বান্দরবান ট্যুর+ফটোগ্রাফি||শেষ পর্ব||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি।



20220216_022149.jpg



আজ আমি আপনাদের সাথে আমার বান্দরবান ট্যুরের শেষ পর্ব শেয়ার করতে যাচ্ছি। সাথে থাকবে প্ৰাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি।
আসলে প্রায় সকল মানুষেরই ভ্রমণ করতে অনেক ভাল লাগে। এরই সাথে মন টাও সতেজ হয়ে যায়। আমার এই বান্দরবান ট্যুরে আমি বেশ ভাল একটি সময় কাটিয়েছি আর সুন্দর সুন্দর কিছু মুহূর্ত অতিবাহিত করে এসেছি যা কখনো ভুলার মত নয়। সব মিলিয়ে দারুন একটি অনুভূতি ছিল। এই জায়গা টি অনেক সুন্দর সবার মুখেই শুনতে পেতাম। তবে কি রকমের সুন্দর তা একমাত্র যাওয়ার পরেই বুঝতে পেরেছি। এইসকল জায়গায় একবার ঘুরলে মন ভরতে চায় না। ইচ্ছে করে আবারো ফিরে যেতে। সময় সুযোগ করে হয়ত ভবিষ্যতে আরো একবার যেতে হবে। কেননা কিছু কারণবসত ট্যুরের প্ল্যান অনেকটাই ছোট করে ফেলা হয়েছিল। যে কয়দিন থাকতে চেয়েছিলাম অত দিন থাকা হয় নি। তাই আবারো যাওয়ার সুযোগ পেলে হাতছাড়া করব না কোনভাবেই। চলুন আজ তাহলে শেষ পর্বে কিছু ফটোগ্রাফি এবং কিছু মুহূর্ত স্মৃতিচারণ করা যাক।



ফটোগ্রাফি ১

IMG_20220112_103509.jpg

নীলগিরি পর্যটন এলাকা থেকে চলে যাওয়ার সময় এই ছবিটি তোলা। এটি মূলত এই পর্যটন কেন্দ্রে ঢোকার মেইন গেট। পুরো জায়গাটি দেখাশোনার দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ দেওয়া রয়েছে। তাদের কাছ থেকে টিকিট নিয়েই মূলত এখানে ঢুকতে হয়।


ফটোগ্রাফি ২

IMG_20220112_112307.jpg

এর পরের যেই জায়গা টি যে গেলাম সেটি চিম্বুক পাহাড় নামে পরিচিত। এই জায়গা টি যে আসতে হলে বেশ খানিকটা উঁচু রাস্তা চড়ে উপরে উঠতে হয়। বেশ কষ্ট সাধ্য একটি কাজ তবে উপরে আসার পরের দৃশ্য টি দেখলে ক্লান্তি দূর হয়ে যায় তাড়াতাড়িই।


ফটোগ্রাফি ৩

IMG_20220112_112345.jpg

এই জায়গা টি খুবই অসাধারণ লেগেছে আমার কাছে। বেশ কিছুটা সময় এখানে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। মৃদু বাতাসে ভালোই লাগছিল বেশ এখানে দাঁড়িয়ে থাকতে।


ফটোগ্রাফি ৪

IMG_20220112_112532.jpg

সবুজে ঘেরা গাছপালার সঙ্গে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছিল এখন থেকে। এখন থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল।


ফটোগ্রাফি ৫

IMG_20220112_112535.jpg

আসলে বান্দরবানের টুরিস্ট এট্রাকশন কোনটির থেকেই কোনোটি কম নয়। সব গুলো জায়গা থেকেই সমান তালে এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য লক্ষ্য করা যায়।


ফটোগ্রাফি ৬

IMG_20220112_112931.jpg

দূরের যেই উঁচু উঁচু পাহাড় গুলো দেখতে পাচ্ছেন আপনারা ঐদিক দিয়েই উঁচু নিচু রাস্তা বেয়ে এখানে এসেছিলাম আমরা। কিছুটা ভয়ানক কিন্তু দারুন আনন্দদায়ক পথ টি।


ফটোগ্রাফি ৭

20220112_130513.jpg

এই জায়গা টি যে ঠিক কোথায় তা আমার মনে নেই। তবে এখানে খুব সুন্দর একটি ঝর্ণা দেখতে পেয়েছিলাম যদিও এখন বর্ষা না থাকায় পানি প্রায় নেই বললেই চলে।


ফটোগ্রাফি ৮

20220112_130502.jpg

অসাধারণ একটি ঘন জঙ্গল দেখা যাচ্ছিল এখানে। দূরের বাম দিকে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে দেখা যাচ্ছে।


ফটোগ্রাফি ৯

20220113_084725.jpg

অসাধারণ একটি সময় অতিবাহিত করে এখন বাড়ি ফেরার পালা। এই ছবি টি ঢাকা থেকে ফরিদপুর আসার সময় পদ্মা নদীতে ফেরি হতে তোলা। কুয়াশায় প্রায় কিছুই দেখা যাচ্ছিল না তেমন।


আশা করছি আমার বান্দরবান ভ্রমণের পুরো সিরিজ টি আপনাদের ভাল লেগেছে। সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারো বেশ ভাল লেগেছে। সুযোগ পেলে কেউই এত সুন্দর একটি জায়গা ঘুরে আসার সুযোগ পেলে মিস করবেন না আশা করছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন। ইন শা আল্লাহ আবার দেখা হবে।


ডিভাইসস্যামসাং এ৭০

W3W links:-https://w3w.co/risked.vindicate.grandiose ,https://w3w.co/head.wifely.mystically

logo.gif
@labib2000

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

বান্দরবান ট্যুর+ফটোগ্রাফি খুব অসাধারণ হয়েছে। বান্দরবান ভ্রমণে আপনি খুব চমৎকার মুহূর্ত কাটিয়েছেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন। এত সুন্দর ভ্রমণ কাহিনী আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মতামত করার জন্য।

 2 years ago 
বান্দরবান ট্যুর+ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগতাছে। প্রতিটি ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন, সত্যি দেখতে অনেক সুন্দর লাগতাছে। এবং প্রত্যেকটি ফটো ব্যবহার করার পর বিস্তারিত ভাবে সবকিছু ভালো ভাবে বোঝানোর চেষ্টা করেছেন। অনেক সুন্দর ছিল, ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য,,,,,,
 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ভাই আপনার বান্দরবান ভ্রমণ অসাধারণ কিছু সময় কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো ছিল দেখার মতো ।প্রতিটা ফটোগ্রাফি সুন্দর হয়েছে ।একটি ফটোগ্রাফি থেকে অন্যটি বেশি সুন্দর হয়েছে।আমার নিজেরও বান্দরবান ভ্রমণ যাবার ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হয়নি।আপনি ফটোগ্রাফি গুলো দেখে যাবার ইচ্ছা আরো বেড়ে গেল । ধন্যবাদ আপনার বান্দরবান ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু মতামত করার জন্য।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। আমি নিজেও বান্দরবান ঘুরতে গিয়েছিলাম। আবার যাওয়ার ইচ্ছা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া ভ্রমণ করতে সবারই ভালো লাগে। পাহাড় আমার খুবই পছন্দের জায়গা। অবশ্য বান্দরবান আমার এখন আর যাওয়া হয়ে ওঠেনি। আপনার বান্দরবান এর ছবিগুলো দেখে মনে হচ্ছে যে খুব শীঘ্রই যেতে হবে। ধন্যবাদ আপনাকে বান্দরবানের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মতামত করার জন্য।

 2 years ago 

আপনি অনেক ভালো সময় পার করছেন,বান্দরবান এখনো যাওয়া হয় নায় তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু দেখে নিলাম।খুবই ভালো ফটোগ্রাফি করছেন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

 2 years ago 

বান্দরবান টু্রস এর ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগলো। বান্দরবান সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবেনা। এরকম ফটোগ্রাফি দেখলে আমার তো আরো বেশি ইচ্ছে জাগে এখানে যাওয়ার। এখনো যাওয়া হয়নি বান্দরবান। যত তাড়াতাড়ি সম্ভব বান্দরবান যাওয়ার ইচ্ছা আছে। আমাদের মাঝে এরকম একটা মুহুর্ত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু মন্তব্য করার জন্য।

 2 years ago 

বান্দরবান ট্যুর+ফটোগ্রাফি গুলো নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম সত্যিই বান্দরবান জায়গাটা দেখতে অনেক সুন্দর। বান্দরবান ট্যুর এর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

 2 years ago 

দারুন সব ফটোগ্রাফি দিয়ে আপনার পোস্টটি সাজিয়েছেন ভাইয়া ফটোগ্রাফি গুলা দেখে একদম মন জুড়িয়ে গেল এর আগে কখনো আমার বান্দরবান যাওয়া হয়নি তবে আপনার ফটোগ্রাফি গুলা দেখে আগ্রহটা বেড়েই চলেছে জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য । শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার বান্দরবন ঘোরাঘুরির ইতিমধ্যে যে যে ছবি দিয়েছেন সব গুলো ছবিই বেশ সুন্দর ছিলো।তেমনি আজকের ছবিগুলো সুন্দর। সবুজে ঘেরা পটভূমি। ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65771.81
ETH 3174.77
USDT 1.00
SBD 2.61