিচালকরাজ্জাক।
প্রযোজকরাজ্জাক
চিত্রনাট্যকাররাজ্জাক
কাহিনিকারজামান আখতার
অভিনয়েরাজ্জাক,ডলি জহুর,বাপ্পারাজ,অমিত হাসান,আঞ্জুমান আরও অনেকেই।
শিল্পীসুরকার আলাউদ্দিন।
আলীচিত্রগ্রাহকরেজা লতিফ।
সম্পাদকসৈয়দ আওয়াল।
প্রযোজনারাজলক্ষ্মী প্রোডাকশন।
মুক্তি১৯৯৭ সালে।
দৈর্ঘ্য২ঘন্টা ১১মিনিট।
দেশবাংলাদেশ।
ভাষাবাংলা।
রিভিউ@limon88

মুভিটির সংক্ষেপে কাহিনী:-

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Screenshot_20210908-132827.png

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

রাজ্জাক তার পুরো পরিবার নিয়ে অনেক শান্তিতে বসবাস করতে থাকে। তার বড় ছেলের বিয়ে হয়। আর বিয়ে হবার পরে তাদের একটা ছেলে একটা মেয়ে হয়। আর এদিকে রাজ্জাক এর ছোট ছেলে চাকরি না পাওয়ার সে গাড়ি চালিয়ে ইনকাম করতো। অনেক ভালো চলতে থাকে।

Screenshot_20210908-133206.png

"স্ক্রিনশট নেয়া"

আর এদিকে বাপ্পারাজ এর সাথে একটি মেয়ের পরিচয় হয়। সে থাকে তার দাদার সাথে দেখা করতে বলে। সে তাদের বাসায় যায়। ওখানে এক অনুষ্ঠানে বাপ্পারাজ গান বলে। গান সবার পছন্দ হয়।

Screenshot_20210908-133429.png

"স্ক্রিনশট নেয়া"

এভাবেই তাদের দুজনের ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এদিকে তাদের পরিবারে অশান্তি শুরু করে দেয় তার ভাবি। তার ভাবি তার জামাইকে প্যারা দেয় গালি কেনার জন্য। তার কাছে টাকা নেই সে কি করবে পরে সে তার বাবার জমিয়ে রাখা টাকা চায়। যে টাকা তার মেয়ের বিয়ের জন্য রেখেছেন। পরে এই টাকা তার বড় ছেলে নিয়ে নেয়। পড়ে রাজ্জাক এর ছোট মেয়ের বিয়ে নিয়ে ঝামেলা হয়। পরে অমিত হাসান এর বাবা সব শুনতে পারে। পরে তিনি তার ছেলের সাথে রাজ্জাক এর মেয়ের বিয়ে দিয়ে তাদের বাসায় যান।

Screenshot_20210908-134125.png

"স্ক্রিনশট নেয়া"

রাজ্জাক তার বন্ধুকে জরিয়ে ধরে অনেক খুশি হন। আর রাজ্জাক এর ছেলের বিয়ন কে তার বন্ধু অপমান করে যে টাকাই সব কিছু না সম্মান বড়। পড়ে তার বিয়ান অনেক রাগ হয়। আর ওখানে থেকে চলে যায়।

Screenshot_20210908-134308.png

"স্ক্রিনশট নেয়া"

বাপ্পারাজ তার বোনের বিয়েতে অনেক খুশি হন আর সে তার ভালোবাসার মানুষটির সাথে দেখা করে আর তার খুশির কথা বলে। তখন তাড়া দুজনে তাদের বিয়ের কথা বলে।

আর এদিকে রাজ্জাকের বড় বৌ কাজের লোক কে টাকা চুরির অপরাধে বাড়ি থেকে বের করে দেয়। আর এখন থেকে বাড়ির বাজার করেন রাজ্জাক। আর রাজ্জাক টাকা নিয়ে বাজার করতে বাজারে যায়।

Screenshot_20210908-134504.png

"স্ক্রিনশট নেয়া"

আর বাজার নিয়ে এসে দেখে তার অসুস্থ বৌকে দিয়ে রান্নার কাজ করাচ্ছে। এসব দেখে রাজ্জাক তার বৌয়ের কাছে যায় আর দুজনে কাদতে থাকে। এসব কাজ করাতে থাকে একসময়ে রাজ্জাক তার বড় ছেলের জন্য ভাত নিয়ে অফিসে যায়।

Screenshot_20210908-165138.png

"স্ক্রিনশট নেয়া"

আর অফিসে ভাত বেরে দেওয়ার সময়ে হঠাৎ একজন লোক আসে। লোকটি তার কথা বললে বলে কাজের লোক তার বাসায় চাকর। একথা শুনে রাজ্জাক অনেক কষ্ট পায়। পড়ে সে বাসায় আসে এসে দেখে তার বৌ অসুস্থ হয়েছে পড়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে প্যারালাইস হয়েছে।

Screenshot_20210908-164959.png

"স্ক্রিনশট নেয়া"

এসব শুনে আর মন খারাপ হয়ে যায়। পরে বাপ্পারাজ তার মাকে নিয়ে বাসায় আসে।বাসায় এসে দেখে তার বড় ভাইয়ের বৌ গান শুনছে বক্স বাজিয়ে পরে বাপ্পারাজ এর অনেক রাগ হয়। পরে গিয়ে সে তার ভাবিকে থাপ্পর মারে। পরে তার বড় ভাই আসে পরে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে তার বাবা রাজ্জাক আসে আর এসে তার ছোট ছেলেকে মেরে ঘর থেকে বেড় করে দেয়। পড়ে আরও বেশি অসুস্থ হয়ে পরে বাপ্পারাজ এর মা। পরে তিনি মারা যান।

Screenshot_20210908-173945.png

"স্ক্রিনশট নেয়া"

পরে মাকে দেখতে আসে তার ছেলে আর বৌ তাদের কে দেখতে না দিয়ে রাজ্জাক তার বৌকে ঠেলা গাড়িতে করে নিয়ে যায় তার গ্রামে। পরে একটু পরে গাড়িতে করে সবাই যায়।

Screenshot_20210908-174027.png

"স্ক্রিনশট নেয়া"

তারপরে তার ছেলে আর ছেলের বৌ রাজ্জাক এর পায়ে পরে ক্ষমা চায়। কিন্তু তাদের ছোট ছেলে বলে তার দাদাকে সে যেনো তাদের বাবা-মা কে ক্ষমা না করে।

Screenshot_20210908-174135.png

"স্ক্রিনশট নেয়া"

তার পরে রাজ্জাক বলে যে বাবা মাকে কষ্ট দিতে নাই। তাদের ভুল বুঝতে পারা তাদের কে ক্ষমা করে দেন। আর মুভিটা এখানেই শেষ হয়।

মুভিটি থেকে শিক্ষা:-

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

মুভিটা থেকে আমরা শিক্ষা পাই আসলে এখন কার জুগে টাকার পিছনে ছুটতে গিয়ে আমরা আমাদের সুখ গুলোকে হারিয়ে ফেলি। আমাদের বাবা মা আমাদের জন্য কত বড় সম্পদ তা আমরা অনেক সময় বুঝতে পারি না। আসলে পৃথিবীতে বড় লোক হলেই যে সব দিক দিয়ে সুখে থাকা যায় আসলে তা না। পরিবারের সবাইকে এক সাথে নিয়ে কুরে ঘরে থাকলেও সুখে থাকা যায়। আসলে আমাদের বড় হবার নেশায় আমাদের মাথা খেয়ে ফলে আর সব কিছুই ভুলে যাই। আর এখন কার জুগে ছেলেদের বৌরা শশুর শাশুড়ি কে দেখতে পারে না। আসলে তাদের এটা ভুল কারন তারাও তাদের বাবা মা। আর মুভিটিতে বাবা মায়ের সবদিক পরিচালক মরহুম রাজ্জাক স্যার সব কিছু কে ফুটিয়ে তুলেছেন।

ব্যাক্তিগত মতামত:-

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আমার ব্যাক্তিগত মতামত হলো প্রথমেই ধন্যবাদ জানাই মরহুম নায়ক রাজ রাজ্জাক স্যারকে তিনি এত সুন্দর একটি মুভি তৈরী করার জন্য। আমি দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। পৃথিবীতে বাবা মা সবচেয়ে বড় আপনজন। আর আমরা সব চাইতে তাদের কেই বেশি কষ্ট দিয়ে থাকি। আসলে তা ঠিক নয়। সারাটা জীবন বাবা মা আমাদের কেই নিয়ে ভাবে। তাদের সুখ দুঃখে ভুলে আমাদের কে সাথে নিয়ে থাকতে চায়। কিন্তু আমরা তার ভিন্নটা করে ফেলি আসলে আসলে ঠিক না। আমরা বাবা মাকে কষ্ট দিবো না আর যদি কষ্ট দেই তাহলে আমরা জীবনে যতই বড় হই না কেন আমাদের কোন কাজেই আসবে না। আমার আজকে বাবা কেন চাকর মুভিটা রিভিউ দেওয়ার উদ্দেশ্যে হলো এখন আমরা বাবা মাকে সে ভাবে দেখি না। আশাকরি আপনারা সব বুঝতে পারছেন। আর আমার বাবা কেন চাকর মুভি রিভিউ আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।

ব্যাক্তিগত রেটিং:-

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

১০/১০%

JLypLpqVPBaKaRaouqJKpK1JreX63Cyei6SL51PK9fWosuHZYQpQrTtuN2aJNyP3ij3DB1eDat3FBeUhfSs4id6fRzDWCQffzKtuXdCxmr6wFZhGzfmx2Zj4VVRugGzfsk82uqp6iWtzKGAnJPs7XJ4H1MaBAeWsVn2b96AamK8u5qCwc42gqrD8kWTDxFPpTx.png

আমার মতো এতো সুখি গানটি আমার কাছে অনেক ভালো লাগে আপনারা চাইলে দেখতে পারেন।

"গানের ভিডিও লিংক ইউটিউব" Source

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

"মুভিটির ভিডিও লিংক ইউটিউব" Source

"ছবি গুলো এখানে থেকে স্ক্রিনশট নেয়া"

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আমি যতবার দেখেছি ততবারই কেঁদেছি। যারা এখনো বাবা কেন চাকর মুভিটি দেখেননি। তারা অবশ্যই দেখবেন। আর যারা একবার দেখেছেন তারাও দেখবেন।‌‌ বাবা কেন চাকর মুভিটি থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আমার প্রথম মুভি রিভিউ কোন ভুল হলে ক্ষমা করবেন। আর সবার সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ 💓

JLypLpqVPBaKaRaouqJKpK1JreX63Cyei6SL51PK9fWosuHZYQpQrTtuN2aJNyP3ij3DB1eDat3FBeUhfSs4id6fRzDWCQffzKtuXdCxmr6wFZhGzfmx2Zj4VVRugGzfsk82uqp6iWtzKGAnJPs7XJ4H1MaBAeWsVn2b96AamK8u5qCwc42gqrD8kWTDxFPpTx.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💖ধন্যবাদ💖

JLypLpqVPBaKaRaouqJKpK1JreX63Cyei6SL51PK9fWosuHZYQpQrTtuN2aJNyP3ij3DB1eDat3FBeUhfSs4id6fRzDWCQffzKtuXdCxmr6wFZhGzfmx2Zj4VVRugGzfsk82uqp6iWtzKGAnJPs7XJ4H1MaBAeWsVn2b96AamK8u5qCwc42gqrD8kWTDxFPpTx.png

Sort:  
 3 years ago 

আমার মতে এখনকার যুগের ছেলেমেয়েদের এই ছবি দেখা উচিত। জীবনের চরম বাস্তবতা তুলে ধরেছেন পরিচালক। নায়ক রাজ রাজ্জাকের অসাধারণ অভিনয় কাঁদিয়েছিল সকল দর্শকদের।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুভির রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ভালোবাসা অবিরাম 💗

 3 years ago 

অনেক সুন্দর একটি বাংলা সিনেমা নিয়ে পোস্ট করেছো।। আগের এসব ছবির তুলনায় হয়না ,,,আর এখনকার সিনেমা কি আর বলি ...

মুভি রিভিউ:-বাবা কেন চাকর

এই সিনেমাটি আসলেই সেরা একটি সিনেমা।।
অসাধারণ হয়েছে ভাইয়া।।।
শুভ কামনা রইল ভাইয়া ❤️🥰

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ভালোবাসা অবিরাম 💗

 3 years ago 

অনেক আগের সিনেমা এটি। চমৎকার একটি কাহিনী নিয়ে সামাজিক একটি সিনেমা। এই সিনেমাটি তখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো। সিনেমার গল্পটি খুবই মর্মস্পর্শী। নায়ক রাজ রাজ্জাক এবং সিনেমার অন্যান্য অভিনেতা-অভিনেত্রী চমৎকার অভিনয় করেছিলেন। এই সিনেমাটি দেখে চোখের পানি ফেলে নি এমন লোকের সংখ্যা খুবই কম। আপনার রিভিউটি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মুভিটা অনেক আগের তবে আমাদের অনেক কিছু শিখার আছে,আজকে আমার মুভি রিভিউ প্রথম পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

মুভিটি আগে দেখেছি। আপনার নতুন করে কাহিনী মনে পড়ে গেলো আপনার রিভিউ পড়ে। খুব সুন্দর হয়েছে। ভালো উপস্থপনা ছিলো। শুভেচ্ছা অবিরাম ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো 🥀

ছবিটি খুবই কষ্টদায়ক একটি ছবি । এটা দেখে অধিকাংশ লোকের চোখে পানি এসে যাবে।সত্যিই আগের দিনের ছবি গুলো খুব সুন্দর এবং শিক্ষণীয় ছিল। বর্তমান সময়ে এরকম সিনেমা পাওয়াটা যেন অসম্ভব।খুব সুন্দর ভাবে আপনি মুভিটার খুঁটি নাটি উপস্থাপন করেছেন।অনেক শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালোবাসা অবিরাম 💖

 3 years ago 

দশক কয়েক আগে, বাংলার ছবিগুলো ছিলো অসাধারণ। বলে এর গুনগান শেষ করা যাবে না। তার মধ্যে কালজয়ী সিনেমাগুলোর মধ্যে বাবা কেন চাকর একটি। আমাদের সমাজের বাস্তব চিত্র ১০০ তে ১০০ এই সিনেমার মাধ্যমে তুলে ধরেছে।

আমিও এই ছবির রেটিং ১০/১০ দিবো।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বাবা কেন চাকর এই মুভিটি আমি কয়েকবার দেখেছি আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া এই মুভির ওই যে গানটি আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন গানটি আমার কাছে খুব ভালো লাগে। চমৎকার রিভিউ দিয়েছেন ধন্যবাদ আপনাকে♥

 3 years ago 

আপনার মুল্যবান সময় দিয়ে আমার পোস্টটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

এই মুভি টির আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন গানটি আমার সবচাইতে প্রিয় একটি গান। মুভিটি যতবার দেখেছি ততোবারই আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এমন একটি মুভি এর রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

আপনার হৃদয় কাঁপানো পোস্টটি দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। যাইহোক আপনার পোস্টটি অনেক সুন্দর ছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

ভাই ছবিটি দেখে চোখের পানি ধরে রাখা বরই কঠিন। আজ কালকের ছবি তো দেখার মতো না। অনেক সুন্দর একটা রিভিউ উপস্থাপন করেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62033.06
ETH 3004.78
USDT 1.00
SBD 2.48