Diy(এসো নিজে করি)||রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা। সকলে কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।



20211229_140418.jpg



আজ আমি আপনাদের সাথে আমার প্রথম তৈরি করা রঙিন কাগজের প্রজাপতি টি শেয়ার করতে যাচ্ছি। এটি আমার কাছে নতুন একটি অভিজ্ঞতা ছিল। প্রথম বার বানাতে গিয়ে বেশ কয়েকবার চেষ্টা করতে হয়েছে বলে বলা যায়। তবে শেষে এসে প্রজাপতি তৈরি টি সম্পন্ন করতে পেরেছি দেখে বেশ ভাল লেগেছে। চলুন আর কথা না বাড়াই এবং কার্যপ্রণালী টি আপনাদের মাঝে তুলে ধরি।



উপকরণ:-

  • এ4 সাইজ এর রঙিন (লাল,কালো) কাগজ।
  • স্কেল।
  • কাচি।
  • সুতা।
  • আঠা।


কার্যপ্রণালী:-



ধাপ ১

IMG_20211227_195308.jpg

  • প্রথমে একটি এ4 সাইজের লাল রঙিন কাগজ নিয়েছি।


ধাপ ২

20211227_195323.jpg

  • একটু উপর থেকে ত্রিভুজাকার অকৃতি করে ভাঁজ করে নিয়েছি।


ধাপ ৩

20211227_195644.jpg

  • বাড়তি অংশ টুকু কেটে নিয়েছি।


ধাপ ৪

20211227_195707.jpg

  • এবার ত্রিভুজের ভাঁজ টি খুলে নিয়ে মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।


ধাপ ৫

20211227_195738.jpg

  • মাঝখান হতে কেটে নিয়েছি।


ধাপ ৬

20211227_195810.jpg

  • এবার কাটা এক অংশ নিয়ে আবার মাঝখান হতে ভাঁজ করে নেই।


ধাপ ৭

20211227_195927.jpg

  • ভাঁজ টি খুলে নিয়ে উপর নিচ দুপাশেই ত্রিভুজাকার করে ভাঁজ করে নিয়েছি।


ধাপ ৮

20211227_200031.jpg

  • এবার দুপাশ থেকে আবারো ভাঁজ করে নিয়েছি।


ধাপ ৯

20211227_200056.jpg



20211227_200123.jpg

  • এভাবে দুপাশ হতেই ক্রমাগত ভাঁজ করে গিয়েছি।


ধাপ ১০

20211227_200142.jpg

  • এবার মাঝখান হতে পুনরায় ভাঁজ করে নেই।


ধাপ ১১

20211227_200257.jpg

  • এবার ভাঁজ টি হাত দিয়ে টেনে সামান্য ছাড়িয়ে দিয়েছি।


ধাপ ১২

20211227_200350.jpg

  • এবার অপর কাগজ টি নিয়েছি।


ধাপ ১৩

20211227_200454.jpg

  • দুপাশ হতেই ক্রমাগত ভাঁজ করে নিয়েছি।


ধাপ ১৪

20211227_201425.jpg



20211227_201509.jpg

  • মাঝখান হতে আবারো ভেঙে নিয়েছি।


ধাপ ১৫

20211227_201559.jpg

  • এখন দুটি অংশ একত্র করে নেই এবং বেঁধে নেয়ার পালা।


ধাপ ১৬

20211227_201737.jpg

  • সুতা দিয়ে বেঁধে নিয়েছি মাঝখান হতে।


ধাপ ১৭

20211227_201950.jpg

  • এবার একটি কালো কাগজ নিয়েছি এবং সরু করে কেটে নিয়েছি।


ধাপ ১৮

20211227_202044.jpg

  • কাগজ টি মাঝখান হয়ে ভাঁজ করে নিয়েছি এবং শেষের দিকে হতে রোল করে নিয়েছি।


20211227_201841.jpg

  • এবার প্রজাপতি টির উপরের দিকে গ্লু লাগিয়ে নেই।


ধাপ ১৯

20211227_202322.jpg

  • এবার এন্টেনা দুটি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।


IMG_20211227_202356.jpg

  • রঙিন কাগজের প্রজাপতি টি তৈরি।


ডিভাইসস্যামসাং এ৭০


আশা করি আমার আজকের তৈরি প্রজাপতি টি আপনাদের পছন্দ হয়েছে। এতক্ষণ সময় নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সকলে সুস্থ ও নিরাপদে থাকবেন।

logo.gif
@labib2000

20211003_112202.gif

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি । সুন্দর একটি হাতের কাজ । সুন্দর ধাপে ধাপে প্রজাপতিটি বানিয়েছে । খুব ভালো লাগলো । এত সুন্দর একটি হাতের কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য ।সাথেই থাকবেন।

 3 years ago 

অসাধারণ ভাবে রঙিন কাগজ গুলো দিয়ে আপনি একটি প্রজাপতি তৈরি করেছেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং সেটা তৈরি করা কিন্তু সহজ ব্যপার নয়।অসাধারণ ভাবে রঙিন কাগজ গুলো দিয়ে আপনি একটি প্রজাপতি তৈরি করেছেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং সেটা তৈরি করা কিন্তু সহজ ব্যপার নয়।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

জি ভাই ঠিক কথাই বলেছেন, শুরুর দিকে আমিও কাগজ দিয়ে ্ ডাই বানানোর চেষ্টা করতাম। কিন্তু যতবারই চেষ্টা করি ততোবারই কিছু না কিছু ভুল হয়ে যেতোই। আপনার এই চেষ্টার পরে এত সুন্দর একটি ফলাফল দেখতে পেরেছেন তাতে হয়তো আপনি অনেক খুশি। আপনার বানানো এই প্রজাপতিটি আমার অনেক ভালো লেগেছে ভাই। এর সম্পূর্ণ ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গঠনমূলক মতামত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। আমি তো প্রথম দেখে ভেবেছিলাম এটা সুন্দর হবে না। কিন্তু শেষে আমি আপনার ফটোগ্রাফি টা দেখে আমি তো অবাক হলাম এবং বুঝলাম যে এটা কত সুন্দর লাগছে। আসলেই এটা অসাধারণ হইছে ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটি মতামত করার জন্য।

 3 years ago 

আপনি রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি সত্যিই অসাধারন ছিল ।আপনি লাল রঙের কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করেছেন। যেটা খুবই সুন্দর হয়েছে ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটি মতামত করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন আপনার প্রজাপতিটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে সেই সাথে প্রজাপতি তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর মতামত করার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

বাহ আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন।
আপনার রঙিন পেপার দিয়ে আঁকানো প্রজাপতি টা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইলো ❤️

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই মতামত করার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

ভাইয়া প্রথম এ বলবো প্রজাপতিটি দেখতে খুবই সুন্দর লাগছে। লালা রং এর কাগজ ব্যাবহারে প্রজাপতি টি দেখতে অনেক সুন্দর লাগছে।
ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটি মন্তব্য করার জন্য।

রঙিন কাগজের তৈরি প্রজাপতি টা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এটা তৈরীর ধাপগুলো খুবই গোছালো এবং সহজভাবে করে দেখিয়েছেন আপনি। জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই মন্তব্য করার জন্য । শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51