বান্দরবান ট্যুর+ফটোগ্রাফি||পর্ব ১||১০% বেনিফিসিয়ারী @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি এই কঠিন সময়ের মাঝেও সকলে সুস্থ ও নিরাপদে অবস্থান করছেন। আমি বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ।



20220124_014815.jpg



বেশ কয়েকদিন আগে ৫,৬ জন বন্ধুরা মিলে বান্দরবান ঘুরতে গিয়েছিলাম। প্রথম বারের মত দূরে কোথাও ট্যুর দিয়ে বেশ ভালোই লেগেছে। এই কয়েকটি দিন বেশ ভালোই ইনজয় করেছিলাম আমি। অনেক দিন ধরেই কয়েকজন মিলে প্ল্যানিং করছিলাম যে কোথাও ঘুরতে যাওয়া দরকার। অবশেষে সবার সাথে কথা বলে বান্দরবান যাওয়ার পরিকল্পনাই ফাইনাল করা হয়। যাওয়ার কয়েকদিন আগে বিশেষ কারণে ঢাকায় এসেছিলাম। তাই ঢাকা হতেই সকলের সাথে যোগ দিয়েছিলাম আমি।


আমরা রাত ১১ টায় রওনা দিয়েছিলাম এবং পৌঁছাতে পৌঁছাতে সকাল ৭/৭.৩০ বেজে গিয়েছিল। পৌঁছিয়েই একটি হোটেল ভাড়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সকালের নাস্তা শেষ করেই বেরিয়ে পরি আমরা।


প্রাকৃতিক পরিবেশ আমার সবসময়ই বেশ উপভোগ্য লাগে বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে বেশ ভালই লাগছিল। আশেপাশের বড় বড় পাহাড় পর্বত গুলো দেখে যেন চোখ সরাতে পারছিলাম না। চারিদিকের পরিবেশটি অত্যন্ত সুন্দর ছিল। স্মৃতিগুলো ধরে রাখার জন্য একের পর এক ছবি তুলে গিয়েছিলাম। তাই ছবি গুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি।



ফটোগ্রাফি ১

20220111_095413.jpg

  • দুপাশেই সারি সারি পাহাড়ের মাঝ দিয়ে আঁকাবাঁকা উঁচু-নিচু রাস্তা দিয়ে এগোতে বেশ ভালই লাগছিল। বিশেষ করে এখানকার স্থানীয় যানবাহন চাঁদের গাড়িতে চড়ে আশেপাশের দৃশ্য বেশ ভালোই উপভোগ করা যাচ্ছিল।


ফটোগ্রাফি ২

20220111_101623.jpg

  • এই এলাকার প্রাকৃতিক পরিবেশ টি খুবই মনমুগ্ধকর। হাতের দু পাশেই বেশ চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছিলাম।


ফটোগ্রাফি ৩

20220111_100443.jpg

  • ছোটবেলায় একবার সিলেটে গিয়ে এরকম সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড় দেখতে পেয়েছিলাম। অনেক বছর পর আবার সেই একই রকম উঁচু উঁচু পাহাড় গুলো দেখতে বেশ ভালই লাগছিল। রাস্তার দুই পাশ ধরে এরকম সারি সারি পাহাড় বিদ্যমান ছিল।


ফটোগ্রাফি ৪

20220111_101636.jpg

  • উঁচু উঁচু রাস্তা বেয়ে ওঠার সময় একটু পরপরই এইরকম বাক পড়ছিল। বেশ আনন্দ লাভের পাশাপাশি সামান্য ভয়ও কাজ করছিল তখন। তবে সব মিলিয়ে ভালোই একটি অভিজ্ঞতা ছিল।


ফটোগ্রাফি ৫

IMG_20220111_102150.jpg

  • এই জায়গাটি প্রান্তিক লেক নামে পরিচিত। খুবই সুন্দর এবং মনোরম একটি জায়গা ছিল এটি। লেকটি দেখতে দারুন সুন্দর লাগছিল আমার কাছে।


ফটোগ্রাফি ৬

IMG_20220111_102146.jpg

  • লেকের এই অংশটুকু মারাত্মক সুন্দর লাগছিল আমার কাছে। সুন্দর স্বচ্ছ পানি একদিকে এবং অপরদিকে ঘন জঙ্গল। সব মিলিয়ে দৃশ্যটি দারুণ উপভোগ্য ছিল।


ফটোগ্রাফি ৭

20220111_135812.jpg

  • এরপর যে জায়গাটিতে গিয়েছিলাম সেটি মেঘলা পর্যটন কেন্দ্র নামে পরিচিত। এই জায়গাটিও মারাত্মক সুন্দর ছিল। সুন্দর একটি সময় কাটানোর জন্য খুবই দারুণ একটি জায়গা এটি।


ফটোগ্রাফি ৮

20220111_114359.jpg

  • এখানে এসেই আমি জীবনে প্রথম ঝুলন্ত সেতু তে উঠি। এটি বেশ নতুন একটি অভিজ্ঞতা ছিল আমার জন্য। ভেবেছিলাম এটি যেকোনো সাধারণ ব্রিজ এর মতই তবে এই সেতুটি পার হওয়ার সময় মারাত্মকভাবে দোল খায়।


ফটোগ্রাফি ৯

IMG_20220111_114225.jpg

  • দূরের ডানদিকে আরও একটি ঝুলন্ত সেতু লক্ষ করা যাচ্ছে।


ফটোগ্রাফি ১০

20220111_131714.jpg

  • ছবিটি ক্যাবল কার হতে তোলা। ক্যাবল কার হতে আশেপাশের ভিউ টি দারুন ভাবে উপভোগ করা যাচ্ছিল।


ফটোগ্রাফি ১১

IMG_20220111_131838.jpg

  • ঝুলন্ত সেতুর এই ছবি টিও ক্যাবল কার হতে তোলা। ছবি টি আমার পার্সোনাল ফেভারিট। সেতু,লেক,দূরের পাহাড় সব মিলিয়ে দারুন সুন্দর লাগছিল দৃশ্য টি দেখতে।


আজকের মত এখানেই শেষ করছি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালই লেগেছে। পরবর্তী পর্বে আবার দেখা হবে আরো কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।

ডিভাইসস্যামসাং এ ৭০

W3W link :- https://w3w.co/twitchy.nouns.matter, https://w3w.co/deemed.strokes.loaders

logo.gif
@labib2000

20211003_112202.gif

Sort:  
 2 years ago 

আমার মনে হয় বাংলাদেশের সুন্দর জায়গা গুলোর মধ্যে বান্দরবান অন্যতম। বেশ কয়েকবার যাবার পরিকল্পনা করলেও আজ পর্যন্ত একবারও যাওয়া হয়নি। ইচ্ছা ছিল বান্দরবানে যাব। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে বেশি দেরি করা ঠিক হবে না।

 2 years ago 

অবশ্যই ঠিক হবে না। দ্রুত সময় নিয়ে চলে যান।

আপনার ফটোগ্রাফি দেখে চোখ ফেরাতে পারছিলাম না।অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। উপস্থাপনা ছিল সত্যিই চমৎকার।শুভকামনা আপনার জন্য সামনে আরো অনেক ফটোগ্রাফি আমাদের উপহার দিবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বন্ধুদের সাথে ঘুরতো যাওয়ার মজাই আলাদা।আমার কাছেও হঠাৎ প্ল্যান করে কোথায় যেতে ভালে লাগে।দেখা গেছে অনেক দিনের প্ল্যান হলে সেটা আও যাওয়া হয় না।যাই হোক আপনার তোলা সব ছবিই অনেক সুন্দর।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার ছবিগুলো দেখে একদম মন ভরে গেলো। প্রতিটি ছবি আপনি খুবই সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে পাহাড়ি একলা বলতেই সুন্দর আর সেইটা যদি হয় বান্দরবান। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ছবি গুলো আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া চোখধাঁধানো ফটোগ্রাফি করেছেন আপনি দেখতে অনেক সুন্দর লাগতেছে সবগুলো ফটো সাথে সাথে বর্ণ গুলো অনেক সুন্দর হয়েছে তাছাড়া আপনার কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

এত সুন্দর একটি মতামত করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনার বর্ণনা পড়ে এবং ছবিগুলো দেখে মনে হচ্ছিল যে আমিই বান্দরবান যাচ্ছি। খুব সুন্দর করে আপনি যাত্রাপথের ছবি তুলেছেন এবং বর্ণনা করেছেন। বান্দরবান যেয়েও কিছু সুন্দর সুন্দর ছবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। আপনার পরবর্তী ছবির অপেক্ষায় রইলাম।

 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।

 2 years ago 

বাংলাদেশের সুন্দরতম জায়গার মধ্যে বান্দরবান অন্যতম। বান্দরবান গেলে বোঝা যায় বাংলাদেশের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ আমাদের বান্দরবানের সৌন্দর্য দেখার সুযোগ হয়েছিল। সুন্দরবনের সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়ে গিয়েছি। আপনার পোষ্টের মাধ্যমে আবার বান্দরবান দেখার সুযোগ হলো। মেঘলা পর্যটনকেন্দ্র টাও বেশ দারুন। আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আবার বান্দরবান ঘুরে দেখলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 
  • অসাধারণ একটি পোস্ট ছিল ভাই। বাংলাদেশের যতগুলো পর্যটক এলাকা আছে এর মধ্যে বান্দরবন অন‍্যতম। এবং এখানে গেলে অন‍্যরকম এক প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করা যায় যদিও আমি কখনো যায় নাই। আপনার পোস্টের ছবিগুলি দারুণ ছিল। এবং ভ্রমণ কাহিনি টাও আমার কাছে ভালো লেগেছে।
 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 
  • ভাইয়া বান্দরবান ভ্রমণের প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ। দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি খুবই সুন্দর ভাবে করেছেন। কোনটা ভালো কোনটা মন্দ বলবো সেটাই বুঝতে পারছিলাম না। তবে ঝুলন্ত ব্রিজের ফটোগ্রাফি আমার কাছে সবচাইতে বেশি ভাল লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

 2 years ago 

বান্দরবনে ঘুরতে গিয়ে তো খুবই মজা করেছেন মনে হয়। সত্যিই অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন আবার। সেই ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ও অনেক সুন্দর ভাবে ভাগ করে নিলেন। আসলে এরকম ঘুরাঘুরির মুহূর্ত গুলো খুবই সুন্দর লাগে দেখতে। আমারও ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটি মতামত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56587.45
ETH 2991.05
USDT 1.00
SBD 2.15