"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৩ : আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৩
আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৩ : আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা।

আমার বাংলা ব্লগ পরিবার মানে হচ্ছে ভিন্ন কিছু আয়োজন। বরাবরের মতো এবারও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি যদিও দেরি হয়ে গেলো। আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা আজক আপনাদের সবার সাথে ভাগাভাগি করে নেবো। চলুন শুরু করা যাক।

আমি একটা ব্যবসা করছিলাম সব কিছু ভালোই চলছিলো। তবে কিছু মানুষকে বিশ্বাস করেছিলাম। এজন্য হয়তো ব্যবসা টাকে আর বেশি দুর নিয়ে যেতে পারিনি। এর পরে আমি ছোট একটা চাকরি নিলাম। চাকরির পাশাপাশি কিছু করা যায় এমন কাজ খুজতেছিলাম। কিছুদিন যাওয়ার পরে আমার এক পরিচিত মামার মাধ্যমে @emranhasan ভাইয়ের সাথে পরিচয় হয়। আমি ওনাকে প্রথম দিন থেকেই ভীষণ পছন্দ করি। আসলে উনি চমৎকার একজন মানুষ। আমার কাছে ভীষণ ভালো লাগে।

স্টিমিট জার্নি শুরু হয় ইমরান হাসান ভাইয়ের মাধ্যমে। শুরু থেকেই আমাকে প্রচুর হেল্প করেছেন। তিনি হেল্পফুল একজন মানুষ। দেখতে দেখতে স্টিমিট জার্নি প্রায় আড়াই বছর হয়ে যাচ্ছে। স্টিমিট এ কাজ করতে ভীষণ ভালো লাগে। আমি স্টিমিট এ কাজ করে প্রতিনিয়ত শিখতেছি। নতুন নতুন কিছু শিখতে ভীষণ ভালো লাগে। এবার আসি ইনকামের কথায়। আসলে আমি স্টিমিট এর টাকা বের করেছি প্রায় ছয় মাস পরে। দেরিতে টাকা বের করার কারন ছিলো নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আমার একাউন্ট এর যখন মোটামুটি একটা পাওয়ার হলো এর পরে আমি স্টিমিট থেকে টাকা উঠালাম।

প্রথম বার টাকা তুলেছিলাম প্রায় ৫ হাজার টাকা। টাকাটা হাতে পেয়ে সত্যি আমি ভীষণ খুশি হয়েছিলাম। এর পরে আমি টাকা দিয়ে পরিবারে জন্য কিছু কেনাকাটা করে নিয়ে গেলাম। বাসায় গিয়ে যখন বললাম আমার ওয়াইফ কে যে অনলাইন থেকে ইনকামের টাকা তুলেছি সে ভীষণ খুশি। সে আমাকে প্রথম থেকেই অনেক সহযোগিতা করেছে। সে দিন রাতে আমি এবং আমার ওয়াইফ মিলে দুজনে সারারাত গল্প করেছিলাম অনলাইনের ইনকামের বিষয় নিয়ে। সেদিন আসলে চমৎকার অনুভূতি কাজ করেছিলো। এর পরে মাঝে মধ্যে টাকা তুলি পরিবারের অনেক কাজে লাগে।

আমার বাংলা ব্লগ পরিবারের সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আমার কাছে স্টিমিট এ কাজ করতে ভীষণ ভালো লাগে। আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা আপনাদের সবার মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগপ্রতিযোগিতা - ৪৩
ডিভাইজrealme 9
বিষয়আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটিং@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

এই প্লাটফর্ম থেকেই আপনার অনলাইনে ইনকামের যাত্রা শুরু আর প্রথমবারে ৫০০০ টাকা তুলতে পেরেছিলেন। তবে ইমরান হাসান ভাইয়ের মাধ্যমে আপনি যে এই প্লাটফর্মে এসেছেন সেটা আমি আজকে জানতে পারলাম যাইহোক গল্পটা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে সেই সময়টাতে এমন কোন একটা কাজ তোমার দরকার ছিল যার মাধ্যমে কিছুটা ইনকাম এবং তোমার মানসিক অবস্থা ঠিক করা দরকার ছিল, তাই তোমাকে এই প্লাটফর্মে এনেছিলাম।
যাইহোক তুমি তোমার নিজ দক্ষতার পরিচয় দিয়ে এগিয়ে গেছো এটাই বড় ব্যাপার। লেগে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

 2 years ago 

দোয়া করবেন আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আপনি আপনার অনলাইন ইনকামের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে সত্যি খুব ভালো লেগেছে। আপনি সর্বপ্রথম টাকা তুলে পরিবারের জন্য কেনাকাটা করেছিলেন এটা জেনে খুশি হলাম। আসলে ইমরান হাসান ভাইয়াকে দেখেই বুঝা যায় উনি অনেক ভালো মনের মানুষ। তিনি আপনাকে এতটা সাহায্য করেছে এটা জেনে সত্যি ভালো লেগেছে।

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন ওনি চমৎকার একজন মানুষ ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা অনেক সুন্দর ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে সবার অনলাইন ইনকামের অভিজ্ঞতা জানতে পারছি, আর এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগছে। আপনার এই কাজে ইমরান হাসান ভাইয়ের গুরুত্ব অনেক বেশি ছিল তাহলে। ওনার মাধ্যমে এই প্লাটফর্মে আসা হয়েছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

জি ভাইয়া আমাকে অনেক সহযোগিতা করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মূলত ইমরান ভাইয়ের মাধ্যমে আপনি এই প্লাটফর্মে কাজ করা শুরু করেছেন। চাকরির পাশাপাশি এই প্লাটফর্মে কাজ করতে থাকছে। এবং প্রথমবার পাঁচ হাজার টাকা উইড্র করেছেন, যা আপনার অনেক সুন্দর একটি মুহূর্ত ছিল। ধন্যবাদ জানাচ্ছি আপনার এমন অনুভূতি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনার জন্য। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনি ঠিক বলছেন @emranhasan ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ। ভাইয়ার সাহায্য নিয়ে স্টিমিট প্ল্যাটফর্মের জার্নি শুরু করেছিলেন শুনে ভালো লাগলো। ঠিক বলছেন আসলেই পাওয়ার আপের মাধ্যমে আপনি সক্ষমতা অর্জন করলেন। এরপরে খুব সুন্দর একটি উইথড্র দিলেন ভালো লাগলো শুনে। টাকা তুলার অনুভূতিটা সবার কাছে খুবই মজাদার।

 2 years ago 

প্রথমেই আপনাকে কনটেস্ট ৪৩ এর জন্য শুভকামনা জানাই।অনলাইন ইনকাম মানেই ভিন্ন এক অনুভূতি।ইমরান হাসান ভাইয়ের মাধ্যমেই আপনার স্টিমিট প্লাটফর্মে আগমণ আর এখান থেকেই প্রথম ইনকাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 110678.55
ETH 3913.33
USDT 1.00
SBD 0.58