র‍্যান্ডম ফটোগ্রাফি|| ১০% বেনিফিসারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের সাথে আমার তোলা একটি দিনের কিছু মুহূর্তের তোলা ছবিগুলো শেয়ার করব। আশাকরি পোস্ট জুড়ে সাথেই থাকবেন।

20211003_194657.jpg



IMG_20210930_152557.jpg

সকাল বেলায় আকাশ একদম পরিষ্কার ছিল। কয়দিন মেঘলা আবহাওয়া থাকায় কখন আবার বৃষ্টি চলে আসে, সেই ভয়ে আর অলসতায় বাজারে যাওয়া হচ্ছিল না। তবে আজ সকালে সুন্দর আবহাওয়া দেখে মুখ-হাত ধুয়ে বেরিয়ে পড়ি বাজার করতে।



IMG_20211002_093017.jpg

বাজারে ঢোকার পথে এই ব্রীজ টি বেইলী ব্রীজ নামে পরিচিত। ব্রীজটি আবার নতুন করে রঙ করা হয়েছে। দেখতে বেশ ভালই লাগছিল। পরিস্কার এবং চকচক করছিল ভালই।



IMG_20211002_095907.jpg

IMG_20211002_095858.jpg

ইলিশ মাছের বাজার সম্পর্কে আর নতুন করে কি বলার আছে। যেমন চাহিদা তেমন মাছের দাম। কিন্তু তবুও ক্রেতার কোন কমতি নেই। বড় সাইজের মাছ গুলো ১৪০০/১৫০০ কেজি দামে বিক্রি হচ্ছে। অনেক মানুষই আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও মাছ কিনতে পারছে না। মাছ ব্যবসায়ী দের আসলে উচিত সকল ধরনের ক্রেতার কথা চিন্তা করে মাছের দর ঠিক করা। সরকারেরও উচিত এই বিষয়ে আলোকপাত করা। দেশের জাতীয় মাছ যে কবে সকল ধরনের মানুষের হাতের নাগালে আসবে এইটাই এখন চিন্তার বিষয়।



IMG_20211002_095213.jpg

IMG_20211002_095159.jpg

IMG_20211002_095150.jpg

IMG_20211002_095115.jpg

মাঝারি সাইজের একটি ইলিশ ও আরো কিছু ছোট বড় মাছ কিনে কিছু সবজি কিনতে যাই।



IMG_20211002_095421.jpg

অল্প কিছু টুকটাক বাজার শেষ করে বাড়ির পথে রওনা হই।



IMG_20211002_100600.jpg

IMG_20211002_100555.jpg



IMG_20210930_133410.jpg

IMG_20210930_133359.jpg

খুব সুন্দর আবহাওয়া থাকায় বিকালে কয়জন বন্ধুরা মিলে বাইরে ঘুরতে বের হই। গ্রামীণ এলাকা দিয়ে এত সুন্দর আবহাওয়ায় বেশ ভালই সময় যাচ্ছিল।

IMG_20210930_132808.jpg

IMG_20210930_132717.jpg

IMG_20210930_132705.jpg

পুরো বিকেল টাই আমরা ঘুরতে ঘুরতে কাটিয়েছি বিভিন্ন জায়গায়। বেশ কিছুদিন পর খুব সুন্দর একটি বিকেল কেটেছে।



20210930_133057.jpg

20210930_132641.jpg

অন্যান্য দিনের তুলনায় বেশ অনেকটাই দূরে এবং গভীর গ্রামে প্রবেশ করেছিলাম। বিকেলের ভ্রমণ টা বেশ আনন্দেই কাটিয়েছি। বেশ সুন্দর একটি সময় কাটিয়ে রাতে সবাই যে যার বাড়ি ফিরে আসি।

এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের পছন্দ হয়েছে। আজ এখানেই শেষ করছি। শীঘ্রই আবার দেখা হবে। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন।

ডিভাইসস্যামসাং এ৭০
লোকেশন লিংকW3W,W3W

logo.gif

আবারো ধন্যবাদ।

@labib2000

Sort:  

মাছের ফটো গুলা চমৎকার হয়েছে, শুভকামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

পরিষ্কার নীলাকাশ সাথে আপনার সুন্দর অ্যাক্টিভিটি। চমৎকার লেগেছে আমার কাছে। তবে আমার কাছে মনে হয়েছে ইলিশ মাছের দামটা একটু বেশি

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন, শেষের দৃশ্যগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে সব সময়ই উপভোগ্য। ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই সময় নিয়ে পোস্ট টি দেখার জন্য।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ।আর প্রকৃতির ফটোগ্রাফি তো আমার কাছে খুবই সুন্দর লাগে। প্রতিটি ছবির বর্ণনা খুব সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মতামত শেয়ার করার জন্য।

আপনার ফটোগ্রাফি গুলো সত‍্যিই প্রশংসার দাবি রাখে। অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া এবং উপস্থাপনাও সুন্দর ছিলো। শুভকামনা ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই পোস্ট টি দেখার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার কাছে বেইলি ব্রিজটা দেখতে অনেক ভালো লেগেছে। একদম ইউনিক আর ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি।
আকাশের ছবিগুলোও মারাত্মক হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মতামত করার জন্য।

 3 years ago 

প্রতিটি ছবিই সুন্দর হয়েছে তবে আকাশের ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর লাগছে। গ্রামের দিকের রাস্তাটা দিয়ে আমার রিকশায় করে যেতে খুবই মন চাইছে। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত শেয়ার করার জন্য। শুবেচ্চা রইল অনেক।

 3 years ago 

অনেক ভালো লাগলো পোস্টটি দেখে ও পড়ে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছো, ধন্যবাদ তোমাকে, শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ অপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঝকঝকে পরিস্কার প্রকৃতির চমৎকার ফটোগ্রাফি। দুর্দান্ত কিছু মুহূর্ত। সব মিলিয়ে ফুল প্যাকেজ একটা কন্টেন্ট। শুভেচ্ছা অবিরাম ভাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই মতামত করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফগুলো দারুন তুলেছেন। একেকটি ছবি দেখার পর কয়েক সেকেন্ড ধরে তাকিয়ে ছিলাম , মুগ্ধ হয়ে গেলাম প্রাকৃতিক এসব ফটোগ্রাফি দেখে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো আমি নিজেই ছবির মধ্যে আছি। আপনার জন্য শুভকামনা রইল ।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ আপনাকে ভাই মন্তব্য করার জন্য। আপনার জন্যেও অনেক শুবেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57034.02
ETH 3084.35
USDT 1.00
SBD 2.41