তুলসী পাতার আচার্য্যজনক ভেষজ গুন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

"আমার বাংলা ব্লগ"এডমিন,মটারেটর,কিউরেটর,ডেলিগেটর , সদস্য ও সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি অসীম ভালোবাসা।

সবাই কেমন আছেন?আশাকরি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

মহাবিশ্বে কযেকটি গ্রহ বা পৃথিবী রয়েছে। সেগুলোতে মানুষের বসবাস উপযোগী নয়। সেগুলোতে মানুষ বাস করে না। কারন সেগুলো মানুষের জন্য অনেক বিপদজনক।

সেই গ্রহগুলো হচ্ছে।

বুধ,

শুক্র,

মঙ্গল,

বৃহস্পতি,

শনি,

ইউরেনাস,

নেপচুন,

প্লুটো,

ভালকান

এক্স।

একমাত্র পৃথিবী গ্রহটি মানবজাতির জন্য বসবাসে উপযোগী। এখানে নদনদী গাছগাছালি ফলমুল সবই মানুষের জন্য।

এই পৃথিবীতে এমন এক প্রকার ছোট উদ্ভিদ রয়েছে, যার গুনের কথা জানলে হয়তো আচার্য্য হয়ে যাবেন।

IMG_20210803_075102.jpg
what3word-Location

DeviceSymphony i10
Camera Regulation8 megapixel
Date03/08/2021
Time8:30 am

তো বন্ধুরা এই কমিউনিটির মাধ্যমে আজ আমি যা শেয়ার করতে চলেছি,তা হলো 'তুলসী পাতার আচার্য্যজনক ভেষজ গুন'।

IMG_20210803_075107.jpgwhat3word-Location

DeviceSymphony i10
Camera Regulation8 megapixel
Date03/08/2021
Time8:30 am

তুলসি গাছ দেখতে অনেকটা ছোট হলেও এর ভেষজ গুনাবলী রয়েছে বহুবিধ।

ধর্মীয় কাজে তুলসি পাতা

হিন্দু ধর্মাবলম্বীদের শান্তির প্রতিক ও উপকারের একমাত্র উদ্ভিদ হচ্ছে এই তুলসি গাছ। তাঁদের যেকোন পুজায এটি কাজে লাগে।

IMG_20210803_075120.jpgwhat3word-Location

DeviceSymphony i10
Camera Regulation8 megapixel
Date03/08/2021
Time8:30 am

সর্দ্দি-কাশিতে তুলসি পাতা-

আমাদের শরীরে সিজনাল জ্বর,সর্দ্দি-কাশিতে দেখা দেয় বিশেষকরে গরম ও শীতের শুরুতে ও শেষে। সে সময় শরীর অনেক দুর্বল করে ফেলে এ সব জ্বর সর্দ্দি-কাশি।

তুলসি পাতা পানি দিয়ে ধুয়ে পিসিয়ে রস করে বয়স অনুসারে প্রতিদিন ২/৩ চামচ করে দিনে তিনবার ৩/৪ দিন সেবন করলে এ সব সর্দ্দি-কাশি ও জ্বর ভালো হয়ে যায়।

IMG_20210803_075132.jpgwhat3word-Location

DeviceSymphony i10
Camera Regulation8 megapixel
Date03/08/2021
Time8:30 am

চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে তুলসি পাতা-

তুলসি পাতায় ভিটামিন-এ ও ডি রয়েছে, যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি সহ চোখের বিভিন্ন ধরনের সমস্যা নিবারন করে চোখকে সবল রাখে।

IMG_20210803_075153.jpgwhat3word-Location

DeviceSymphony i10
Camera Regulation8 megapixel
Date03/08/2021
Time8:30 am

ডায়াবেটিস নিয়ন্ত্রণে তুলসি পাতা-

তুলসি পাতা মানব শরীরে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস স্বাভাবিক রাখে।প্রতিদিন সকাল বেলা দুএকটি করে তুলসি পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

IMG_20210803_075213.jpgwhat3word-Location

DeviceSymphony i10
Camera Regulation8 megapixel
Date03/08/2021
Time8:30 am

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তুলসি পাতা-

তুলসি পাতা পিষে রস করে নিয়মিত খেলে শরীরের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখে।যার ফলে হৃৎযন্ত্রের উপর রক্তের চাপ কমে যায় এবং হার্ট স্বাভাবিকভাবে চলতে থাকে।

IMG_20210803_075218.jpgwhat3word-Location

DeviceSymphony i10
Camera Regulation8 megapixel
Date03/08/2021
Time8:30 am

মুখের দুর্গন্ধ কমায় তুলসিপাতা-

তুলসিপাতার নিজস্ব একটা বিশেষ গন্ধ থাকার কারনে নিয়মিত তুলসি পাতা খেলে মুখের দুর্গন্ধ ভালো হয়ে যায়।

IMG_20210803_075218.jpgwhat3word-Location

DeviceSymphony i10
Camera Regulation8 megapixel
Date03/08/2021
Time8:30 am

শরীরের স্ট্রেস কমায় তুলসিপাতা-

তুলসি পাতায় প্রচুর পরিমানে এন্টি স্ট্রেস এজেন্ট রয়েছে,যা মানব শরীরে রক্ত চলাচল বাড়িয়ে দেয়।
যার ফলে শরীরে স্ট্রেস কমায় এমন হরমোনের পরিমান বাড়াতে সাহায্য করে এই গুনধর পাতাটি।

IMG_20210803_075249.jpgwhat3word-Location

DeviceSymphony i10
Camera Regulation8 megapixel
Date03/08/2021
Time8:30 am

তো বন্ধুরা আজ এ পর্যন্ত। লেখাটি ভালো লাগলে বা লেখা দ্বারা কোন প্রকার উপকৃত হলে, এই কমিউনিটির মাধ্যমে এই পোস্টটিতে একটা লাইক দেবেন।কেমন

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদে-
@lebutechnosteem

Sort:  
 3 years ago 

ধন্যবাদ সুন্দর করে বিষয়টি উপস্থাপন করার জন্য। হ্যা, এর উপকারের জন্যই আমাদের বাড়ীতে অনেকগুলো তুলসী গাছ আছে। তবে যেহেতু ফটোগ্রাফিগুলো একই দিনে ক্যাপচার করেছেন, সেহেতু ক্যামেরার বিবরণ একবারে শেষে একবার দিলেই ভালো হতো।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর ও শিক্ষনিয় মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44