বান্দরবান ট্যুর+ফটোগ্রাফি||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি।



20220126_042430.jpg



গত পর্বের পর....


সকাল থেকে বেশ অনেকটা সময়ই আমরা মেঘলা পর্যটন কেন্দ্র কাটিয়েছিলাম। প্রায় দুপুরের দিকে ঘোরাঘুরি শেষ করে সবাই হোটেলে ফিরে গিয়ে খাওয়া দাওয়া ও রেস্ট নেয়ার পরিকল্পনা করলাম। কিন্তু পথেই প্ল্যান চেঞ্জ করে ভাবলাম এই সাথেই বান্দরবানের বিখ্যাত টুরিস্ট স্পট নীলাচল হতে ঘুরে আসা যাক।


রাস্তায় একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিরতি নিয়ে আবার পথ চলা শুরু করে দিলাম। রাস্তা টি বেশ উঁচু ছিল। রাস্তার দুধরেই উঁচু উঁচু সারি সারি পাহাড় দেখতে দারুন লাগছিল। তবে একটু পর পরই বাঁক থাকায় এবং সরু রাস্তা হওয়ায় অপর পাশ হতে কি আসছে দেখা যাচ্ছিল না। রাস্তাটি অনেকটা বিপদজনক ছিল বলতেই হয়। তবে এত সুন্দর চমৎকার প্রাকৃতিক দৃশ্য সমস্ত দুশ্চিন্তা দূর করে দিচ্ছিল।


এই জায়গা টি আমার বান্দরবান ট্রিপের সবচেয়ে পছন্দের জায়গা। পুরো বান্দরবানের সৌন্দর্য দারুন ভাবে উপলদ্ধি করার জন্য এই জায়গাটির বিকল্প চোখে পড়ে নি আমার। স্পট টি বেশ অনেকটাই উপরে হওয়ায় খালি চোখে অনেক দূরের দূরের দৃশ্য কাভার করা যাচ্ছিল। এত দারুন সব ভিউ ক্যামেরাবন্দি করে না রাখলে চলে না। তাই এখানে প্রচুর ছবি তোলা হয়েছে। তার মধ্যে আমার পছন্দের কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।



ফটোগ্রাফি ১

IMG_20220111_145544.jpg

  • এটি হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্রের প্রবেশ পথ।


ফটোগ্রাফি ২

IMG_20220111_145913.jpg

  • এত উপর থেকে এটিই প্রথম ছবি তোলা। সম্পূর্ণ দৃশ্য টি চমৎকার লাগছিল আমার কাছে দেখতে।


ফটোগ্রাফি ৩

IMG_20220111_150007.jpg

  • পাহাড়ের একপাশ ধরে এরকম পাকা করা হাঁটার রাস্তা রয়েছে বেশ অনেকটা দূরই। তাই ছবি তুলতে তুলতে হাটতে শুরু করলাম।


ফটোগ্রাফি ৪

20220111_150636.jpg

  • পুরো দৃশ্য টি আমার কাছে চোখ ধাঁধানো লাগছিল একদম। দূরে ছোট্ট একটি পাহাড়ি ঘনবসতি লক্ষ্য করা যাচ্ছে।


ফটোগ্রাফি ৫

20220111_150932.jpg

  • চলার পথে একটু পর পরই এরকম বিশ্রাম নেবার জন্য জায়গা বরাদ্দ করা ছিল।


ফটোগ্রাফি ৬

IMG_20220111_151002.jpg

  • এই জায়গা টি আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম।


ফটোগ্রাফি ৭

IMG_20220111_151408.jpg

  • এত বৈচিত্র্যময় জায়গা ও ঘন জঙ্গল ও গাছপালা দেখে মনে হচ্ছিল যেন ভিন্ন জগতে পা ফেলেছি।


ফটোগ্রাফি ৮

IMG_20220111_155734.jpg

  • হাঁটার পথ টুকু শেষ করে ফিরে আসার পথে এই ছবি টি নিলাম। দূরেই বান্দরবান শহর টি লক্ষ্য করা যাচ্ছে।


ফটোগ্রাফি ৯

IMG_20220111_160314.jpg

  • স্পট টির বাম পাশ সম্পূর্ণ ঘুরে দেখার পর এবার অন্যদিকে এগোতে শুরু করলাম। এইপাশের দৃশ্য দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম। এক কথায় বলতে গেলে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের মাঝ দিহে ছোট ছোট রাস্তা গুলো দেখতে খুবই চমৎকার লাগছিল।


ফটোগ্রাফি ১০

IMG_20220111_163122.jpg

  • এত চমৎকার দৃশ্য টি আমার বাস্তব মনে হচ্ছিল না। আসলে নিজ দেশেই প্রকৃতির কত রকমের সৌন্দর্য রয়েছে তা নিজ চোখে না দেখলে অনুধাবন করা যাবে না। দূরের ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেকতে খুবই ভাল লাগছিল।


আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সময় নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। ধন্যবাদ।

ডিভাইসস্যামসাং এ ৭০

W3W link: https://w3w.co/accented.dragging.clapper



logo.gif
@labib2000

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9WVDfLAJBxzEep67LA5XQjCQqGnN9oGrg5A4CcBofQLR5FoJ9ztWCFLqUAtRExdUv2pnFL8P1hvjFRX.gif

Sort:  
 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। জায়গাটা যেমন সুন্দর তার পাশাপাশি আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ ছিল। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। বান্দরবান ট্যুর এ খুব সুন্দর সময় পার করছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটি করার জন্য ।শুভেচ্ছা নিবেন।

 2 years ago 

বান্দরবান যাওয়ার খুব ইচ্ছা রয়েছে। কিন্তু এখনো যেতে পারিনি। যখন বান্দরবানের ফটোগ্রাফি দেখে কিংবা কোন ভিডিও দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বান্দরবান এর কিছু দৃশ্য অনেক অসাধারণ। ঘুরতে বেশি পছন্দ করি। সেক্ষেত্রে কিছুদিন পর বান্দরবান যাওয়ার ইচ্ছা আছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মত ছিল ‌ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ মন্তব্যটি করার জন্য। শুভেচ্ছা রইল।

 2 years ago 

  • বান্দরবানের কথা শুনলে অনেক কষ্ট লাগে। প্রায় অনেকবার উদ্যোগ নেওয়ার পরেও এখন পর্যন্ত যেতে পারেনি ওইখানে। আপনার আগের পর্বে আমি এটি বলেছিলাম। অসম্ভব সুন্দর এবং খুব প্রিয় একটি জায়গা বান্দরবান। আবার উদ্যোগ নিয়ে যেতে হবে। অনেক ভালো লাগলো আপনার আজকের পোস্টটি।
 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। মতামত করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে যায়। মনে হয় ওইসব সবুজ পাহাড়ে রাজ্যে যদি হারিয়ে যেতে পারতাম। যত দেখি ততই ভালো লাগে। ইচ্ছা আছে বান্দরবান ঘুরতে যাওয়ার। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য। শুভেচ্ছা রইল।

 2 years ago 
  • বান্দরবান ভ্রমণ এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাই।শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44