Diy(এসো নিজে করি)||রঙিন কাগজ দিয়ে একটি গাছ তৈরি||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি বেশ।



20220118_234730.jpg



আজ আপনাদের সাথে আমি আমার তৈরি রঙিন কাগজের একটি গাছ শেয়ার করতে যাচ্ছি। গাছ টি দেখতে বেশ ভালোই লেগেছে আমার কাছে এবং এটি তৈরিও বেশ সহজ। অল্প কয়েকটি সহজ ধাপের মাধ্যমেই গাছ টি তৈরি করে ফেলা সম্ভব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক।



উপকরণ



  • রঙিন (কালো) কাগজ।


প্রস্তুতপ্রণালী:-



ধাপ ১

IMG_0086.jpeg

প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি এবং কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি।


ধাপ ২

IMG_0087.jpeg

এবার কাগজটি ত্রিভুজাকার করে নিয়েছি।


ধাপ ৩

IMG_0088.jpeg

ত্রিভুজটির মাঝ বরাবর ভাঁজ করে নেই।


ধাপ ৪

IMG_0090.jpeg

এবার ভাঁজটি খুলে নিয়েছে এবং মাঝ বরাবর হতে আয়তক্ষেত্রের মত করে ভাঁজ করে নেই।


ধাপ ৫

IMG_0091.jpeg

সকল কোনগুলো মিশিয়ে দিয়ে ভাঁজ করে নিয়েছি।


ধাপ ৬

IMG_0093.jpeg

সাইডের এবং নিচের অংশটুকু ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিয়েছি


ধাপ ৭

IMG_0094.jpeg

অপর পাশেও একইরকম করে ভাঁজ করে নেই।


ধাপ ৮

IMG_0095.jpeg

অবশিষ্ট অংশটুকু কেটে নিয়েছি।


ধাপ ৯

IMG_0096.jpeg

এবার দু'পাশেই কয়েকটি ধাপে কেটে নেই


ধাপ ১০

IMG_0097.jpeg

কাটা অংশটুকু উল্টিয়ে দিয়েছি।


ধাপ ১১

IMG_0099.jpeg

চারপাশেই এভাবে কাটা অংশটুকু বাঁকিয়ে দিয়েছি।


ধাপ ১২

IMG_0101.jpg

গাছ টি প্রস্তুত।


আশা করছি আমার আজকের diy ইভেন্ট টি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় নিয়ে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইন শা আল্লাহ আবার দেখা হবে সকলের সাথে। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।

ডিভাইসiPhone xs max

logo.gif
@labib2000

20211003_112202.gif

Sort:  

রঙিন কাগজ দিয়ে একটি গাছ তৈরিটা অনেক সুন্দর হয়েছে। একদম সত‍্যি কারের গাছের মতো লাগছে দেখতে। কাগজ দিয়ে অসাধারণ একটি গাছ তৈরি করা যায় আপনার পোস্টটি না দেখলে বুজতেই পারতামনা। আপনার সৃজনশীলতা সত‍্যি অনেক প্রশংসনীয়। গাছ তৈরি সম্পর্কে ভালো উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ওয়াও কি সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে গাছটি তৈরি করেছেন,বিশেষ করে প্রত্যেকটি ভাঁজে ভাঁজে গাছগুলো তৈরি করেছেন এতে আরো সুন্দর লাগছে। গাছটি তৈরির প্রত্যেকটি ধাপ আপনি খুব সুন্দর উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটি মতামত করার জন্য ।

 2 years ago 

ওয়াও ভাইয়া, খুবই সুন্দর রঙিন কাগজ দিয়ে আপনি গাছ তৈরি করেছেন। এই গাছটি তৈরি করা খুব সহজ হলেও দেখতে অনেক সুন্দর দেখায়। রঙিন কাগজ দিয়ে গাছ তৈরি করা প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে গাছ তৈরি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সময় নিয়ে পোস্ট টি দেখার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে অসম্ভব সুন্দর একটা গাছ তৈরি করেছেন। গাছটাকে দেখতে তো অনেকটাই পাহাড়ি গাছগুলোর মতো মনে হচ্ছে। আমার কাছে আপনার তৈরি গাছটা অসাধারণ লেগেছে। আপনার প্রত্যেকটা ধাপ অনেক সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু ঠিক বলেছেন, গাছটি অনেকটা পাহাড়ি গাছের মতোই দেখতে। গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কালো রঙের রঙিন কাগজ ভাজ করে কেটে কেটে সুন্দর একটি গাছ বানিয়েছেন ভাই।গাছটি দেখতেও ভালো লাগছে।রঙিন কাগজ দিয়ে গাছ বানানোর পদ্ধতিও ধাপে ধাপে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। মতামত করার জন্য অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

 2 years ago 

➡️ রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে একটি গাছ তৈরি করেছেন। গাছটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এসব গাছ তৈরি করার জন্য কাগজ ভাজ যদি খারাপ হয় তাহলে সুন্দরভাবে ফুটে ওঠে না। আপনি কিন্তু খুব চমৎকারভাবে এটি ফুটিয়ে তুলেছেন। রঙিন কাগজ দিয়ে ধাপে ধাপে খুব সুন্দর করে গাছটি তৈরি করেছেন তা আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা এটা আমার খুবই ভালো লেগেছে।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই গঠনমূলক একটি মন্তব্য করার জন্য। সাথেই থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা গাছ তৈরি করেছেন। কালো রঙিন পেপার দিয়ে গাছটা তৈরী করার কারণে দেখতে একেবারে সত্তিকারের গাছের মতো মনে হচ্ছে। সত্যি অসাধারণ একটা গাছ তৈরি করলেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।

 2 years ago 

আরে সত্যি সত্যি তো গাছের মতো লাগছে তয় শোকে শোকাহত কালো গাছ হা হা হা। সত্যি দারুণ হয়েছে এবং উপস্থাপনও ভালো ছিলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হাহা। আবার বানালে লাল নীল রঙের গাছ বানাবো ভাই। সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ অপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56519.24
ETH 2991.31
USDT 1.00
SBD 2.16