ভাজা পিঠা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপি টি হচ্ছে ভাজা পিঠা বানানোর রেসিপি। আশা করি আপনাদের ভালই লাগবে। চলুন শুরু করা যাক।

IMG_20210810_183828.jpg

উপকরণপরিমাণ
চাউলের গুড়া২৫০ গ্রাম
ময়দা১০০ গ্রাম
চিনিপরিমাণ মত
লবণপরিমাণ মত
নারিকেল কোড়ানো৩ টেবিল চামচ
বেকিং পাওডার২ চা চামচ
পানিপরিমাণ মত

প্রস্তুতপ্রনালী
প্রথমে একটি বাটিতে ২৫০ গ্রাম চাউলের গুড়া ও ১০০ গ্রাম ময়দা পরিমাণ মত পানি দিয়ে ভাল করে মিশিয়ে নেই। তারপর পরিমাণ মত চিনি এবং লবণ মিশ্রণ করি। এখন মিশ্রণ টি ভাল করে মিশিয়ে ৩ থেকে ৪ ঘন্টা রেখে দিতে হবে।
IMG_20210810_141323.jpg
তিন চার ঘন্টা পরে মিশ্রণটি বের করে ভাজার আগে ৩ টেবিল চামচ নারিকেল কোড়ানি ও ২ চা চামচ বেকিং পাওডার দিয়ে আরেকবার ভাল করে মিশিয়ে নিতে হবে।এরপর পছন্দ মত সাইজে গোল আকৃতি করে গরম তেলে ছেড়ে দিতে হবে।

IMG_20210810_183805.jpg
একটা লালটে ভাব আসার আগ পর্যন্ত ভাল করে ভাজতে হবে, তা না হলে খুব একটা মুচমুচে হবে না। ভাজা হয়ে গেলে একটি প্লেটে বা ট্রেতে উঠিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।যেহেতু আমি মিষ্টি পছন্দ করি তাই চিনির পরিমাণ বেশি দিয়েছিলাম তবে আপনারা নিজের পছন্দ মত চিনি, লবণ দিতে পারেন।

20210812_040248.jpg
ব্যাস। গরম গরম ভাজা পিঠা প্রস্তুত। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালই লাগবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে। সবাই ভাল এবং সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@labib2000
ডিভাইসস্যামসাং এ৭০

ধন্যবাদ
@labib2000

Sort:  
 3 years ago 

বাঙালির অতি পরিচিত স্বাদের রেসিপি । ভালো হয়েছে। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 3 years ago 

এই পিঠা টা আমার খুবই প্রিয়। এই পিঠাকে আমাদের এলাকায় পাকোয়ান পিঠা বলে।

 3 years ago 

জি ভাই। জায়গা ভেদে ভিন্য ভিন্য নাম আছে অনেক এই পিঠার

 3 years ago 

এটা আমার পছন্দের একটি রেসিপি, পিঠাটি আমার বেশ ভালো লাগে। তবে রেসিপি শেয়ার করার পূর্বে নিয়মগুলোর ব্যাপারে সচেতন হওয়ার অনুরো করছি। নিময়গুলো দেখে নিন-
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাই। পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে জানাবেন কি একটু কষ্ট করে?!

 3 years ago 

এই পিঠাটা খুবই ভালো লাগে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.034
BTC 64008.01
ETH 3308.26
USDT 1.00
SBD 3.93