Diy(এসো নিজে করি)||রঙিন কাগজ দিয়ে একটি ইঁদুরের অরিগামী তৈরি||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমিও মোটামুটি এখন একটু সুস্থ আছি। কেননা কয়েকদিন ধরে বেশ অসুস্থ ছিলাম যার কারণে নিয়মিত পোস্ট করা হয়ে ওঠেনি।



20220201_021610.jpg



বেশ কয়েক দিন পর আবার আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রঙিন কাগজ দিয়ে একটি ইঁদুরের অরিগামি তৈরি করা যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক।

উপকরণ:-

  • রঙিন কাগজ।
  • পেন্সিল।
  • আঠা।
  • কলম।
  • কেচি।


প্রস্তুত প্রণালী:-



ধাপ ১

IMG-20220131-WA0002.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি।


ধাপ ২

IMG-20220131-WA0000.jpg

এবার কাগজকে ভাঁজ করে নেই।


ধাপ ৩

IMG-20220131-WA0003.jpg

এবার পেন্সিল দিয়ে কানের আকৃতি করে একে নেই।


ধাপ ৪

IMG-20220131-WA0004.jpg

দুপাশ হতেই উভয় অংশ টুকু কেটে নেই।


ধাপ ৫

IMG-20220131-WA0017.jpg

এবার একটি লাভের মত করে রঙিন কাগজ কেটে নেই এবং কান দুটো আঠা দিয়ে লাগিয়ে দেই।


ধাপ ৬

IMG-20220131-WA0005.jpg

এবার গোল করে কাগজের দুটো ছোট অংশ কেটে নেই এবং কলম দিয়ে চোখের আকৃতির মত করে একে নেই।


ধাপ ৭

IMG-20220131-WA0014.jpg

চোখ দুটো বসিয়ে দিয়েছি।


ধাপ ৮

IMG-20220131-WA0011.jpg

এবার কাগজ লম্বালম্বি করে কেটে নিয়েছি এবং কলম দিয়ে রং করে দিয়েছি।


ধাপ ৯

IMG-20220131-WA0013.jpg

এবার কাগজ গুলো ইঁদুরের মুখে লাগিয়ে দিয়েছি এবং উপরে ছোট্ট একটি নাক বসিয়ে দিয়েছি।


ধাপ ১০

IMG-20220131-WA0019.jpg

এবার একটি কাগজ লম্বা করে কেটে নেই এবং রোল করে দেই।


ধাপ ১১

IMG-20220131-WA0007.jpg

এবার আরো একটু কাগজ দিয়ে ইঁদুরের নিচে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং লেজ টিও লাগিয়ে দেই।


আশা করছি আমার কাগজের তৈরি ইঁদুরের অরিগামি টি আপনাদের পছন্দ হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই সুস্থ এবং নিরাপদ থাকবেন। ধন্যবাদ।

logo.gif

@labib2000

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি অরিগামি তৈরি করেছেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। রঙিন কাগজের ইঁদুর টি দেখতে একদম সত্যি কারের ইঁদুরের মত হয়েছে। এরকম অরিগামি গুলো দেখতে খুবই ভালো লাগে। ছোটরা এগুলো দিয়ে খেলা করতে খুবই পছন্দ। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

পোষ্টটা দেখার সাথে সাথে কেমন যেন মুচকি করে হেসে ফেলেছি,😊 হিহিহিহি। আমার বেশ মজার লেগেছে পুরো ব্যাপারটা। ইদুরের কানটা ধরে খুব টানতে ইচ্ছে করছিল। সত্যি ভালো একটা কাজ ছিল।

 2 years ago 

হাহা। ধন্যবাদ আপু মজার একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল।

 2 years ago 

  • রঙিন কাগজ দিয়ে খুব অসাধারণ ভাবে একটি ইঁদুর অঙ্কন করেছেন। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে ইঁদুরটি দেখতে। ইঁদুরের দুইটি দাঁত থাকলে দেখতে আরো চমৎকার দেখাতো। খুব অসাধারণ লাগতেছে ছবিগুলোতে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

ধন্যবাদ ভাই মুল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 
  • রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ইঁদুর তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপন থেকে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইলো শুভ কামনা। পরবর্তীতে আমিও তৈরি করবো।
 2 years ago 

অবশ্যই ভাই। শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে একটি ইঁদুরের অরিগামী তৈরি করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে আপনার কার্যপদ্ধতি তা বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত করার জন্য।

 2 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ইঁদুর তৈরি করেছেন। আমিও বেশ কিছুদিন আগে এমন একটি ইঁদুর তৈরি করেছিলাম। এটি দেখতে অনেক কিউট লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ইঁদুর তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মতামত টি করার জন্য।

 2 years ago 

আপনি রঙ্গিন পেপার ব্যবহার করে নতুন একটি সৃজনশীলতা আমাদের সামনে তুলে ধরেছেন । আপনার তৈরি করা ইঁদুরটি দেখতে অনেক সুন্দর লাগতেছে । তাছাড়া ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আশা করি পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আমাদের সামনে হাজির হবেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

চেষ্টা করব ভাই নতুন কিছু করার। শুভেচ্ছা রইল।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনার চমৎকার ভাবে একটি ইঁদুর তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এ রঙিন কাগজের ইঁদুর টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি।।
আইডিয়া টা দারুণ ছিল।।
দেখতে বেশ ভালো দেখাচ্ছে।।
কালার টা দারুণ ফুটেছে।।
শুভেচ্ছা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই। শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে একটি ইঁদুরের অরিগামী তৈরি করেছেন অনেক সুন্দর হয়েছে ভাই দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মতামত টি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45